(সংকেত: ভূমিকা, জন্ম ও শৈশব, শিক্ষাজীবন, সংগ্রামী জীবন, উপসংহার)
ভূমিকা
তিতুমীর অসহায় নিপীড়িত মানুষের বন্ধু হতে পেরেছিলেন বলেই তিনি আজ এক মহান ব্যক্তিত্ব। ইংরেজ শাসন ও শোষণ থেকে ভারতকে মুক্ত করার জন্য তিনি অসীম সাহসের সাথে ভারতবাসীর জন্য সংগ্রাম করেছেন। গড়েছিলেন বাঁশের কেল্লা।
জন্ম ও শৈশব
১৭৮২ সালে চব্বিশ পরগণা জেলার বশিরহাট মহাকুমার চাঁদপুর গ্রামে বনিয়াদি মুসলিম পরিবার তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পর হঠাৎ তিনি একটি কঠিন রোগে পড়েন। রোগ সারানোর জন্য তাকে দেয়া হয় খুব তেতো ওষুধ। প্রায় দশ-বার দিন আনন্দের সাথে সে সেবন করে। এজন্য তাঁর ডাক নাম রাখা হয় তেতো। তেতো থেকে তিতু। তিতুর সাথে মীর লাগিয়ে হয় তিতুমীর। তবে তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।
শিক্ষাজীবন
নিজগ্রামের মাদরাসায় তিনি লেখাপড়া করেন। লেখাপড়ার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ, লাঠিখেলা, তীরছোড়া ও অসিচালনা শেখেন। এরপর ওস্তাদের সাথে বিহার সফরে এসে মানুষের দুর্দশা দেখে দেশকে স্বাধীন করার চিন্তা করেন।
সংগ্রামী জীবন
চল্লিশ বছর বয়সে (১৮২২ সালে) তিনি হজ পালন করতে গেলে পরিচিত হন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আহমদ বেরলভীর সাথে। তিনি তাঁর শিষ্য হয়ে দেশে ফিরে স্বাধীনতার ডাক দেন। এইজন্য জমিদাররা তাঁকে গ্রামছাড়া করেন। তিনি নারিকেল বাড়িয়ায় আশ্রয় নেন। সেখানে হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে তৈরি করেন বাঁশের কেল্ল¬া। এই দুর্গ থেকেই তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করে ১৮৩০ সালে বিজয়ী হলেও ১৮৩১ সালে পরাজিত হন। তিনি শহিদ হন তবে তাঁর ২৫০ জন সৈন্যকে ইংরেজরা বন্দি করে। এদের কারো কারাদণ্ড দেয়া হয় আবার কারো দেয়া হয় ফাঁসি। তবে বীর নায়ক তিতুমীর শহিদ হয়েই অমর হয়ে রইলেন এদেশের মানুষের মনে।
উপসংহার
আজ থেকে প্রায় ২০০ বছর আগে তিতুমীর পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিতুমীর হলেন বাংলার প্রথম শহিদ। আমরা তাঁকে এখনও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ