আগে চল, আগে চল ভাই পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেঁচে মরে কিবা ফল, ভাই।

মানুষ মরণশীল। জন্ম-মৃত্যুর কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয়। প্রতিটি মানুষকে তার লক্ষ্য স্থির করতে হয়। আর লক্ষ্যকে সামনে রেখেই মানুষকে এগিয়ে যেতে হয়। সমাজে কিছু লোক আছে যারা কাজ পছন্দ করে না। তারা অলসভাবে সময় নষ্ট করে। এতে তাদের মন-মানসিকতা সংকীর্ণ হয়ে পড়ে। তাদের মনে নানা কুসংস্কার এসে ভর করে। অলসতার কারণে তাদের জীবন স্থবির হয়ে পড়ে। তাদের মেধার বিকাশ ঘটে না। উদ্দেশ্যহীনভাবে লক্ষ্য ছাড়া বেঁচে থাকা মানে মৃত্যুর সমতুল্য। এতে মানুষ তার কর্মশক্তি হারিয়ে ফেলে। তারা মরার আগে বার বার মরে। এ প্রসঙ্গে উহলিয়াম শেকস্পিয়র বলেছেন- “প্রকৃত বীর একবারই মরে, আর কাপুরুষেরা মরে বারবার।” নদীতে যখন স্রোত থাকে না তখন তাতে শৈবাল এসে জন্ম নেয়। এতে করে নদীর গতিপথ থেমে যায়। এমনিভাবে যারা সমাজের পিছনে পড়ে থাকে তাদের জীবনের গতিও থেমে যায়। বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। পৃথিবীতে বেঁচে থাকতে হলে সাহস নিয়ে বাঁচতে হবে। নানা বাঁধা বিপত্তিকে তুচ্ছ মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। গতিতেই জীবন-স্থিতিতেই মৃত্যু। মানুষ যদি তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে চায় তবে পরিশ্রমের মাধ্যমে তা সম্ভব। পৃথিবী হলো প্রতিযোগিতার স্থান। সংগ্রাম করেই এখানে টিকে থাকতে হয়। পৃথিবীর যে জাতি যত বেশি উন্নত সে জাতি তত বেশি পরিশ্রমী ও গতিশীল। তারা কখনও থেমে থাকে না। চীন, জাপান, রাশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশ শ্রমের সঠিক ব্যবহার ও ক্রিয়াশীলতার জন্য বিশ্বের উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ একটি ছোট দেশ। কিন্তু এর জনসংখ্যা বিশাল। আমরা যদি এই বিশাল জনসংখ্যাকে কর্মমুখী করতে পারি তাহলেই আমাদের দেশের উন্নয়ন সম্ভব। কর্মময় গতিশীল জীবনই প্রগতি, কল্যাণ ও উন্নতির নিশ্চয়তা দেয়। আর এ জন্য আমাদের পেছনে পড়ে থাকলে চলবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষা: বড় হওয়ার ইচ্ছা থাকলে কোনো প্রতিকূল পরিবেশ তাকে থামাতে পারবে না। তাই আমাদের সমাজের পেছনে পড়ে থেকে কোনো লাভ নেই। বুকে সাহস নিয়ে জীবন পরিচালনা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগে চুরি করে জেল খাটে পরে, নির্বোধ চোর তারা আগে জেল খাটে পরে চুরি করে, সেয়ানা স্বদেশী তারা। জ্ঞান-বুদ্ধির সদ্ব্যবহার করলে হয় জনকল্যাণ আর এর অপব্যবহার করলে হয় সমাজের ভয়ংকর ক্ষতি। আর এই অপব্যবহারকারীরা হচ্ছে সমাজ ও রাষ্ট্রের শত্রু। তারা অসৎ ব্যক্তি উদ্দেশ্য হাছিলের জন্য নিজেদেরকে রাজনীতি নামক মোড়কের আড়ালে ঢেকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে থাকে। দেশপ্রেমিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দু’চারটি প্রহসনমূলক ভালো কাজ করে জনমনকে বিভ্রান্ত করার মাধ্যমে শুরু হয় তাদের পথচলা। তাদের স্বাভাবিক চেহারা দেখে মুখোশের আড়ালে লুকায়িত নির্লজ্জ চেহারা চেনা যায় না। কারণ তারা অত্যন্ত ধূর্ত ও কপট। তাদের মুখে সবমসয় লেগে থাকে কৃত্রিম হাসি, যা দিয়ে তারা যেকোনো মানুষকে অতি সহজেই বিভ্রান্ত করতে পারে। জনগণের সহানুভূতিই তাদের একমাত্র লক্ষ্য। আর সে লক্ষ্য হাছিলের জন্য তাদের রয়েছে অভিনব সব পদ্ধতি। সেই পদ্ধতিসমূহের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো জেলে যাওয়া। তাদের আচরণ দেখে মনে হবে তারা যেন ওখানে যেতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এলোমেলো রাজনৈতিক চিন্তাধারা, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, মূল্যবোধের চরম ধ্বংস, তাবেদারি সংস্কৃতির কারণে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে কখনো কখনো এ রকম অনেক কপট নেতা জনতার উৎকর্ষের রথচক্রকে খানাখন্দেও ফেলে দিয়েছে। যুগে যুগে অনেক ধূর্ত নেতৃত্বাভিলাষী কপটতার জাল বিস্তার করে জনতাকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে। তাদের খপ্পর থেকে দেশকে বাঁচাতে হলে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। জাতীয়তাবাবোধ এবং সুনাগরিকের গুণাবলী যেমন, ন্যায়বোধ, অসাম্প্রদায়িক-চেতনাবোধ, কর্তব্যবোধ, মানবাধিকার সচেতনতা, মুক্তবুদ্ধির চর্চা, শৃঙ্খলা, সৎ জীবন-যাপনের মানসিকতা, সৌহার্দ্যতা, অধ্যবসায়ে বিকশিত সৎ ও যোগ্য ব্যক্তিকে সততার সাথে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। শিক্ষা: ধূর্ত ব্যক্তিরা ছলে-বলে-কৌশলে প্রতিনিয়তই আমাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে। তাদের সংস্পর্শ থেকে আমাদের নিরাপদে অবস্থান করতে হবে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]