কোনো কিছু বলার নাম উক্তি।
উক্তি দুই প্রকার : প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি
প্রত্যক্ষ উক্তি
যে বাক্যে বক্তার নিজের কথাই অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
যেমন :
১. বারেক বলল, “আজ সাত দিন যাবৎ আমি টাইফয়েড জ্বরে ভুগছি।”
২. তিনি বলিলেন “আজই আমার কোর্টে যাওয়া দরকার।”
৩. আয়েশা বলল, “এই বন্দি আমার প্রাণেশ্বর”।
৪. কপালকুÐলা বলিল, “পথিক, তুমি পথ হারাইয়াছ, আইস পথ দেখাইয়া দিতেছি।”
৫. নবীন বলল, “আমি কলেজে যাব”
পরোক্ষ উক্তি
বক্তার নিজের কথার যথাযথ উল্লেখ না করে যদি অন্য ব্যক্তি নিজের কথায় তা প্রকাশ করে তবে তাকে বলে পরোক্ষ উক্তি।
যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে।
যেমন :
১. কালাম বলল যে, সে আজই সাভার যাবে।
২. তনু বলল যে, তার অসুখ করেছে।
৩. আনোয়ার বলল যে, তার বাবা-মা দুজনেই দেশের বাইরে আছেন।
৪. অভ্র বলল যে, সে ক্রিকেট খেলোয়াড় হবে।
৫. শিলা বলল যে, সে ছবি আঁকবে।
উক্তি পরিবর্তনের নিয়ম :
১ প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু (“ ”) উদ্ধার চিহ্নের অন্তর্ভুক্ত থাকে। পরোক্ষ উক্তিতে উদ্ধার চিহ্ন লোপ সাধন
করতে হয় এবং উদ্ধার চিহ্ন স্থানে ‘যে’ এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য
বক্তব্যের মধ্যে বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমন :
প্রত্যক্ষ উক্তি : আমেনা বলল, “আমার ভাই বাড়ি নেই।”
পরোক্ষ উক্তি : আমেনা বলল যে, তার ভাই বাড়ি ছিলেন না।
ঐঝঈ-২৮৫১ ব্যাকরণ-১১৪
২. বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন :
প্রত্যক্ষ উক্তি : আলিম বলল, “আমার বাবা আজই ঢাকা যাচ্ছেন”।
পরোক্ষ উক্তি : আলিম বলল যে, তার বাবা সেদিনই ঢাকা যাচ্ছেন।
৩. প্রত্যক্ষ উক্তি কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুসারী করতে হয়। যেমন−
প্রত্যক্ষ উক্তি : হেলাল স্যার বললেন “কাল তোমাদের ক্লাস ছুটি থাকবে।”
পরোক্ষ উক্তি : হেলাল স্যার বললেন, পরদিন আমাদের ছুটি থাকবে।
৪. প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে নি¤œলিখিত পরিবর্তন ঘটে থাকে।
প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যক্ষ পরোক্ষ
এই সেই আগামীকাল পরদিন
ইহা তাহা গতকাল আগেরদিন
এ সে গতকল্য পূর্বদিন
এখানে সেখানে এখন তখন
ওখানে ঐখানে আজ সেদিন
৫. অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। যেমন−
প্রত্যক্ষ উক্তি : আজাদ বলল, “আমি এক্ষুণি আসছি।”
পরোক্ষ উক্তি : আজাদ বলল যে, সে তক্ষুণি যাচ্ছে।
৬. আশ্রিত খÐ বাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে সব সময় মূল বাক্যাাংশের ক্রিয়ার কালের ওপর নির্ভর করে না।
যেমন−
ক) প্রত্যক্ষ উক্তি : ফারুক লিখেছিল, “বগুড়ায় খুব শীত পড়েছে”।
পরোক্ষ উক্তি : ফারুক লিখেছিল যে, বগুড়ায় খুব শীত পড়েছিল।
খ) প্রত্যক্ষ উক্তি : জামাল বলেছিল, “আমি বাজারে যাচ্ছি।”
পরোক্ষ উক্তি : জামাল বলেছিল যে, সে বাজারে যাচ্ছে।
গ) প্রত্যক্ষ উক্তি : মইন বলল, “আমি সিলেট যাব।”
পরোক্ষ উক্তি : মইন বলল যে, সে সিলেট যাবে।
৭. প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না। যেমন−
ক) প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বললেন, ‘পৃথিবী গোলাকার’।
পরোক্ষ উক্তি : শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার।
খ) প্রত্যক্ষ উক্তি : বৈজ্ঞানিক বললেন, “চুম্বক লোহাকে আকর্ষণ করে।”
পরোক্ষ উক্তি : বৈজ্ঞানিক বললেন যে, চুম্বক লোহাকে আকর্ষণ করে।
৮. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খÐবাক্যের
ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন−
প্রশ্নবোধক উক্তি
ক) প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বলেন, “তোমরা ছুটি চাও?“
পরোক্ষ উক্তি : আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞেস করলেন।
খ) প্রত্যক্ষ উক্তি : মা বললেন, “কবে নাগাদ তোমাদের ফল বের হবে?”
পরোক্ষ উক্তি : আমাদের ফল কবে নাগাদ বের হবে মা তা জানতে চাইলেন।
অনুজ্ঞাসূচক উক্তি
ক) প্রত্যক্ষ উক্তি : জলি বলল, “তোমরা আগামীকাল এসো।”
পরোক্ষ উক্তি : জলি তাদের পরদিন আসতে (বা যেতে) বলল।
খ) প্রত্যক্ষ উক্তি : তিনি বললেন, “দয়া করে বাইরে আসুন।”
পরোক্ষ উক্তি : তিনি (আমাকে) বাইরে যেতে অনুরোধ করলেন।
পরোক্ষ উক্তি : বস্তিবাসী মেয়েটি দুঃখের সঙ্গে বলল যে, শীতে তারা কতই না কষ্ট পাচ্ছে।
আবেগসূচক উক্তি
ক) প্রত্যক্ষ উক্তি : ফরিদা বলল, “বা”! ফুলটি খুব সুন্দর।”
পরোক্ষ উক্তি : ফরিদা আনন্দের সঙ্গে বলল যে, ফুলটি খুব সুন্দর।
খ) প্রত্যক্ষ উক্তি : বস্তিবাসী মেয়েটি দুঃখের সঙ্গে বলল, “শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি।”
পরোক্ষ উক্তি : বস্তিবাসী মেয়েটি দুঃখের সঙ্গে বলল যে, শীতে তারা অনেক কষ্ট পাচ্ছে।
পাঠোত্তর মূল্যায়ন
১. উক্তি কাকে বলে? উক্তি কত প্রকার ও কী কী?
২. উক্তি পরিবর্তনের পাঁচটি নিয়ম লিখুন।
৩. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করুন।
ক. শিক্ষক বললেন, “পৃথিবী গোলাকার, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যই ফল মাটিতে পড়ে।”
খ. নাসিমা বলল, “আমি এখানে কিছুদিন থাকব।”
গ. মা বললেন, “আগামীকাল তোমাদের ছুটি থাকবে।”
ঘ. লোকটি বলল, “বাঃ! দৃশ্যটি খুব সুন্দর।”
৪. পরোক্ষ উক্তিকে প্রত্যক্ষ উক্তিতে রূপান্তর করুনÑ
ক. আমির বলল যে, তার ভাই একজন খেলোয়ার।
খ. ছেলেটি আনন্দের সাথে বলল যে, প্রজাপতিটি বড়ই সুন্দর।
গ. রহমান আমাকে পরদিন আসতে বলল।
ঘ. বক্তা বললেন যে, ঋতু পরিবর্তনশীল।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ