মেঘ সূর্যের সব আলো গ্রাস করে পৃথিবীকে অন্ধকার করে দেয়। অমাবস্যা ঢেকে দেয় চাঁদের আলো। আলো-অন্ধকারের এই খেলা সর্বত্র দৃশ্যমান হলেও তা চিরস্থায়ী নয়। মেঘ সূর্যকে ঢেকে দিলেও এক সময় মেঘ কেটে গিয়ে দেখা দেয় ঝলমলে আকাশ। তেমনি অমাবস্যার পরে আসে পূর্ণিমা। আমাদের জীবনের চলার সব রাস্তাও মসৃণ নয়। জীবনে দুঃখ-সুখ আসে পালাক্রমে। কোনো মানুষের জীবনেই সুখ-দুঃখ চিরস্থায়ী নয়। জীবনে যখন দুঃখ আসে তখন মানুষ মনে করে এ দুঃখ-যন্ত্রণার বুঝি শেষ নেই। দুঃখ আর হতাশায় আকণ্ঠ নিমজ্জিত মানুষের কাছে প্রতিটি দিনই অসহ্য মনে হয়। কিন্তু এক সময় এ দুঃখ-কষ্টের ঠিকই অবসান হয়। কাজেই দুঃখের সময় বিচলিত না হয়ে বরং তা সাহসের সাথে বরণ করে নিতে হয়। জীবনে সুখের পাশাপাশি কষ্ট আসবেই। তাই কষ্টের অমানিশা দেখে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য এবং সংগ্রামের মধ্য দিয়ে সকল দুঃখ কষ্টকে বরণ করে নিতে হয়। কারণ অন্ধকার রাতের পরেই আসে আলোকিত ভোর। মানুষের জীবনেও অনুরূপভাবে দুঃখের পরে সুখ আসবে। দুঃখ-কষ্ট, বিপদ-আপদ এসব সাময়িক ব্যাপার মাত্র। তাই দুঃখ-কষ্ট দেখে ভয় পাওয়া উচিত নয়। মানুষের জীবনে বিপদ আসবেই। কিন্তু বিপদের দিনে ভেঙে পড়লে চলবে না, মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তেমনি মানুষের জীবনে সুখটাও ক্ষণস্থায়ী। তাই সুখের দিনেও মানুষের এটা ভাবা ঠিক নয় যে, এটাই জীবনের পূর্ণতা । সুখ-দুঃখকে পাশাপাশি রেখেই মানুষকে জীবনের পথে অগ্রসর হতে হবে। শিক্ষা: রাতের পরে যেমন দিন আসে, মেঘ সরে গেলে তেমন সূর্য হাসে। মানুষের জীবনেও দুঃখের সময় অতিক্রান্ত হয়ে সুখের সোনালি দিন আসে। তাই জীবনের দুঃসময়ে বিচলিত না হয়ে ধৈর্য ধরতে হবে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ