বাংলা ভাষায় এমন অনেক শব্দ ব্যবহৃত হয় যেগুলোর উৎস সংস্কৃত ভাষা। এসকল তৎসম শব্দের ক্ষেত্রেও
স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির প্রয়োগ লক্ষ করা যায়। স্বরসন্ধির মূল সংগঠন হলো:
স্বরসন্ধি = স্বরধ্বনি + স্বরধ্বনি
স্বরসন্ধি আবার দুই প্রকারের হয়ে থাকে।
বহিঃসন্ধি ও অন্তঃসন্ধি
বিভিন্ন শব্দের মধ্যে সন্ধি হলে তাকে বহিঃসন্ধি বলা হয়। যেমন : মহা+আশয় = মহাশয়। এখানে মহা ও আশয় শব্দের
মধ্যে যে সন্ধি হয়েছে তাকে বহিঃসন্ধি বলা হয়।
একই শব্দের মধ্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তার নাম অন্তঃসন্ধি। যেমন : নৌ+ইক = নাবিক, ইতিহাস+ইক =ঐতিহাসিক।
১. অ-কার কিংবা আ-কারের পর অÑকার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আÑকার হয় এবং এই আÑকার পূর্ববর্ণের
সঙ্গে যুক্ত হয়।
অ + অ = আ
নব + অন্ন = নবান্ন
স্ব + অধীন = স্বাধীন
প্রাণ + অধিক = প্রাণাধিক
হত + আশ হতাশ
সূর্য + অস্ত = সূর্যাস্ত
অ + আ = আ
দশ + আনন = দশানন
গ্রন্থ + আগার = গ্রন্থাগার
প্রবাল + আদি = প্রবালাদি
রতœ + আকর = রতœাকর
জল + আশয় = জলাশয়
আ + অ = আ
আশা + অতীত = আশাতীত
মহা + অর্ঘ = মহার্ঘ
ত্বরা + অন্বিত = ত্বরান্বিত
যথা + অযথ = যথাযথ
আ + আ = আ
ভাষা + আচার্য = ভাষাচার্য
ব্যথা +আতুর = ব্যথাতুর
কারা + আগার = কারাগার
মহা + আশয় = মহাশয়
২. অÑকার কিংবা আÑকারের পর ই-কার অথবা ঈÑকার থাকলে উভয়ে মিলে এÑকার হয় এবং এÑকারটি পূর্ববর্তী
ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়।
অ + ই = এ
নর + ইন্দ্র = নরেন্দ্র
স্ব + ইচ্ছা = সেচ্ছা
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
আ + ই = এ
যথা + ইচ্ছা = যথেচ্ছা
যথা + ইষ্ট = যথেষ্ট
মহা + ইন্দ্র = মহেন্দ্র
অ + ঈ = এ
নর + ঈশ = নরেশ
গণ + ঈশ = গণেশ
পরম + ঈশ = পরমেশ
আ + ঈ = এ
রমা + ঈশ = রমেশ
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী
৩. অÑকার অথবা আÑকারের পর উÑকার কিংবা ঊÑকার থাকলে উভয়ে মিলে ওÑকার হয়। ওÑকার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণে
যুক্ত হয়।
অ+উ = ও
নব+ উদয় = নবোদয়
নীল + উৎপল = নীলোৎপল
মূল + উচ্ছেদ = মূলোচ্ছেদ
আ+উ = ও
যথা+উচিত = যথোচিত
মহা+উৎসব = মহোৎসব
অ+ঊ = ও
চল + ঊর্মি = চলোর্মি
গৃহ+ ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব
আ+ ঊ = ও
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
৪. অ-কার অথবা আÑকারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং ‘অর’ রেফ (র্ ) হিসেবে পরবর্তী বর্ণে যুক্ত
হয়।
অ + ঋ = র্অ
উত্তম + ঋণ =উত্তমর্ণ
দেব + ঋষি = দেবর্ষি
সপ্ত + ঋষি = সপ্তর্ষি
আ + ঋ = র্অ
মহা + ঋষি = মহর্ষি
রাজা + ঋষি = রাজর্ষি
ঐঝঈ-২৮৫১ ব্যাকরণ-৩৩
৫. অÑকার কিংবা আÑকারের পর এÑকার কিংবা ঐÑকার থাকলে উভয়ে মিলে ঐÑকার হয় এবং ঐÑকার পূর্ববর্ণের সঙ্গে
মিলিত হয়।
অ + এ = ঐ
হিত + এষী = হিতৈষী
জন + এক = জনৈক
আ + এ = ঐ
তথা + এব = তথৈব
সদা + এব = সদৈব
অ + ঐ = ঐ
মত + ঐক্য = মতৈক্য
ধন + ঐশ্বর্য = ধনৈশ্বর্য
রূপ + ঐশ্বর্য = রূপৈশ্বর্য
আ + ঐ = ঐ
মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
৬. অÑকার কিংবা আÑকারের পর ওÑকার কিংবা ঔÑকার থাকলে উভয়ে মিলে ঔÑকার হয়। ঔÑকার পূর্ববর্ণে যুক্ত হয়।
অ+ ও = ঔ
বন+ ওষধি = বনৌষধি
কণ্ঠ + ওষধি = কণ্ঠৌষধি
অ + ঔ= ঔ
পরম + ঔষধ = পরমৌষধ
চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য
আ + ঔ = ঔ
মহা + ঔষধ = মহৌষধ
মহা + ঔদার্য = মহৌদার্য
৭. ইÑকার অথবা ঈÑকারের পর ইÑকার কিংবা ঈÑকার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈÑকার হয়। দীর্ঘ ঈÑকার পূর্ববর্তী
ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়।
ই + ই = ঈ
গিরি + ইন্দ্র = গিরীন্দ্র
অতি + ইত = অতীত
যতি + ইন্দ্র = যতীন্দ্র
অতি + ইব = অতীব
ই + ঈ = ঈ
ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ
অধি + ঈশ্বর = অধীশ্বর
দিল্লী + ঈশ্বর = দিল্লীশ্বর
পরি + ঈক্ষা = পরীক্ষা
ঈ + ই = ঈ
মহী + ইন্দ্র = মহীন্দ্র
সতী + ইন্দ্র = সতীন্দ্র
ঈ + ঈ = ঈ
পৃথ্বী + ঈশ = পৃথ্বীশ
৮. ইÑকার কিংবা ঈÑকারের পর ই ও ঈ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈÑকার স্থানে ‘য’ হয়। যÑফলারূপে ‘য্’ পূর্ববর্ণে
যুক্ত হয়।
ই+অ = য্ + অ
আদি + অন্ত = আদ্যন্ত
অতি+অন্ত = অত্যন্ত
অতি + অধিক = অত্যধিক
প্রতি + অহ = প্রত্যহ
ই + আ = য্ + আ
ইতি + আদি = ইত্যাদি
অতি + আচার = অত্যাচার
প্রতি + আশা = প্রত্যাশা
ই + উ = য্ + উ
অতি + উচ্চ =অত্যুচ্চ
অতি + উক্তি = অত্যুক্তি
প্রতি + উপকার = প্রত্যুপকার
ই + ঊ = য্ + উ
প্রতি +উষ = প্রত্যুষ
ঈ + অ = য্ + আ
নদী + অম্বু = নদ্যম্বু
ঈ + আ = য্ + আ
মসী + আধার = মস্যাধার
ই + এ = য্ + এ
প্রতি + এক = প্রত্যেক
৯. উÑকার অথবা ঊÑকারের পর ঊÑকার কিংবা ঊÑকার থাকলে উভয়ে মিলে ঊÑকার হয়। ঊÑকার পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি
যুক্ত হয়।
উ + উ = ঊ
সু + উক্ত = সূক্ত
অনু + উদিত = অনূদিত
মরু + উদ্যান = মরূদ্যান
কটু + উক্তি = কটূক্তি
উ + ঊ = ঊ
লঘু + ঊর্মি = লঘূর্মি
তনু + ঊর্ধ্ব = তনূর্ধ্ব
তরু + ঊর্ধ্ব = তরূর্ধ্ব
ঊ + উ = ঊ
বধূ + উক্তি = বধূক্তি
বধূ + উৎসব = বধূৎসব
ঊ + ঊ = ঊ
ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব
সরযূ + ঊর্মি = সরযূর্মি
১০. উÑকার অথবা ঊÑকারের পর ঊÑকার। ঊÑকার ছাড়া অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে বÑফলা হয়। বÑফলা পূর্ববর্তী
বর্ণের সঙ্গে যুক্ত হয়।
উ + অ = ব্ + অ
অনু + অয় = অন্বয়
মনু + অন্তর = মন্বন্তর
সু + অল্প = স্বল্প
উ + আ = ব্ + আ
সু + আগত = স্বাগত
পশু + আচার = পশ্বাচার
উ + ই = ব + ই
অনু + ইত = অন্বিত
উ + ঈ = ব + ঈ
অনু + ঈক্ষা = অন্বীক্ষা
তনু + ঈ = তন্বী
ঊ + এ = ব + এ
অনু + এষণ = অন্বেষণ
১১. ঋÑকারের পর ঋ ছাড়া অন্য স্বর থাকলে ঋÑকার স্থানে রÑফলা হয়। রÑফলা পূর্ববর্তী ধ্বনিতে যুক্ত হয়।
ঋ + অ = র
পিতৃ + অর্থে = পিত্রর্থে
পিতৃ + অনুমতি = পিত্রনুমতি
ঋ + আ = র
পিতৃ + আলয় = পিত্রালয়
মাতৃ + আদেশ = মাত্রাদেশ
বিশেষ স্বরসন্ধি
অÑবর্ণের পর কাতর অর্থে ঋত শব্দের ঋ থাকলে ঋ স্থানে ‘র্আ’ হয়ে সন্ধি নিষ্পন্ন হয়।
শীত + ঋত = শীতার্ত
তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত
দুঃখ + ঋত = দুঃখার্ত
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
কোন নিয়ম অনুসারে সন্ধি না হয়ে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যখন পরিবর্তন ঘটে তখন সেইরূপ সন্ধিকে নিপাতন-সিদ্ধ সন্ধি
বলে।
কুল + অটা = কুলটা
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
স্ব + ঈর = স্বৈর
সীমন্ + অন্ত = সীমন্ত
স্ব + ঈরিণী = স্বৈরিণী
বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ
অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
মার্ত + অÐ = মার্তÐ
স্বরের অন্তঃসন্ধি
১. শব্দের মধ্যে এÑকারের পর স্বরধ্বনি থাকলে এÑকারের স্থানে ‘অয়’ হয়।
এ + অ = অয়
নে + অন = নয়ন
বে + অন = বয়ন
এ + আ = আ
শে + আন = শয়ান
২. ঐÑকারের পর স্বরধ্বনি থাকলে ঐÑকার স্থানে ‘আয়’ হয় এবং পরের স্বর এতে যুক্ত হয়।
ঐ + অ = আয়
নৈ + অক = নায়ক
গৈ + অক = গায়ক
৩. শব্দের মধ্যে ওÑকারের পরে স্বরধ্বনি থাকলে ওÑকারের স্থানে ‘অব’ হয় এবং পরের স্বর এতে যুক্ত হয়।
ও + অ = অব
পো + অন = পবন
ভো + অন = ভবন
লো + অন = লবণ
৪. শব্দের মধ্যে ঔÑকারের পর স্বরধ্বনি থাকলে ঔÑকার স্থানে ‘আব’ হয়।
ঔ + অ = আব
পৌ + অক = পাবক
নৌ + ইক = নাবিক
ভৌ + উক = ভাবুক
পাঠোত্তর মূল্যায়ন
উত্তরগুলো মিলিয়ে নিন। আপনার উত্তরের সঙ্গে না মিললে পাঠটি আবার পড়–ন এবং নির্দেশমতো কাজ করুন। একইভাবে
অন্যান্য পাঠের উত্তরগুলো মিলিয়ে নেবেন।
১. একই শব্দের মধ্যে যে সন্ধি নিষ্পন্ন হয়, তাকে বলেÑ
ক) ব্যঞ্জনসন্ধি খ) অন্তঃসন্ধি
গ) স্বরসন্ধি ঘ) বহিঃসন্ধি
২. বাংলা সন্ধি কত প্রকার ?
ক) তিন প্রকার খ) পাঁচ প্রকার
গ) দুই প্রকার ঘ) চার প্রকার
৩. বিভিন্ন শব্দের মধ্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে বলে ÑÑ
ক) বহিঃসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি
গ) অন্তঃসন্ধি ঘ) স্বরসন্ধি
৪. ‘শীতার্ত ’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে হয় Ñ
ক) শীত + আর্ত খ) শীত + ঋত
গ) শীত + আত ঘ) শীত + রীত
৫. শব্দের মধ্যে ঔÑকারের পর স্বরবর্ণ থাকলে ঔÑকার স্থানে হয় Ñ
ক) আব খ) অব
গ) অর ঘ) আর
৬. বহিঃসন্ধি চিহ্নিত করুন :
ক) নে + অন খ) বে + অন
গ) সূর্য + অস্ত ঘ) পৌ + অক
৭. সন্ধি করুন :
ক) মনু + অন্তর খ) প্র + ঊঢ়
গ) অনু + এষণ ঘ) বধূ + উৎসব
ঙ) আদি + অন্ত চ) অতি + অন্ত
ছ) মরু + উদ্যান জ) পিতৃ + আলয়
ঝ) নৈ + অক ঞ) শীত + ঋত
৮. সন্ধিবিচ্ছেদ করুন :
ক) দুঃখার্ত খ) কটূক্তি
গ) লঘূর্মি ঘ) গায়ক
ঙ) তৃষ্ণার্ত চ) গবাক্ষ
ছ) সূক্ত জ) অত্যধিক
ঝ) প্রত্যহ ঞ) মাত্রাদেশ
উত্তর
১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. গ
৭. মন্বন্তর, প্রৌঢ়, অন্বেষণ, বধূৎসব, আদ্যন্ত, অত্যন্ত, মরূদ্যান, পিত্রালয়, নায়ক, শীতার্ত
৮. দুঃখ + ঋত , কটু + উক্তি, লঘু + ঊর্মি, গৈ + অক, তৃষ্ণা + ঋত, গো + অক্ষ, সু + উক্ত , অতি + অধিক , প্রতি +
অহ , মাতৃ + আদেশ
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ