(সংকেত: ভূমিকা, সভ্য ও উন্নত জীবনে বিদ্যুৎ, অসংখ্য কাজ সাধনে বিদ্যুতের ব্যবহার, দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার, শিল্পোন্নয়নে বিদ্যুৎ, জীবনকে গতিশীল করতে বিদ্যুৎ, চিকিৎসা ক্ষেত্রে বিদ্যুৎ, আধুনিক সভ্য জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা, আধুনিক জীবনে বিদ্যুতের, অপকারিতা, উপসংহার)
ভূমিকা
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিদ্যুৎ হলো এ বৈজ্ঞানিক যুগের এক আশ্চর্যজনক আবিষ্কার। বৈজ্ঞানিক ভোল্টার ‘বিদ্যুৎ শক্তি’ আবিষ্কার করে মানব সভ্যতার ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের ভূমিকা করেছে। বিদ্যুতের আশ্চর্য শক্তি মানবজীবন ও সভ্যতার চেহারা পরিবর্তন করে দিয়েছে। সমগ্র বিশ্ব আজ মানুষের নখদর্পণে ও পূর্ণ নিয়ন্ত্রণে। বিদ্যুতের কল্যাণে আধুনিক জীবন হয়ে ওঠেছে আরো অত্যাধুনিক। বিদ্যুতের অনুপস্থিতি মানুষকে করে তোলে দুর্বিষহ এবং পরিবেশকে করে তোলে অন্ধকারাচ্ছন্ন।
সভ্য ও উন্নত জীবনে বিদ্যুৎ
আধুনিক সভ্য ও উন্নত জীবনের সবক্ষেত্রে বিদ্যুতের গুরুত্ব অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া একটি মুহূর্তও কল্পনা করা যায় না। তাই বিদ্যুৎকে সভ্য জীবনের চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা যায়। এক দিন যে পৃথিবী ছিল মানুষের বসবাসের অযোগ্য এবং জীবনযাপন ছিল যেখানে অসহনীয়, বিদ্যুতের আবিষ্কারের ফলে আজ যেখানে পরম শান্তি প্রবাহিত। বিদ্যুতের আবিষ্কারের পর মানুষের দৈনন্দিন জীবনে আসে এক আমূল পরিবর্তন। ফলে জীবন যাপন হয়ে ওঠে অতি সহজ ও সুখময়।
অসংখ্য কাজ সাধনে বিদ্যুতের ব্যবহার
আধুনিক বিশ্বের সকল দুঃসাধ্য সাধনের ক্ষেত্রে বিদ্যুৎ এক মন্ত্রশক্তি। যে কাজ হাজারো মানুষের সম্মিলিত প্রচেষ্টা দ্বারাও সম্ভব ছিল না, এখন বিদ্যুতের সুইচ টিপে একজন মানুষের দ্বারাই তা সম্পন্ন হচ্ছে। জীবনকে সুন্দর ও সমৃদ্ধশালী করতে বিদ্যুৎ অভূতপূর্ব ভূমিকা পালন করছে। যান্ত্রিক কলকারখানা চালনার ক্ষেত্রে বিদ্যুতের কোনো বিকল্প নেই। মোট কথা, বিদ্যুৎ মানুষের সকল দুষ্কর্ম কল্পনাতীতভাবে সহজ করে দিয়েছে।
বনে বিদ্যুতের ব্যবহার
শহর জীবনে বিদ্যুতের ব্যবহার প্রতিটি ক্ষেত্রেই লক্ষণীয়। এক মুহূর্ত বিদ্যুৎ না থাকলে শহরকে ভূতের আস্তানা মনে হয়। তাই বিদ্যুতের অভাবে শহরে জীবনযাপন অসহিষ্ণু হয়ে ওঠে। ঘর-বাড়ি আলোকিত করতে, বৈদ্যুতিক পাখা ঘুরাতে, পানি সরবরাহ করতে বিদ্যুতের কোনো বিকল্প নেই। আমাদের দৈনন্দিন গ্রামীণ জীবনে বিদ্যুতের ব্যবহার অপেক্ষাকৃত কম হলেও বৈদ্যুতিক বাতি জ্বালানো, ধান ভাঙানোর মেশিন চালানো, পানি সেচের মেশিন চালানো, টিভি, কম্পিউটার, টেপরেকর্ডার বাজানো ইত্যাদি ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার তাৎপর্যপূর্ণ।
শিল্পোন্নয়নে বিদ্যুৎ
শিল্পোন্নয়ন ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব কিন্তু শিল্পের উন্নয়ন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যতীত শিল্প কারখানাগুলো চলতেই পারে না। আর শিল্পোৎপাদন বন্ধ হলে আধুনিক জীবনযাপন কল্পনা করা অসম্ভব। কেননা শহরে মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই শিল্প কারখানায় উৎপাদিত হয়। তাই শিল্পোন্নয়ন ও আধুনিক উন্নত জীবনের ক্ষেত্রে বিদ্যুতের অবদান অপরিসীম।
জীবনকে গতিশীল করতে বিদ্যুৎ
মানুষের অগ্রগতি ও প্রাণ চাঞ্চল্যে রয়েছে বিদ্যুতের অশেষ অবদান। দৈনন্দিন মানুষের বিস্ময়কর অগ্রগতিতে বিদ্যুতের অবদান অনস্বীকার্য। বিদ্যুৎ মানুষের শ্রম ও সময়ের অপচয় হাজারগুণে কমিয়েছে। বিদ্যুতের গতি মানুষের মনের গতিও বাড়িয়ে দিয়েছে অনেক গুণে।
চিকিৎসা ক্ষেত্রে বিদ্যুৎ
চিকিৎসা ক্ষেত্রে বিদ্যুতের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন দুরারোগ্য ব্যাধি যেমন যক্ষ্মা, আলসার, ক্যান্সার, কিডনী নষ্ট, কিডনীতে পাথর ইত্যাদি নির্ণয়ে যে সব যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেগুলো বিদ্যুতের সাহায্যেই চালিত হয়ে থাকে। এছাড়া অপারেশন থিয়েটারে বিদ্যুতের উপস্থিতি যে কত প্রয়োজন তা বলার অবকাশ নেই। তদুপরি বিদ্যুৎ ছাড়া ওষুধের কারখানাগুলোও অচল হয়ে পড়ে।
আধুনিক সভ্য জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা
আধুনিক জীবন নানাভাবে বিদ্যুৎ নির্ভর। ছোট বড় কলকারখানা ও যানবাহন থেকে শুরু করে নির্ভৃত পল্লির গৃহকোণ পর্যন্ত বিদ্যুতের অবদানে আলোকিত। সভ্যতার বিশেষ দান কম্পিউটারও বিদ্যুৎ-নির্ভর। বিদ্যুতের অভাবে দেশের উৎপাদন ব্যাহত হয়। কলকারখানা অচল হয়ে পড়ে। সবচেয়ে বড় কথা, বিদ্যুতের অভাবে দেশের শৈল্পিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ হয়। বিদ্যুতের অভাবে কর্মচঞ্চল এলাকা হয়ে পড়ে স্থবির ও অচল। এর অভাবে আধুনিক জীবন হয়ে ওঠে আতঙ্কিত। তাই আধুনিক জীবনের সাথে বিদ্যুৎ ওতপ্রোতভাবে জড়িত।
আধুনিক জীবনে বিদ্যুতের অপকারিতা
আধুনিক জীবনে বিদ্যুতের অসীম অবদানের সাথে কিছু অপকারিতাও রয়েছে। যেমন- বৈদ্যুতিক শক প্রতি বছরই কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। বৈদ্যুতিক তার থেকে ঘটছে বিভিন্ন স্থানে মর্মান্তিক অগ্নিকাণ্ড; নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি-ঘর ও শিল্প-কারখানা। এছাড়া বিদ্যুতের তারে জড়িয়ে পশু-পাখি মারা যায় এর ফলে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে আধুনিক জীবনে বিদ্যুতের অবদানের তুলনায় এর অপকারিতা খুবই নগণ্য।
উপসংহার
আধুনিক সভ্য জীবনে বিদ্যুতের প্রভাব সুদূরপ্রসারী। মানবজীবনে বিদ্যুৎ দিয়েছে সচলতা ও গতিশীলতা। বিদ্যুৎ মানুষের দৈনন্দিন কাজকর্ম, আরাম-আয়েশ ও বিনোদনকে করেছে সহজসাধ্য। আধুনিক জীবন এতই বিদ্যুৎ নির্ভর যে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ইত্যাদি কোনো কিছুতেই বিদ্যুতের প্রয়োজনীয়তা এড়িয়ে যাওয়া যায় না। বিদ্যুৎ ব্যতীত জাতীয় সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যময় জীবনের অস্তিত্ব আশা করা দুরূহ।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ