বাংলা কাব্য
বাংলা কাব্যের ঐতিহ্য হাজার বছরের। খ্রিস্টীয় নয় থেকে বারো শতকের মধ্যে রচিত চর্যাপদ বাংলা কাব্য তথা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। এতে বৌদ্ধধর্মীয় সহজিয়াপন্থিদের জীবনদর্শন বর্ণিত হয়েছে। এ ছাড়া সে সময়ের বাঙালি জীবনের নানা দিক, যেমন: বাঁচার আকাঙ্ক্ষা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনা, দারিদ্র্যযন্ত্রণা ইত্যাদিও ব্যক্ত হয়েছে। গীতিকবিতার আঙ্গিকে এর পদগুলি রচনা করেছেন তৎকালীন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লুইপা, কাহ্নপা, শবরপা, ঢেন্ডণপা, ভুসুকুপা প্রমুখ। চর্যাপদের পাশাপাশি আর যেসব কাব্যধারার পরিচয় পাওয়া যায় সেগুলির মধ্যে রয়েছে শূন্যপুরাণ, ময়নামতীর গান, গোরক্ষবিজয় ইত্যাদি।
বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ
কবি কাব্যগ্রন্থ
বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪) সারদামঙ্গল, সাধের আসন, সংগীত শতক
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) চতুর্দশপদী কবিতাবলি (১৮৬৬)
অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৭) মাটির দেয়াল (১৯৪২), অনিঃশেষ (১৯৭৬)
আহসান হাবীব (১৯১৭-১৯৮৫) রাত্রিশেষ (১৯৪৭), সারা দুপুর (১৯৬৪)
আবু জাফর ওবায়ুদুল্লাহ (১৯৩৪-২০০১) আমি কিংবদন্তীর কথা বলছি (১৯৮১)
ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) অনল প্রবাহ (১৯০০), স্পেন বিজয় কাব্য (১৯১৪)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮১২-১৮৫৯) প্রবোধ প্রভাকর (১৮৫৮)
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) অগ্নিবীণা (১৯২২), সাম্যবাদী (১৯২৫), বিষের বাঁশি (১৯২৪)
গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪) রক্তরাগ (১৯২৪), বুলবুলিস্তান (১৯৪৯)
জসিমউদ্দীন (১৯০৩-১৯৭৬) রাখালী (১৯২৭), নকশী কাঁথার মাঠ (১৯২৯)
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) বনলতা সেন (১৯৪২), রূপসী বাংলা (১৯৫৭)
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮) প্রথমা (১৯৩২), ফেরারী ফৌজ (১৯৪৮)
ফররুখ আহমেদ (১৯১৮-১৯৭৪) সাত সাগরের মাঝি (১৯৪৪)
বন্দে আলী মিয়া (১৯০৬-১৯৭৯) ময়নামতির চর (১৯৩২), অনুরাগ (১৯৩২)
বিষ্ণু দে (১৯০৯-১৯৮২) উর্বশী ও আর্টেমিস (১৯৩৩), চোরাবালি (১৯৩৭)
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) বন্দীর বন্দনা (১৯৩০), কঙ্কাবতী (১৯৩৭)
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) মানসী (১৮৯০), সোনার তরী (১৮৯৪), গীতাঞ্জলী (১৯১০), বলাকা (১৯১৬)
শামসুর রাহমান (১৯২৯-২০০৬) প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২) বেণু ও বীণা (১৯০৬), বেলা শেষের গান (১৯২৩)
সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০) তন্বী (১৯৩০), অর্কেস্ট্রা (১৯৩৫)
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৬) ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০)
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯) সাঁঝের মায়া (১৯৩৮), অভিযাত্রিক (১৯৬৯)
হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) বিমুখ প্রান্তর (১৯৬৩), আর্ত শব্দাবলী (১৯৬৮)
আল মাহমুদ (১৯৩৬-বর্তমান) সোনালী কাবিন (১৯৭৩), বখতিয়ারের ঘোড়া (১৯৮৪)
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ