ফেসবুকের অফিস

ফেসবুকের অফিস

২০১১ সালের শুরুর দিকে ফেসবুক ঘোষনা করে, তাদের প্রধান অফিস ম্যানলো পার্কে সরানোর পরিকল্পনার কথা। ২০১০ সালে ফেসবুক তাদের চতুর্থ অফিস খুলে হায়দ্রাবাদে এবং এশিয়ায় সেটিই প্রথম। ফেসবুক জানিয়েছে তারা হায়দ্রাবাদের কেন্দ্রে কর্মী নেয়া শুরু করেছে  যা ফেসবুকের মূল কর্মযজ্ঞে ক্যালিফোর্নিয়া, ডাবলিন এবং অস্টিনের পাশাপাশি ভূমিকা রাখবে। ২০১১ সালের এপ্রিলে অরিগনের প্রিন্সভিলে ফেসবুক ডাটা সেন্টার স্থাপন করে। ২০১২ সালের এপ্রিলে ২য় আরেকটি ডাটা সেন্টার স্থাপন করে উত্তর ক্যালিফোর্নিয়ার ফরেস্ট সিটিতে। ডাটা সেন্টারে ফেসবুকের যাবতীয় কম্পিউটার সিস্টেম এবং এর উপাদানসমূহ যেমনঃ টেলিকমিউনিকেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও তথ্য সংরক্ষণ করা হয়।

 

ফেসবুকের বিভিন্ন ফিচার

২০০৮ সালের ২০শে জুলাই ফেসবুক সূচনা করে ফেসবুকের নতুন রূপ “ফেসবুক বেটা”। পরবর্তীতে ধীরে ধীরে সব ব্যবহারকারিকেই নতুন চেহারার ভার্সনে পরিবর্তিত করা হয় যা ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়। ১১ ডিসেম্বর, ২০০৮ সালে এটি ঘোষনা করে যে, তারা সদস্য অন্তর্ভুক্তির জন্য একটি অতি সাধারণ সাইনআপ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। এরপর থেকে প্রতিনিয়তই চাহিদার সাথে সাযুজ্য রেখে বিভিন্ন ফিচার যেমন, নিউজফিড, নোট, চ্যাট, উপহার, মার্কেটপ্লেস, বার্তা, ভয়েস কল, ভিডিও কল, ভিডিও দেখা সংযুক্ত হয়েছে এবং হচ্ছে।

 

২০০৬- ৬ই সেপ্টেম্বর ২০০৬ সালে ‘নিউজ ফিড’ ফিচারটি প্রকাশিত হয়। নিউজ ফিড এমন একটি ফিচার যা প্রতিটি ব্যবহারকারির হোমপেজে আসে এবং বিভিন্ন তথ্য তুলে ধরে যেমন প্রোফাইলে কোন পরিবর্তন, আগত কোন ইভেন্ট বা বন্ধুদের জন্মদিনের খবর ইত্যাদি।

২০০৬- ২০০৬ সালের আগষ্টের ২২ তারিখ ফেসবুক ‘নোট’ ফিচারটি চালু করে। ‘নোট’ মূলত একটি ব্লগিং বৈশিষ্ট্যের ধারক যেখানে ব্লগের মতো লেখা, ছবি, লিঙ্ক, ভিডিও প্রভৃতি যোগ করা যায়।

২০০৭- ২০০৭ সালের ৮ই ফেব্রুয়ারি ফেসবুক ‘উপহার’ সেবাটি চালু করে। এর মাধ্যমে ব্যবহারকারি বিভিন্ন উপহার তাদের বন্ধুদের পাঠাতে পারে। প্রতিটির এক ডলার করে দাম এবং এর সাথে প্রেরকের নিজস্ব বার্তা জুড়ে দেওয়া যায়।

২০০৭- ২০০৭ সালের ১৪ই মে ফেসবুক তাদের ‘বাজার’ বা ‘মার্কেটপ্লেস’ সেবাটি চালু করে। এতে ব্যবহারকারিরা ফ্রি শ্রেণীবিনস্ত বিজ্ঞাপন দিতে পারে। 

২০০৮- ২০০৮ সালের ৭ই এপ্রিলে তাৎক্ষনিক ‘বার্তা আদান প্রদান’ সেবাটি চালু করে যা ‘চ্যাট’ নামে পরিচিত বিভিন্ন নেটওয়ার্কে। এটি ব্যবহাকারিদের বন্ধুদের সাথে যোগাযোগের সুযোগ দেয়।

২০১০- ‘প্রজেক্ট টাইটান’ নামে নতুন একটি বার্তা আদান-প্রদান প্রক্রিয়া চালু করা হয় ১৫ই নভেম্বর ২০১০ সালে। কয়েকটি প্রকাশনা এটিকে জিমেইল হত্যাকারি হিসেবে অভিহিত করে। এই নতুন ব্যবস্থার ফলে ব্যবহারকারিরা সরাসরি যোগাযোগ করতে পারে ফেসবুক দিয়ে বিভিন্ন পদ্ধতিতে (যার মধ্যে আছে বিশেষ ইমেইল ব্যবস্থা, লেখ্য বার্তা অথবা ফেসবুক ওয়েবসাইট বা মোবাইল এ্যাপ দিয়ে)। অন্যান্য ফেসবুক বৈশিষ্ট্যের মত ব্যবহারকারি এখানেও কার থেকে বার্তা গ্রহন করবে তা ঠিক করে দিতে পারে। তা হতে পারে শুধু বন্ধু, বন্ধুর বন্ধু অথবা যে কেউ।  ইমেইল সেবাটি ২০১৪ সালে কম ব্যবহারের জন্য বন্ধ করে দেয়া হয়। ফেসবুক ওয়েবসাইট ছাড়াও বার্তাগুলো মোবাইল এ্যাপ থেকে ব্যবহার করা যায়। এর জন্য ফেসবুকের একান্ত একটি এ্যাপ রয়েছে যা ফেসবুক ম্যাসেঞ্জার নামে পরিচিত।

২০১১- ২০১১ সালের এপ্রিল থেকে ফেসবুক ব্যবহারকারিরা লাইভ ভয়েস কল করতে পারেন ফেসবুক চ্যাট দিয়ে, যা দিয়ে সারা বিশ্বের ব্যবহারকারিরা একে অন্যের সাথে চ্যাট করতে পারেন।

২০১১- ২০১১ সালের ৬ই জুলাই ফেসবুকের ভিডিও কল সেবা চালু করা হয় স্কাইপকে তাদের প্রযুক্তি অংশীদার করে।

২০১১- ২০১১ সালের ১৪ই সেপ্টেম্বর ফেসবুক ব্যবহারকারি পাতায় "সাবস্ক্রাইব" বোতাম যোগ করে যা অন্য ব্যবহারকারিদের সাবস্ক্রাইব করা ব্যবহারকারির উন্মুক্ত পোস্টগুলো দেখার সুযোগ করে দেয়। ২০১২ সালের ডিসম্বরে ফেসবুক ব্যবহারকারিদের দ্বিধার কথা মাথায় রেখে সাবস্ক্রাইব বোতামকে "ফলো" বোতামে প্রতিস্থাপন করে।

 

২০১৪- ২০১৪ সালের সেপ্টেম্বরে ফেসবুক ঘোষনা করে তারা প্রতিদিন ১ বিলিয়ন ভিডিও দেখার সুবিধা প্রদান করবে। কোন ব্যবহারকারি একটি ভিডিও দেখার পর আরেকটি বাড়তি ভিডিও দেখার সুপারিশ করার বিষয়টি ফেসবুক নিশ্চিত করে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]