স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির অথবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সহযোগে কিংবা তাদের একের লোপে
অথবা ধ্বনি দুটির পারস্পরিক প্রভাবে ধ্বনির যে পরিবর্তন তার নাম ব্যঞ্জনসন্ধি। স্বরসন্ধির ক্ষেত্রে স্বরধ্বনির
সঙ্গে যেমন স্বরধ্বনির সন্ধি হতে হয়, ব্যঞ্জনসন্ধির ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাংলা
ব্যঞ্জনসন্ধি সাধারণত তিন উপায়ে নিষ্পন্ন হয়।
১. ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির মিশ্রণে
২. ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিশ্রণে
৩. স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিশ্রণে
ব্যঞ্জনের সঙ্গে স্বরের অথবা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
১. স্বরবর্ণ , বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা য, র, ল, ব, হ পরে থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে তৃতীয় বর্ণ হয়।
ক + ঈ = গ
বাক + ঈশ = বাগীশ
ক + এ = গ
ঋক + বেদ = ঋগে¦দ
দিক + দর্শন = দিºর্শন
ট + দ = ড়
ষট + দর্শন = ষড়্দর্শন
ষট + আনন = ষড়ানন
ষট + যন্ত্র = ষড়যন্ত্র
২. আনুনাসিক বর্ণ পরে থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে পঞ্চম বর্ণ হয়।
ত + ন = ন
জগৎ + নাথ = জগন্নাথ
ত + ম = ন
চিৎ + ময় = চিন্ময়
মৃৎ+ ময়ী = মৃন্ময়ী
ক + ম = ঙ
বাক্ +ময় = বাক্সময়
দিক + মÐল = দিঙ্মÐল
ট + ন = ণ
ষট্ + নবতি = ষণœবতি
৩. চ কিংবা ছ পরে থাকলে ত্ এবং দ স্থানে চ হয়।
উৎ + চারণ = উচ্চারণ
উৎ + ছেদ = উচ্ছেদ
৪. জ কিংবা ঝ পরে থাকলে ত ও দ স্থানে জ হয় ।
ত্ + জ = জ
সৎ + জন = সজ্জন
যাবৎ + জীবন = যাবজ্জীবন
বিপদ + জনক = বিপজ্জনক
জগৎ + জ্যোতি = জগজ্জ্যোতি
ত্ + ঝ = জ
কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা
দ + জ = জ
তদ + জাতীয় = তজ্জাতীয়
৫. ল পরে থাকলে ত ও দ স্থানে ল হয়।
ত্ + ল = ল
উৎ + লিখিত = উল্লিখিত
উৎ + লাস = উল্লাস
উৎ + লঙ্ঘন = উল্লঙ্ঘন
৬. শ পরে থাকলে ত ও দ স্থানে চ এবং শ স্থানে ছ হয় । অর্থাৎ উভয়ে মিলে চ্ছ হয়।
ত্ + শ = চ
উৎ+ শ্বাস = উচ্ছ¡াস
উৎ+ শৃঙ্খল = উচ্ছৃঙ্খল
৭. হ পরে থাকলে ত স্থানে দ এবং হ স্থানে ধ হয় এবং উভয়ে মিলে দ্ধ হয়।
ত্ + হ = দ
উৎ + হার= উদ্ধার
উৎ + হত = উদ্ধত
তৎ + হিত = তদ্ধিত
৮. ড, ঢ পরে থাকলে ত এবং দ স্থানে ড হয়।
ত্ + ড = ড
উৎ + ডীন = উড্ডীন
ত্ + ঢ = ড
বৃহৎ + ঢক্কা = বৃহডঢক্কা
৯. স্বরবর্ণের পরে ছ থাকলে ছ স্থানে চ্ছ হয়।
ই + ছ = চ্ছ
পরি + ছদ = পরিচ্ছদ
উ + ছ = চ্ছ
তরু + ছায়া = তরুচ্ছায়া
আ + ছাদন = আচ্ছাদন
১০. পরে ক, প, স ধ্বনি থাকলে দ বা ধ স্থানে ৎ হয়।
দ্ + ক = ৎ
তদ + কাল = তৎকাল
হৃদ + কম্প = হৃৎকম্প
দ্ + প = ৎ
হৃদ + পিÐ = হৃৎপিÐ
তদ + পর = তৎপর
দ্ + স = ৎ
তদ +সম = তৎসম
হৃদ + স্পন্দন = হৃৎস্পন্দন
ধ্ + ক = ৎ
ক্ষুধ + কাতর = ক্ষুৎকাতর
ধ্ + প = ৎ
ক্ষুধ + পিপাসা = ক্ষুৎপিপাসা
১১. ন পরে থাকলে চ ও জ বর্ণের স্থানে ঞ হয়।
চ্ + ন = ঞ
যাচ্ + না = যাচ্ঞা
জ্ + ন = জ্ঞ
যজ্ + ন = যজ্ঞ
রাজ্ + নী = রাজ্ঞী
১২. ম আগে থাকলে এবং ক, খ, গ, ঘ পরে থাকলে ম স্থানে অনুস্বার (ং) বা উয়ো (ঙ) হয়।
ম্ + ক = ং
অহম্ + কার = অহংকার
সম্ +কীর্ণ = সংকীর্ণ
সম্ +খ্যা = সংখ্যা
ম্ +গ = ং
সম্ +গীত = সংগীত
সম্ + গত = সংগীত
ম্ + ঘ = ং
সম্ + ঘ = সংঘ
সম্ + ঘাত = সংঘাত
১৩. চ থেকে ম পর্যন্ত যে কোন ধ্বনি পরে থাকলে পূর্বপদের ম স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়।
ম্ + চ = ঞ
সম্ + চয় = সঞ্চয়
ম্ + জ = ঞ
সম্ + জাত = সঞ্জাত
ম্ + ত = ন
গম্ +তব্য = গন্তব্য
ম্ + ধ = ন
সম্ + ধান = সন্ধান
ম্ + ন = ন্ন
কিম্ + নর = কিন্নর
ম্ + প = ম্প
সম্ + পূর্ণ = সম্পূর্ণ
ম্ + ব = ম্ব
সম্ + বোধন = সম্বোধন
ম্ + ম = ম্ম
সম্ + মান = সম্মান
১৪. পরে য/র/ল/ব থাকলে পূর্বের ম স্থানে অনুস্বার (ং) হয়।
সম্ + যত = সংযত
সম্ + রাগ = সংরাগ
সম্ + লাপ = সংলাপ
সম্ + বর্ধনা = সংবর্ধনা
১৫. পরে শ/স/হ থাকলে পূর্বের ম স্থানে অনুস্বার (ং) হয়।
সম্ +শোধন = সংশোধন
সম্ + সার = সংসার
সম্ + হার = সংহার
১৬. পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে পূর্বপদের অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনির বিসর্গ (ঃ)র্ হয়ে যায়।
ইঃ + অ =র্
নিঃ + অন্ন = নিরন্ন
ইঃ + আ = রা
নিঃ + আকার = নিরাকার
ইঃ + ই = জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র
উঃ + অ = র
দুঃ + অবস্থা = দুরবস্থা
উঃ + আ = রা
দুঃ +আত্মা = দুরাত্মা
দুঃ + আশা = দুরাশা
১৭. পরপদে র থাকলে পূর্বপদের বিসর্গযুক্ত ই উ দীর্ঘÑঈ অথবা দীর্ঘÑঊ-তে রূপান্তরিত হয়।
ইঃ + র = ঈ
নিঃ + রব = নীরব
নিঃ + রস = নীরস
১৮. ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণ কিংবা য, র, ল, হ পরে থাকলে পূর্বপদের রÑজাত বিসর্গ রেফ (র্ ) Ñ এ রূপান্তরিত হয়।
অন্তঃ + গত = অন্তর্গত
দুঃ + গত = দুর্গত
দুঃ + ঘটনা = দুর্ঘটনা
নিঃ + ঘাত = নির্ঘাত
দুঃ + জন = দুর্জন
নিঃ + মান = নির্মাণ
নিঃ + যাতন = নির্যাতন
১৯. চ, ছ পরে থাকলে বিসর্গ স্থানে শ্ হয়।
নিঃ + চয় = নিশ্চয়
শিরঃ + ছেদ = শিরñেদ
২০. ট, ঠ পরে থাকলে বিসর্গ স্থানে ষ হয়।
চতুঃ + টয় = চতুষ্টয়
নিঃ + ঠুর = নিষ্ঠুর
২১. ত থাকলে পূর্বপদের বিসর্গ স্থানে স হয়।
ইতঃ + তত = ইতস্তত
মনঃ +তাপ = মনস্তাপ
২২. ক, খ, প, ফ পরে থাকলে ই বা উÑজাত বিসর্গ স্থানে ষ হয়।
আবিঃ + কার = আবিষ্কার
দুঃ +কৃতি = দু®কৃতি
চতুঃ + পদ = চতুষ্পদ
তিরঃ + কার = তিরস্কার
নিঃ + পত্তি = নিষ্পত্তি
নিঃ + ফল = নিষ্ফল
২৩. ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণ কিংবা য, র, ল অথবা হ পরে থাকলে বিসর্গ রূপান্তরিত হয়ে ও হয়। ও পূর্ববর্ণে যুক্ত হয়।
অধঃ + গতি = অধোগতি
সদ্যঃ + জাত = সদ্যোজাত
তিরঃ + ধান = তিরোধান
মনঃ + নয়ন = মনোনয়ন
অধঃ + বদন = অধোবদন
অকুতঃ + ভয় = অকুতোভয়
ইতঃ + মধ্যে = ইতোমধ্যে
মনঃ + যোগ = মনোযোগ
মনঃ + রম = মনোরম
যশঃ + লাভ = যশোলাভ
পুরঃ + হিত = পুরোহিত
ততঃ + অধিক = ততোধিক
নিম্নলিখিত শব্দগুলো বিশেষ নিয়মে সিদ্ধ অর্থাৎ নিপাতনে সিদ্ধ :
গো + য = গব্য, নৌ + য = নাব্য, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, গো + পদ = গোষ্পদ
পর + পর = পরাপর, পরি + কার = পরিষ্কার, এক + দশ = একাদশ, ষট + দশ = ষোড়শ
খাঁটি বাংলা শব্দে সন্ধি হয় না। তবে নিম্নলিখিত শব্দগুলো বিশেষ নিয়মে সিদ্ধ Ñ
কাঁদ্ + না = কান্না
রাঁধ + না = রান্না
পাট + কাটি = পাটকাটি
না + হই = নহি
পাঠোত্তর মূল্যায়ন
এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। পাঠটি ভালো করে পড়ে আপনি প্রশ্নগুলোর উত্তর নিজে লিখুন।
১। ব্যঞ্জনসন্ধির সংজ্ঞা দিন।
২। বাংলা ব্যঞ্জনসন্ধি ও স্বরসন্ধির পার্থক্য নির্দেশ করুন।
৩। আনুনাসিক বর্ণ পরে থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে কোন বর্ণ হবে ?
ক) ৩য় খ) ১ম
গ) ২য় ঘ) ৫ম
৪। সন্ধি করুন:
সৎ + জন
বিপদ + জনক
উৎ + চারণ
বাক্ + ময়
দিক + মÐল
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ