বাংলাদেশের নদী



(সংকেত: ভূমিকা;নদীর পরিচয়;নদীর সৌন্দর্য; নদীর গুরুত্ব; উপসংহার)
ভূমিকা

যে জলধারা কোন পাহাড় থেকে উৎপন্ন হয়ে সমতলভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মিলিত হয়েছে তাকে নদী বলে। বাংলাদেশ নদিমাতৃক দেশ। অসংখ্য নদী এদেশের উপর দিয়ে বয়ে গেছে। নদিবাহিত পলি এদেশের ভূমিকে করেছে উর্বর। তাইতো এদেশ এত সবুজ-শ্যামল এত প্রাণবন্ত। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।

নদীর পরিচয়

বাংলাদেশে ছোটবড় বহু নদী রয়েছে। তবে পদ্মা, মেঘনা, যমুনা ও কর্র্ণফুলী প্রধান নদী। এছাড়াও রয়েছে-বুড়িগঙ্গা, শীতলক্ষা, রূপসা, ধলেশ্বরী, তিস্তা, করতোয়া, কুশিয়ারা, গড়াই, মধুমতি, সুরমা, ডাকাতিয়া, আড়িয়ালখাঁ, সাংগু ইত্যাদি।
ভারতের হিমালয় থেকে গঙ্গার জন্ম। এরপর রাজশাহী এসে পদ্মা নাম ধারন করে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পদ্মা গোয়ালন্দের কাছে এসে যমুনার সাথে মিশেছে এবং চাঁদপুরে এসে মেঘনার সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। তিব্বতের ব্রহ্মপুত্র ভারতের আসামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে। এর আরেকটি শাখা পুরাতন ব্রহ্মপুত্র নাম নিয়ে ময়মনসিংহ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা এর শাখানদী। ভারতের আসাম থেকে সুরমার জন্ম। এর আরেকটি শাখার নাম কুশিয়ারা। এটি ভৈরব বাজারে এসে মেঘনা নাম ধারন করেছে। আসামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী উৎপান্ন হয়ে পার্বত্য চট্টগ্রামের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অন্যান্য নদী মূলত এই নদীগুলোরই শাখা নদী।

নদীর সৌন্দর্য

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এদেশের নদীগুলো এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ঋতু বদলের সাথে সাথে এদেশের নদীগুলোর রূপ বদলায়। শীতে নদীগুলো শুকিয়ে যায় তখন দুই পাড়ে বালি চিকচিক করে। বর্ষায় নদীগুলো ভরে যায়। নদীর বুকে রঙ বেরঙের পাল তুলে নৌকা চলে তখন নদীর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। শরতে নদীর তীরে কাশফুলের দৃশ্য মন কেড়ে নেয়ার মতো।

নদীর গুরুত্ব

নদী আছে বলেই জমিগুলো উর্বর হয়। উর্বর জমিতে প্রচুর ফসল হয়। ফসলের জন্যই বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এছাড়াও নৌপথে যোগাযোগ ও মালপত্র আনা -নেওয়া সহজ ও সস্তা। খরস্রোতা নদী থেকে বিদ্যুৎ উৎপান্ন করা হয়। তবে প্রতিবছর বর্ষার সময় নদীগুলো বন্যা সৃষ্টি করে, ফলে প্রচুর জান-মাল নষ্ট হয়। 

উপসংহার

বাংলাদেশের শুুধু অর্থনৈতিক নয় জনজীবনের উন্নয়নেও নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের কৃষিকাজের মূলে রয়েছে নদী। কিন্তু আস্তে আস্তে নদীর গভীরতা হারাচ্ছে। তাই সরকারের উচিত নদীগুলো ড্রেজিংয়ের মাধ্যমে স্বাভাবিক গভীরতা রক্ষা করা। প্রকৃত বাংলাকে রক্ষা করা।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]