সমার্থক শব্দ
যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। রচনার মাধুর্য সৃষ্টির জন্য একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন। কবিতায় এর প্রয়োগ বেশি। এখানে কতগুলো সমার্থক শব্দের উদাহরণ দেওয়া হলো।
শব্দে প্রয়োগ
অন্ধকার-আঁধার, তমসা, তিমির
আকাশ-অম্বর, গগন, নভঃ, ব্যোম
আগুন-অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন
ঈশ্বর-আল্লাহ, খোদা, জগদীশ্বর, ধাতা, বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা
কান-কর্ণ, শ্রবণ
চুল-অলক, কুন্তল, কেশ, চিকুর
চোখ-অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন
জল-অম্বু, জীবন, নীর, পানি, সলিল
তীর-কূল, তট, সৈকত
দিন-দিবস, দিবা
দেবতা-অমর, দেব, সুর
দেহ-গাত্র, গা, তনু, শরীর
ধন-অর্থ, বিত্ত, বিভব, সম্পদ
পৃথিবী-অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী
পর্বত-অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল
পিতা-আব্বা, জনক, বাবা
পুত্র-ছেলে, তনয়, নন্দন, সুত
মাতা-গর্ভধারিণী, প্রসূতি, মা, জননী
কোকিল-পরভৃত, পিক
গরু-গো, গাভী, ধেনু
চাঁদ-চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু
রাজা-নৃপতি, নরপতি, ভূপতি
সূর্য-আদিত্য, তপন, দিব্যকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা
স্বর্গ-দেবলোক, দ্যুলোক, বেহেশত
নদী-তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী
নারী-অবলা, কামিনী, মহিলা, স্ত্রীলোক, রমণী
মৃত্যু-ইন্তেকাল, ইহলীলা-সংবরণ, ইহলোক ত্যাগ, চিরবিদায়, জান্নাতবাসী হওয়া
দেহত্যাগ, পঞ্চত্বপ্রাপ্তি, পরলোকগমন, লোকান্তরগমন, শেষ নিঃশ্বাস ত্যাগ, স্বর্গলাভ
সাপ-অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প
সমুদ্র-অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু
হাতি-কর, বাহু, ভুজ, হস্ত
বাক্যে প্রয়োগ
* কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে।
* গগনে উদিল রবি লোহিত বরণ।
* দিবসে আলস্যে নিদ্রা অতি দূষণীয়।
* অবলা সবলা আজ নহে তো দুর্বলা।
* প্রচণ্ড মার্তণ্ড তাপে গলিছে তুষারপিণ্ড।
বিপরীতার্থক শব্দ
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বলে।
শব্দের পূর্বে সাধারণত অ, অন, অনা, অপ, অব, দুর, ন, না, নি, নির প্রায়ই না-বাচক বা নিষেধবোধক অর্থ প্রকাশ করে। তাই শব্দের বিরোধার্থক শব্দ তৈরিতে এই উপসর্গগুলো কিছুটা সাহায্য করে। তবে গঠনগত দিক থেকে শব্দের বিপরীতার্থক শব্দগুলো প্রায়ই মূল শব্দের সঙ্গে সম্পর্কশূন্য। যেমন :
শব্দ বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ
কাজ অকাজ সঞ্চয় ব্যয় আকর্ষণ বিকর্ষণ
উপচয় অপচয় উন্নত অবনত/অনুন্নত পথ বিপথ
কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃতঘ্ন উৎকর্ষ/অপকর্ষ বাদী বিবাদী
কেজো অকেজো যশ অপযশ যুক্ত বিযুক্ত
চেতন অচেতন সবল দুর্বল সফল বিফল
চেনা অচেনা সুকৃত দুষ্কৃত সুশ্রী বিশ্রী
জানা অজানা সুখ দুঃখ স্মৃতি বিস্মৃতি
জ্ঞানী অজ্ঞান সুলভ দুর্লভ ঠিক বেঠিক
ধর্ম অধর্ম সুশীল দুঃশীল তাল বেতাল
নশ্বর অবিনশ্বর আসল নকল হাল বেহাল
লক্ষ্মী অলক্ষ্মী আস্তিক নাস্তিক হুঁশ বেহুঁশ
শান্ত অশান্ত লায়েক নালায়েক অগ্র পশ্চাৎ
শিষ্ট অশিষ্ট খুঁত নিখুঁত অচল সচল
শুভ অশুভ খোঁজ নিখোঁজ অনুকূল প্রতিকূল
শ্রদ্ধা অশ্রদ্ধা বিরত নিরত অন্তর বাহির
অন্ত অনন্ত অন্তরঙ্গ বহিরঙ্গ অধম উত্তম
স্থাবর অস্থাবর জঙ্গম আশা/নিরাশা উৎসাহ নিরুৎসাহ
অতিবৃষ্টি অনাবৃষ্টি অধমর্ণ/উত্তমর্ণ অল্প অধিক
অভিজ্ঞ অনভিজ্ঞ অর্থ অনর্থ দোষী নির্দোষ
আচার অনাচার ধনী নির্ধন/দরিদ্র আকুঞ্চন প্রসারণ
আত্মীয় অনাত্মীয় প্রবল দুর্বল আগে পিছে
আদর অনাদর রোগ নীরোগ আপদ নিরাপদ
আবশ্যক অনাবশ্যক সচেষ্ট নিশ্চেষ্ট আপন পর
আবিল অনাবিল সদয় নির্দয় আদান প্রদান
আস্থা অনাস্থা সম্বল নিঃসম্বল আদি অন্ত
ইচ্চা অনিচ্ছা সরস নীরস আবির্ভাব তিরোভাব
ইষ্ট অনিষ্ট সাকার নিরাকার আমদানি রপ্তানি
উপস্থিত অনুপস্থিত আঁটি শাঁস আয় ব্যয়
অজ্ঞ বিজ্ঞ আসল নকল উপকার অপকার
অনুরক্ত বিরক্ত ইতর ভদ্র মান অপমান
অনুরাগ বিরাগ ইদানীং তদানীং ইহলোক পরলোক
ডোবা ভাসা লঘু গুরু ইহা উহা
তিরস্কার পুরস্কার লাভ ক্ষতি/লোকসান মিলন বিরহ
উচ্চ নীচ তেজী নিস্তেজ
উত্থান পতন দাতা গ্রহীতা শত্রু মিত্র
উদয় অস্ত দিন রাত শীঘ্র বিলম্ব
উন্নতি অবনতি দীর্ঘ হ্রস্ব সত্য মিথ্যা
ঊর্ধ্ব অধ দুষ্ট শিষ্ট সমষ্টি ব্যাষ্টি
এলোমেলো গোছানো দূর নিকট সার্থক ব্যর্থ
ওঠা নামা দেওয়া নেওয়া সুন্দর কুৎসিত
ওস্তাদ সাগরেদ দেনা পাওনা সৃষ্টি ধ্বংস
কৃত্রিম স্বাভাবিক ধনী নির্ধন/গরিব স্থির চঞ্চল
কোমল কর্কশ নতুন পুরাতন স্মৃতি বিস্মৃতি
ক্রয় বিক্রয় নরম শক্ত স্বকীয় পরকীয়
ক্ষুদ্র বৃহৎ নিদ্রিত জাগ্রত স্বতন্ত্র পরতন্ত্র
খাঁটি ভেজাল নিন্দা প্রশংসা স্বর্গ নরক
খাতক মহাজন বন্ধন মুক্তি স্বাধীন পরাধীন
খুচরা পাইকারি বন্ধু শত্রু হরণ পূরণ
খোলা বন্ধ বর বৌ হার জিত
গরিষ্ঠ লঘিষ্ঠ বর্ধমান ক্ষীয়মান হাল্কা বারি
গুরু লঘু বড় ছোট
গৃহী সন্ন্যাসী বাচাল স্বল্পভাষী হ্রাস বৃদ্ধি
গ্রহণ বর্জন জীবন মরণ জোয়ার ভাটা
ঘাটতি বাড়তি বেহেশত্ দোজখ মুখ্য গৌণ
ঘাত প্রতিঘাত বোকা চালাক টাটকা বাসি
চোর সাধু ব্যর্থ সার্থক মৃদু প্রবল
চোখা ভোঁতা ভয় সাহস ঠকা জেতা
ছাত্র অছাত্র ভিতর বাহির রাজা প্রজা
জন্ম মৃত্যু ভীতু সহাসী ঠান্ডা গরম
জয় পরাজয় ভীরু নির্ভীক রুগ্ণ সুদ্ধ
জড় চেতন ভূত ভবিষ্যৎ জাগরিত নিদ্রিত
ভোঁতা ধারাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
বাক্যে বিপরীতার্থক শব্দের প্রয়োগ
*যুদ্ধে জয় - পরাজয় নির্ধারিত হবে।
*ব্যবসায়ে লাভ - ক্ষতি আছেই।
*জীবনে হাসি - কান্না পর্যায়ক্রমে আসে।
*সাগরে জোয়ার - ভাটা পানির হ্রাস-বৃদ্ধি ঘটে।
*হালকা আর ভারি যন্ত্রগুলো ধোয়ামোছা কর।
*‘কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?’
*এ জগৎ হরণ-পূরণের মেলা।
*খেলায় হার-জিত থাকবেই।
*পরাধীন হয়ে সুখভোগের চেয়ে স্বাধীন হয়ে দুঃখ ভোগ করাও ভালো।
*ছেলেটি বড়ই চঞ্চল কিন্তু মেয়েটি কেমন ধীরস্থির।
*সবলের সদম্ভ অত্যাচার দুর্বল আর কতদিন সইবে?
*সাহস দিয়ে ভয়কে জয় কর।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ