দীনবন্ধু মিত্র


দীনবন্ধু মিত্র
দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন। এই ধারায় তিনিই হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শস্থানীয়।
দীনবন্ধু মিত্রের প্রকাশিত গ্রন্থগুলি ‘নীলদর্পণ’(নাটক ১৮৬০) ।‘নবীন তপস্বিনী’(নাটক ১৮৬৩)।‘বিয়ে পাগলা বুড়ো’(প্রহসন ১৮৬৬)।  ‘সধবার একাদেশী’(নাটক ১৮৬৬)। ‘লীলাবতী’(নাটক  ১৮৬৭ )। ‘সুরধনী কাব্য’( পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত কাহিনী কাব্য  ১৮৭১)। ‘জামাই বারিক’(প্রহসন  ১৮৭২)। ‘দ্বাদশ কবিতা’(কাব্যগ্রন্থ ১৮৭২)।‘কমলে কামিনী’ (নাটক ১৮৭৩)। ‘সুরধনী’(কাব্যগ্রন্থ – ১৮৭২)।‘পদ্যসংগ্রহ’(১৮৮৬)।‘নানা কবিতা’ । ‘কুড়ে গরুর ভিন্ন গোঠ’(নাট্যচিত্র)।‘যমালয়ে জীবন্ত মানুষ’(উপন্যাস ) ‘পোড়ামহেশ্বর’(গল্প)।
ভাই গিরিশচন্দ্র সেন
গিরিশচন্দ্র সেন ভাই গিরিশচন্দ্র সেন নামে তিনি অধিক পরিচিত। তাঁর প্রধান পরিচয় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন- এর প্রথম বাংলা অনুবাদক হিসেবে। তখন প্রায় ধর্মগ্রন্থ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল যে, মূলভাষা থেকে অনূদিত হলে গ্রন্থটির পবিত্রতা ক্ষুণ্ন হবে। পবিত্র কুরআন সম্পর্কেও এমন ধারণা ছিল। এ কারণে অনেক মুসলিম মনীষী এর বঙ্গানুবাদ করতে সাহস পাননি। গিরিশচন্দ্র সেনই অন্য ধর্মালম্বী হয়েও এই ভয়কে প্রথম জয় করেন। শুধু কুরআন শরীফের অনুবাদ নয় তিনি ইসলাম ধর্ম বিষয়ক অনেক গ্রন্থ অনুবাদ করেন। তিনি ইসলাম ধর্ম নিয়ে অনেক গবেষণাও করেন। ভাই গিরিশচন্দ্রের প্রকাশিত গ্রন্থাবলীকে দুই ভাগে ভাগ করা যায়। (১)মুসলমান ধর্মবিষয়ক ও (২) নববিধান ধর্মবিষয়ক।
মুসলমান ধর্মবিষয়ক গ্রন্থাবলী:  (১) সম্পূর্ণ সটীক “ কোরআন শরীফ” ( ১৮৮১- ১৮৮৬)।২) “প্রবচনবলী” ( আরবি হইতে অনুবাদিত) ( ১৮৮৫)৩) হদিস বা মেসকাত মসাবিহ ( ১৮৯২-৯৮) ৪) মহাপুরুষ চরিত ১ম ( ১৮৮২- ১৮৮৬ খৃঃ) ৫) মহাপুরুষ চরিত ২য় ( ১৮৮৫-৮৭)৬) এমাম হাসান ও হসায়নের জীবনী ( ১৯০৯ খৃঃ)৭ ) চারিজন ধর্মনেতা (১৯০৯)৮) চারিটি সাধ্বী মুসলমান নারী (১৯০৯) ৯) তাপসমালা ( ১৮৮০ – ১৮৯৬) ১০) মহাপুরুষ এসলাম ও ততপ্রবর্তিত এসলাম শর্ম ( ১৯০৬)১১) হাফেজ ১ম ( ১৮৭৭)১২ ) হিতোপাখ্যানমালা ১ম ( ১৮৫৫) ও পরিবর্ধিত ( ১৮৭৬) ১৩) হিতোপাখ্যানমালা (২য়) ( ১৮৭৬) ।১৪) হিতোপাখ্যানমালা ১ম অ ২য় হইতে মনোনীতাংশ।১৫) মহালিপি (১-১০) ( ১৯০৮ খ্রি) ১৬) ধর্ম সাধন নীতি (১৯০৬ খৃঃ)১৭) নীতিমালা (১ম) ( ১৮৮৭ খৃঃ)১৮) তত্বরত্নমালা  ( ১৮৮২- ১৮৮৭) ১৯) দরবেশী ( ১৮৭৮-১৯০১) ।২০) দঝর্ম বন্ধুর প্রতি কর্তব্য (১৮৭৫ খৃঃ) ২১) তত্বকুসুম ( ১৮৮১) ২২ ) কোরানের রচনাবলী।
নববিধান – বিষয়ক গ্রন্থাবলী: ১) শ্রীমদরামকৃশ্ন পরমহংসের উক্তি ও সংক্ষিপ্ত জীবনী পরমহংস শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষদর্শী হিসাবে সর্বপ্রথম জীবনী ও উক্তি সংগ্রহ (১৮৭৮) ও পরিবর্ধিত ( ১৮৮৭) ২) কোচবিহার বিবাহের বৃত্তান্ত (১৮৯৭)৩) ব্রহ্মময়ী চরিত ( সহধর্মিনীর জীবনী) ১৮৬৯ ৪ ) সতী – চরিত ( রানী শরতকুমারীর জীবন) ৫) আত্মজীবন (১৩১৩) ৬ ) বর্মাদেশ ও বর্মাদেশে বৌদ্ধধর্ম ৭) “পাঞ্জাবে ধর্মপ্রভাব ৮ ) প্রচার- বৃত্তান্ত ৯ ) “ তুহফাতুল মোহদিন” ১০) তত্বসন্দর্ভমালা ( ধর্মজীবনের পত্তনভূমি) ১৯১৫ ১১ ) “ ভারতে ইংরেজশাসন” ১৯০৫
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্ম
উপন্যাস
দুর্গেশনন্দিনী
কপালকুণ্ডলা
মৃণালিনী
বিষবৃক্ষ
চন্দ্রশেখর
রাধারানী
রজনী
কৃষ্ণকান্তের উইল
রাজসিংহ
আনন্দমঠ
দেবী চৌধুরানী
সীতারাম
উপকথা
(ইন্দিরা,যুগলাঙ্গুরীয় ও রাধারানী ত্রয়ী সংগ্রহ)
Rajmohan's Wife
প্রবন্ধ গ্রন্থ
কমলাকান্তের দপ্তর
লোকরহস্য
কৃষ্ণ চরিত্র
বিজ্ঞানরহস্য
বিবিধ সমালোচনা
প্রবন্ধ-পুস্তক
সাম্য
কৃষ্ণ চরিত্র
বিবিধ প্রবন্ধ
মুচিরাম গুড়ের জীবনচরিত (ব্যাঙ্গ)
বিবিধ
ললিতা (পুরাকালিক গল্প)
ধর্ম্মতত্ত্ব
সহজ রচনা শিক্ষা
শ্রীমদ্ভগবদগীতা
কবিতাপুস্তক
সম্পাদিত গ্রন্থাবলী
দীনবন্ধু মিত্রের জীবনী
বাঙ্গলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]