এপ্লিকেশন সফটওয়্যার

এপ্লিকেশন সফটওয়্যার

 এপ্লিকেশন সফটওয়্যার তৈরী করা হয় ব্যবহারকরীর চাহিদা অনুযায়ী নির্দিষ্ট কাজ করার জন্য। এপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার, এবং একটি প্রোগ্রামিং ভাষা সফটওয়্যার থেকে ভিন্ন। এটি যে কাজের জন্য তৈরী করা হয়েছে তার উপর ভিত্তি করে এটা লেখা, সংখ্যা, ছবি অথবা এই সবগুলোর সমন্বয়ে হতে পারে। কিছু কিছু এপ্লিকেশন প্যাকেজ কম্পিউটারের একটি নির্দিষ্ট কাজের জন্য হতে পারে যা সবাই ব্যবহার করে একই উদ্দেশ্য এবং এটি শুধু একটি সুবিধা বা উদ্দেশ্যের উপর জোর দেয় যেমন ওয়ার্ড প্রসেসিং| অন্যগুলোকে ডাকা হয় ইন্টিগ্রেটেড সফটওয়্যার যেগুলো একই সঙ্গে একাধিক সুবিধার উপর জোর দেয়। ব্যবহারকারী দ্বারা তৈরী বা লিখিত সফটওয়্যার সিস্টেমে ব্যবহার করে ব্যবহারকারীর কাঙ্খিত কাজ করা যায় এগুলো হল স্প্রেডশিট টেমপ্লেট, ওয়ার্ড প্রসেসরের ম্যাক্রো, গ্রাফিক্স অথবা এনিমেশনের স্ক্রিপ্ট ইত্যাদি। এমনকি ইমেইলের ফিল্টারও একধরনের ব্যবহারকারী লিখিত সফটওয়্যার (User-written software)| ব্যবহারকারীরা এটা তৈরী করে এবং বারবার দেখে এটা গুরুত্বপূর্ন কিনা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য।

বহুল ব্যবহৃত বিভিন্ন এপ্লিকেশন সফটওয়্যার

 

 

 

স্প্রেডশিট

স্প্রেডশিটের আভিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। ব্যাবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যাবহার করা হয়।এ কাগজে ছক করে(সারি ও কলাম) একটা ব্যাবসায় প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্পেডশিটের ব্যাবহার জনপ্রিয় হয়ে উঠেছে।
সত্তর দশকের শেষের দিকে Apple Company সর্বপ্রথম Visicale স্প্রেডশিট সফটওয়্যার এর উদ্ভাবন করে।পরবর্তীকালে Microsoft Excel, Open office cale, Kspread নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যাবহুত ও প্রচলিত জনপ্রিয় স্পেডশিট সফটওয়্যার হলো Microsoft Excel.

স্প্রেডশিট হলো এমন একধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো Workbook বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে,তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো স্প্রেডশিট বলে।একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি(Row) ও কলাম থাকে।

সংখ্যা পদ্ধতি

সংখ্যা প্রতীক (numeral) হল কিছু প্রতীক বা প্রতীকের সমষ্টি, অথবা প্রাকৃতিক ভাষার বিভিন্ন শব্দের মত যা সংখ্যা (number) নির্দেশ করে। সংখ্যা এবং সংখ্যা প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে। প্রাকৃতিক ভাষায় শব্দ যেমন এখানে সংখ্য প্রতীক তেমনি একটি টার্ম; আবার শব্দ যে বিষয়টিকে নির্দেশ করে তা এখানে সংখ্যা হিসেবে হিসেবে চিহ্নিত হতে পারে। অর্থাৎ সংখ্যা প্রতীক সংখ্যাকে নির্দেশ করে। যেমন, "11", "eleven", "XI", "১১", "এগারো"- সংখ্যা প্রতীকগুলো আলাদা হলেও এরা সবাই একটি মাত্র সংখ্যাকে নির্দেশ করে। এই নিবন্ধে বিভিন্ন সংখ্য প্রতীক পদ্ধতি সম্বন্ধে সাধারণ আলোচনা করা হয়েছে।

সংখ্যা পদ্ধতিকে সাধারণত ৪ ভাগে ভাগ করা হয়। (১) ডেসিমেল নাম্বার সিস্টেম, (২) বাইনারী নাম্বার সিস্টেম, (৩) অক্টাল নাম্বার সিস্টেম ‍ও (৪) হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমে অঙ্ক ১০ টি অর্থাৎ এর বেজ ১০ (১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০)। অনুরূপভাবে বাইনারী নাম্বার সিস্টেমের বেজ ২ (১,০), অক্টাল নাম্বার সিস্টেমের বেজ ৮ (১,২,৩,৪,৫,৬,৭,০), হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেমের বেজ ১৬(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F, ০ )।

শেয়ারিং

 শেয়ারিং -

কোন কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে একাধিক হোস্ট কম্পিউটারের শেয়ার করা রিসোর্সের যে কোন একটি কম্পিউটার হতে ব্যবহার করা যায়। এর মাধ্যমে কোন একটি কম্পিউটারে লোকাল এরিয়া নেটওয়ার্কের সাহায্যে অন্য একটি দূরবর্তী কম্পিউটারের রিসোর্স ব্যবহার করা যায়।শেয়ার রিসোর্সের উদাহরণ হল-প্রোগ্রাম শেয়ারিং, ডাটা, স্টোরেজ ডিভাইস, প্রিন্টার , স্ক্যানার ইত্যাদি ।

শেয়ারিং ২ ধরনের হতে পারে-

কোন প্রতিষ্ঠানে শেয়ারিং এর সবচেয়ে বড় সুবিধা হল অর্থ ,সময় ও স্থানের সাশ্রয় । তাই আজকাল বেশিরভাগ প্রতিষ্ঠানের কম্পিউটারে শেয়ারিং দেখা যায় ।

 

 

 

 

 

 

লিনাক্স ও ইউনিক্স

লিনাক্স ও ইউনিক্স

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]