শওকত ওসমান


শওকত ওসমান
শওকত ওসমান বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। তাঁর পৈতৃক নাম শেখ আজিজুর রহমান। নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী। ক্রীতদাসের হাসি তাঁর একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির আন্দোলনে জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার - এই তিনটিতেই ভূষিত হয়েছিলেন।
শওকত ওসমানের প্রকাশিত গ্রন্থ :
উপন্যাস- বনি আদম ১৯৪৬, জননী ১৯৫৮, ক্রীতদাসের হাসি ১৯৬২, সমাগম ১৩৭৩, নেকড়ে অরণ্য ১৯৭৩, জলাংগী ১৯৭৪, রাজসাক্ষী ১৯৮৩, পতঙ্গ পিঞ্জর ১৯৮৩, আর্তনাদ ১৯৮৫, পিতৃপুরুষের পাপ ১৯৮৬, নষ্টতান অষ্টভান ১৯৮৬, জুজু গগা ১৯৮৮, রাজপুরুষ ১৯৯২।
গল্পগ্রন্থ- পিজরাপোল ১৯৫০, জুনা আপা ও অন্যান্য গল্প ১৯৫২, সাবেক কাহিনী ১৯৫৩, উভশৃঙ্গ ১৩৭৫, প্রস্তর ফলক ১৯৬৪, উপলক্ষ ১৯৬৪, নেত্রপথ ১৯৬৮, শ্রেষ্ঠগল্প সংকলন ১৯৭৪, জন্ম যদি তব বঙ্গে ১৯৭৫, শওকত ওসমানের নির্বাচিত গল্প ১৯৮৪, তিন মীর্জা ১৯৮৬, বিগত কালের গল্প ১৩৯৩, মনিব ও তাহার কুকুর ১৯৮৬, পুরাতন খঞ্জর ১৯৮৭, হন্তারক ১৯৯১।
প্রবন্ধগ্রন্থ- সমুদ্র নদী সমর্পিত ১৯৭৩, ভাব-ভাষা ভাবনা ১৯৭৪, ইতিহাসে বিস্তারিত ১৯৮৫, সংস্কৃতির চড়াই উৎরাই ১৯৮৫, নিঃসঙ্গ নির্মাণ ১৯৮৬, মুসলমান মানসের রূপান্তর ১৯৮৬, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা ১৯৯০, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ১৯৯০, উপদেশ-কুপদেশ ১৯৯১।
কাব্যগ্রন্থ- নিজস্ব সংবাদদাতা প্রেরিত ১৯৮২, শেখের সম্বরা, প্রথম ও দ্বিতীয় খ- ১৯৯২।
নাটক- তস্কর লস্কর ১৯৪৪, আমলার মামলা ১৯৫২, জন্মজন্মান্তর ১৯৬০, এতিমখানা ১৯৬৪, তিনটি ছোট নাটক ১৯৮৯।
অনুবাদ- নিশোর (উপন্যাস) ১৯৪৮-৪৯, বাগদাদের কবি (নাটক) ১৯৫৩, টাইম মেশিন ১৯৫৯, পাঁচটি কাহিনী লিও টলস্টয় ১৯৫৯, স্পেনের ছোটগল্প ১৯৬৫, পাঁচটি নাটক (মলিয়া) ১৯৭২, ডাক্তার আবদুল্লাহর কারখানা (নাটক) ১৯৭৩, লুকনিতশি ১৯৪৮ (এই অনুবাদ কর্মের পরিমার্জিত বাংলাদেশ সংস্করণ প্রকাশিত হয় 'পার্বত্য নন্দিনী' নামে), পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ ১৯৮৫, সন্তানের স্বীকারোক্তি ১৯৮৫।
শিশুসাহিত্য_ ওটেন সাহেবের বাংলো ১৯৪৪, তারা দুই জন ১৯৪৪, মঙ্কুইটোফোন ১৯৫৭, ডিগবাজি ১৯৬৪, প্রাইজ ও অন্যান্য গল্প ১৯৬৯, ছোটদের নানা গল্প ১৩৭৬, ক্ষুদে সোসালিস্ট ১৯৭৩, পঞ্চসঙ্গী ১৯৮৭, ছোটদের কথা রচনার কথা ১৯৮৩, মশ্ফোন ১৯৯৬।
আত্মজৈবনিক- স্বজন সংগ্রাম ১৯৮৬, কালরাত্রির খ-চিত্র ১৯৮৬, মন্তব্য মৃগয়া ১৯৯০, অনেক কথন ১৯৯১, গুডবাই জাস্টিস মাসুদ ১৯৯৩।
স্মৃতিকথা- মুজিবনগর ১৯৯৩, উত্তরপর্ব : মুজিবনগর ১৯৯৪, অস্তিত্বের সঙ্গে সংলাপ ১৯৯৪, সোদরের খোঁজে স্বদেশের সন্ধানে ১৯৯৫, মৌলবাদের আগুন নিয়ে খেলা ১৯৯৬, পোট্র্রেট গ্যালারি ১৯৯৬, আর এক ধারাভাষ্য ১৯৯৬।
সম্পাদিত- প্রতিভা প্রজ্বলিত নিমেষে নির্বাপিত ১৯৮৩, ফজলুল হকের গল্প ১৯৮৩।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]