পরিভাষার বৈশিষ্ট্য
পরিভাষার ৪টি বৈশিষ্ট্য রয়েছে।
যেমন: সর্বজন স্বীকৃতি, স্বাভাবিকতা, বিশিষ্টার্থ প্রয়োগ, আড়ষ্টত্বহীনতা
পরিভাষা নির্মাণের উপায়: ৪টি উপায়ে পরিভাষা নির্মাণ করা যায়।
যেমন:
১. পূর্ব ব্যবহৃত শব্দ ও শব্দাংশ জুড়ে। যেমন: উপাচার্য (Vice Chancellor)
২. পূর্ব ব্যবহৃত শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে। যেমন: বর্ণ (রং)>কিন্তু ব্যাকরণে ধ্বনি সংকেত।
৩. অন্য ভাষা থেকে শব্দ ধার করে। যেমন: Green>সবুজ (ফারসি)-এর বাংলা নাই।
৪. সোজাসুজি নতুন শব্দ নির্মাণ করে। যেমন: Circle>চক্র।
পরিভাষা নির্মাণের রীতি
পরিভাষা নির্মাণের ৩টি রীতি রয়েছে। যেমন:
১. ঋণ: ঋণ শব্দ অপরিবর্তিত থাকাই শ্রেয়। যেমন: অতি প্রচলিত ঋণ শব্দ।
২. ঋণ অনুবাদ: পুরনো শব্দ, অপ্রচলিত শব্দ কিংবা অর্ধবিস্মৃত শব্দই এর উৎস।
যেমন: epenthesis-অপিনিহিত, en = নি, thisis = হিতি, up = উজান।
৩. নির্মাণ>সংস্কৃত, আরবি, ফারসি এর উৎস। যেমন: fact-তথ্য।
পারিভাষিক শব্দের নমুনা
১. রসায়ন
Aberration — বিচ্যুতি Absolute — পরম/ খাঁটি/আসল Bronze — তামা Extraction — নিষ্কাশন |
Hydrogen — উদজান Nitrogen — যবক্ষারজান Neutron — নিষ্ক্রিয় কর্মা/ তড়িৎ বিহীন কথা Oxygen — অম্লজান |
৩. পদার্থ বিদ্যা
Arc — চাপ Axis — অক্ষ Axis of rotation — ঘূর্ণাক্ষ Cell — সেল |
Central force — কেন্দ্রিক বল Chance — দৈব Inlet — প্রবেশ পথ |
৪. ভূবিদ্যা
Ablation — ক্ষয়
৫. মৃৎবিজ্ঞান
Buffer elements — নিরপেক্ষ উৎপাদন Bulk density — আকারের ঘনত্ব Calcium — ক্যালসিয়াম |
Calcium carbonate — খড়িমাটি Capillary force — কৈশিক শক্তি
|
৬. তথ্য গণিত
Absolute — স্বকীয় Applied statistics — ফলিত বা ব্যবহারিক তথ্য গঠিত |
Job evaluation — কার্যের মূল্যায়ন
|
৭. গণিত শাস্ত্র
Eccentr Icity — রাশি/রাশিমালা Expression — সসীম |
Fundamental rules — মূল নিয়ম Integral number — পূর্ণসংখ্যা |
৮. রাষ্ট্র বিজ্ঞান
Knave — প্রতারক Legal — বৈধ |
Nationality — জাতীয়তা |
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ