ই-কমার্স কি

ই-কমার্স কি

একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাণিজ্যের কোন বিকল্প নেই। ডিজিটাল প্রযুক্তির বিকাশ, ইন্টারনেটের উদ্ভব ও বিকাশ এবং কাগজের মুদ্রার বাইরেও ইলেকট্রনিক বিনিময় প্রথা চালু হওয়ার ফলে বাণিজ্যেরও একটি সবিশেষ পরিবর্তন হয়েছে। এখন ইলেকট্রনিক মাধ্যমেও বাণিজ্য করা যায়,যার প্রচলিত নাম ই-কমার্স (Electronic Commerce or E-commerce) বা ই-বাণিজ্য। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বানিজ্য কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়।

যেকোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়েকটি শর্ত থাকে। প্রথমত বিক্রেতার কাছে এবং ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা। এর প্রধান পদ্ধতি হল বিক্রেতার সঙ্গে ক্রেতার সরাসরি যোগাযোগ। কিন্তু ইন্টারনেটের যুগে একজন বিক্রেতা তার পণ্যের ছবি, ভিডিও দিয়ে ইন্টারনেটেই তার দোকানটি খুলে বসতে পারেন। এজন্য তার প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট চালু করতে হয়। ক্রেতা অনলাইনে তার পছন্দের পণ্যটি পছন্দ করেন এবং মূল্য পরিশোধ করেন। দেশে বর্তমানে বিভিন্ন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই মূল্য পরিশধের সুযোগ রয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়। মূল্য প্রাপ্তির পর বিক্রেতা তার পণ্যটি ক্রেতার ঠিকানায় নিজে অথবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের (কুরিয়ার সার্ভিস) মাধ্যমে পাঠিয়ে দেন।

মোবাইল বা কার্ড ছাড়াও ই-কমার্সে আরো একটি বিল পরিশোধ পদ্ধতি রয়েছে। এটিকে বলা হয় প্রাপ্তির পর পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি বা COD। এই পদ্ধতিতে ক্রেতা বিক্রেতার ওয়েবসাইটে বসে পছন্দের পণ্যটির অর্ডার দেন। বিক্রেতা তখন পণ্যটি ক্রেতার কাছে পাঠিয়ে দেন। ক্রেতা পণ্য পেয়ে বিল পরিশোধ করেন।

কয়েকটি ই-কমার্স সাইট হচ্ছে amazon.com, alibaba.com, olx.com, bikroy.com, ekhanei.com, rokomari.com ইত্যাদি।

 

বাংলাদেশে ই-কমার্স

২০১১-১২ সাল থেকে বাংলাদেশেও আস্তে আস্তে ই-কমার্সের প্রসার ঘটছে। বর্তমানে বই থেকে শুরু করে জামাকাপড়, খাবার, শৌখিন সামগ্রী ইত্যাদি ই-কমার্সের মাধ্যমে বিকিকিনি হচ্ছে। প্রচলিত বাণিজ্যের মতো ই-কমার্সেও দুই ধরণের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। এক ধরণের প্রতিষ্ঠান কেবল নিজেদের পণ্য বিক্রয় করে থাকে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান অন্য অনেক প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে। বাংলাদেশের বড় বড় ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে bikroy.com, rokomari.com ইত্যাদি।

bikroy.com:

Bikroy.com হলো এমন একটি ওয়েবসাইট, যেখানে প্রায় সবকিছুই বেচাকেনা করা হয়। সাধারণত সবচেয়ে ভালো ডিল হয়ে থাকে একই শহরের বা নিজের এলাকার লোকজনের সাথে, তাই Bikroy.com-এ স্থানীয়ভাবে বেচাকেনা করা সহজ। ব্যবহারকারীকে মূলত যা করতে হবে তা হলো, এলাকা নির্বাচন করা। Bikroy.com-এ কোনো শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন প্রকাশ করা যায় সম্পূর্ণ বিনামূল্যে। এখানে  বিনামূল্যে অ্যাকাউন্ট সাইন আপ করা যায়। এদের শ্লোগান ‘বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস’।

 

rokomari.com:

রকমারি ডট কম হচ্ছে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় পণ্য কেনার বা ই-বাণিজ্য প্রতিষ্ঠান, এটি ২০১২ সালের ১৭-ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অন্যরকম গ্রুপ নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী হচ্ছেন বাংলাদেশী তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ। শুরুতে বই শুধু মাত্র বই কিনতে পাওয়া গেলেও বর্তমানে এর সাহায্যে ক্রীড়া সামগ্রী, গান সহ বিভিন্ন পণ্যও কিনতে পাওয়া যায়। ওয়েব সার্ভিসের পাশাপাশি মোবাইলের মাধ্যমেও এখানে পণ্য অর্ডার করা হয়।

 

 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]