ড. মুহম্মদ শহীদুল্লাহর
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। ভাষা ও ভাষাতত্ত্বে ছিল তাঁর অগাধ পা-িত্য। ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বশিরহাট মহকুমার পেয়ারা গ্রামে তাঁর জন্ম। পিতার নাম মফিজউদ্দিন আহমদ। মাতার নাম হুরুন্নেসা। শহীদুল্লাহ নামটি তাঁর মা পছন্দ করে রেখেছিলেন। আকীকা হয়েছিল ‘মুহম্মদ ইব্রাহিম’ নামে। তাঁর মা মনে করলেন শহীদে কারবালার চাঁদে তাঁর ছেলে গর্ভে এসেছিল। কাজেই তাঁর নাম ‘শহীদুল্লাহ’ হলেই ক্ষণজন্মা হবে। পরবর্তীকালে তাঁর মায়ের ধারণা সত্যি বলে পরিগণিত হয়েছিল। তার গবেষণামূলক গ্রন্থ ও প্রবন্ধের সংখ্যা প্রায় ৪০টি। এছাড়া তিনি ৪১টি পাঠ্য বইও লিখেছেন। ২০টি বই সম্পাদনা করেছেন। বাংলা সাহিত্যের উপর তার লিখিত প্রবন্ধের সংখ্যা ৬০টিরও বেশি। ভাষাতত্ত্বের উপর রয়েছে তার ৩৭টি রচনা। এছাড়া তিনি ৩টি ছোটগল্প এবং ২৯টি কবিতা লিখেছিলেন।
তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো :
গবেষণা
সিদ্ধা কানুপার গীত ও দোহা (১৯২৬), বাংলা সাহিত্যের কথা ১ম খ-, (১৯৫৩) দ্বিতীয় খ- (১৯৬৫) বৌদ্ধ মর্মবাদীর গান (১৯৬০) ভাষাতত্ত্ব ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ (১৯৩৫), বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৫৮)।
প্রবন্ধ প্রস্তুক
১। ইকবাল (১৯৪৫), ২। আমাদের সমস্যা (১৯৪৯), ৩। বাংলা আদব কি তারিখ (১৯৫৭), ৪। Essays on Islam (1945), 5| Traditional culture in East Pakistan (1963), 6| Hundred sayings of Holy prophet (1945), 7| Buddist mystic song (1960).
গল্প গ্রন্থ
রকমারি (১৯৩১)
শিশুতোষ গ্রন্থ
শেষ নবীর সন্ধানে, ছোটদের রাসূলুল্লাহ (১৯৬২) সেকালের রূপ কথা (১৯৬৫)।
অনুবাদ গ্রন্থ
১। দীওয়ানে হাফিজ (১৯৩৮)। ২। অমিয় শতক (১৯৪০)। ৩। রুবাইয়াত-ই-ওমর খৈয়াম (১৯৪২)। ৪। শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ (১৯৪২)। ৫। মহানবী (১৯৪৬)। ৬। বাইআত নামা (১৯৪৮)। ৭। বিদ্যাপতি শতক (১৯৪৫)। ৮। কুরআন প্রসঙ্গ (১৯৬২)। ৯। মহরম শরীফ (১৯৬২)। ১০। অমর কাব্য (১৯৬৩)। ১১। ইসলাম প্রসঙ্গ (১৯৬৩)।
সংকলন ও সম্পাদনা
পদ্মাবতী (১৯৫০), প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী (১৯৫২), গল্প সংকলন (১৯৫৩), আঞ্চলিক ভাষার অভিধান (দুইখ-), আঙ্গুর (শিশু পত্রিকা) ১৯২০, দি পিস (ইংরেজি মাসিক) ১৯২৩, বঙ্গভূমি (মাসিক সাহিত্য পত্রিকা) ১৯৩৭, তকবীর (পাক্ষিক পত্রিকা) ১৯৪৭।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ