বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বৈজ্ঞানিক প্রযুক্তি। গ্রীক শব্দ “bio” (life) ও “metric” (to measure) থেকে উৎপত্তি হয়েছে (Biometrics) বায়োমেট্রিক্স। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স হল সেই প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট যেমনঃ ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্নয় করে। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যাবহারিত হয়। এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তিতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটাতে মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়।
বর্তমানে নিরাপত্তার কাজে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যাপকভাবে ব্যাবহারিত হচ্ছে। এ প্রযুক্তি সাধারণত দুই ধরনের কাজে ব্যাবহারিত হয়। যেমন – ১। ব্যাক্তি সনাক্তকরণ (Identification) ২। সত্যতা যাচাই (Verification)
বর্তমানে সবচেয়ে বেশী প্রচলিত বায়োমেট্রিক্স পদ্ধতিগুলো হল – ফিঙ্গারপ্রিন্ট রিডার ( Finger reader), ফেইস রিকগনিশন (Face recognition), হ্যান্ড জিওমেট্রি (Hand Geometry), আইরিস এবং রেটিনা স্ক্যান(Iris and Retina Scan), ভয়েস রিকগনিশন (Voice Recognition) ও সিগনেচার ভেরিফিকেশন (Signature Verification)।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ