বাক্য রূপান্তর

বাক্য রূপান্তর

তবে জটিল ও যৌগিক বাক্যকে সরল করে আরো সুন্দর বাক্যে পরিণত করা যায়। যেমন: কন্যার বাপ সবুর করিতে পারিলেও বরের বাপ তা চাহিলেন না। অথবা শুধু ত্যাগ না জ্ঞানও মানুষকে মুক্তির পথে পরিচালিত করে/ত্যাগ ও জ্ঞান দুটিই মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। বিভিন্ন নিয়মে বাক্য রূপান্তর করা যায়। যেমন :

ক) সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর

সরল বাক্য   : শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে।

জটিল বাক্য   : যে লোক শিক্ষিত তাকে সবাই শ্রদ্ধা করে।

সরল বাক্য   : তিনি আসলে আর চিন্তা কী?

জটিল বাক্য   : যদি তিনি আসেন তাহলে আর চিন্তা কী?

সরল বাক্য   : ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব।

জটিল বাক্য   : যখন ঈদ আসবে তখন আমরা বাড়ি যাব।

সরল বাক্য   : তোমার কথা আজীবন মনে থাকবে।

জটিল বাক্য   : যতদিন জীবিত থাকবে ততদিন তোমার কথা মনে থাকবে।

সরল বাক্য   : সৎ লোক কখনও মিথ্যার সঙ্গে আপোস করে না।

জটিল বাক্য   : যে সৎ লোক সে কখনও মিথ্যার সঙ্গে আপোস করে না।

সরল বাক্য   : অন্ধকে আলো দাও।

জটিল বাক্য   : যে অন্ধ তাকে আলো দাও।

খ) জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর

জটিল বাক্য   : যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যান।

সরল বাক্য   : শৈশবে তার বাবা মারা যায়।

জটিল বাক্য   : যেহেতু যানজট সেহেতু গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে।

সরল বাক্য   : যানজট থাকায় গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে।

জটিল বাক্য   : যদিও লোকটি গরিব তথাপি সে অতিথিপরায়ণ।

সরল বাক্য   : লোকটি গরিব হলেও অতিথিপরায়ণ।

জটিল বাক্য   : যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।

সরল বাক্য   : পরিশ্রম করলে ফল পাবে।

গ) সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর

সরল বাক্য   : বাবা আমাকে একশ টাকা দিয়ে বাজারে যেতে বললেন।

যৌগিক বাক্য : বাবা আমাকে একশ টাকা দিলেন এবং বাজারে যেতে বললেন।

সরল বাক্য   : পরিশ্রম করলে ফল পাবে।

যৌগিক বাক্য : অধিক পরিশ্রম করবে এবং অধিক ফল পাবে।

ঘ) যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর

যৌগিক বাক্য : তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন।

সরল বাক্য   : তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন।

যৌগিক বাক্য : ছেলেটি গরিব কিন্তু মেধাবী।

সরল বাক্য   : ছেলেটি গরিব হলেও মেধাবী।

যৌগিক বাক্য : এখনই যাও নইলে তার দেখা পাবে না।

সরল বাক্য   : এখনই না গেলে তার দেখা পাবে না।

ঙ) জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর

জটিল বাক্য   : যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি তবুও কোন ফল হয়নি।

যৌগিক বাক্য : আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু কোন ফল হয়নি।

জটিল বাক্য   : সে যেমন কৃপণ তেমন চালাক।

যৌগিক বাক্য : সে কৃপণ এবং চালাক।

জটিল বাক্য   : আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল।

যৌগিক বাক্য : আমরা স্টেশনে পৌঁছলাম আর গাড়ি ছেড়ে দিল।

জটিল বাক্য   : আমরা যখন বাড়ি এসেছি তখন রাত্রি হয়েছে।

যৌগিক বাক্য : আমরা বাড়ি এসেছি আর রাত্রি হয়েছে।

জটিল বাক্য   : পিতা যখন আছেন তখন পুত্রকে খোঁজ কেনো?

যৌগিক বাক্য : পিতা আছেন সুতরাং পুত্রকে খোঁজ কেনো?

জটিল বাক্য   : যে রক্ষক সেই ভক্ষক।

যৌগিক বাক্য : সে রক্ষক এবং ভক্ষক।

চ) যৌগিক বাক্য থেকে মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর

যৌগিক বাক্য      : তিনি বিদ্বান বটে কিন্তু বড়ই দুর্বিনীত।

মিশ্র বা জটিল বাক্য : যদিও তিনি বিদ্বান তবুও বড়ই দুর্বিনীত।

যৌগিক বাক্য      : বিদ্বান হও তবে লোকে শ্রদ্ধা করবে।

মিশ্র বা জটিল বাক্য : যদি বিদ্বান হও তবে লোকে শ্রদ্ধা করবে।

যৌগিক বাক্য      : নিয়মিতভাবে ব্যায়াম করো স্বাস্থ্য ভালো হবে।

মিশ্র বা জটিল বাক্য : যদি নিয়মিত ব্যায়াম কর তাহলে স্বাস্থ্য ভাল হবে।

যৌগিক বাক্য      : দোষ করেছে অতএব শাস্তি পাবে।

মিশ্র বা জটিল বাক্য : যখন দোষ করেছে তখন শাস্তি পাবে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]