বাংলাদেশ সরকারি কর্মকমিশন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন
বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক সংস্থা (Constitutional Institution), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। দেশের সকল সরকারি কর্মচারীর প্রশাসন অর্থাৎ তাদের বদলি, নিয়োগ, পদোন্নতি, ভাতা ও অন্যান্য বিষয়াদির তদারক এই সংস্থাটির হাতে ন্যস্ত।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠন :
একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত। কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কর্মকমিশনে যতদূর সম্ভব অর্ধেক (তবে অর্ধেকের কম নয়) সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হবেন যারা কুড়ি বৎসর বা ততোধিক সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোন সময়ে কার্যরত কোন সরকারের কর্মে কোন পদে অধিষ্ঠিত ছিলেন (১৩৮ নং অনুচ্ছেদের ১ নং ধারা)। কর্মকমিশনের চেয়ারম্যান বা অন্য কোন সদস্য তাঁর দায়িত্ব গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তাঁর ৬৫ বৎসর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে সে সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন (অনুচ্ছেদের ১নং ধারা)।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের দায়িত্ব ও ক্ষমতা :
বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪০ নং অনুচ্ছেদ অনুসারে সরকারি কর্মকমিশনের দায়িত্ব হবে—
(ক) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দানের জন্য উপযুক্ত প্রার্থীদের মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করা;
(খ) রাষ্ট্রপতি কর্তৃক কোন বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে কিংবা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোন বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে বিষয়ে রাষ্ট্রপতিকে উপদেশ দান করা ; এবং
(গ) আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা ।
১৪১ নং অনুচ্ছেদের ১নং ধারা অনুসারে, কর্মকমিশন প্রতি বৎসর মার্চ মাসের প্রথম দিবসে বা তার পূর্বে পূর্ববর্তী ৩১ ডিসেম্বর সমাপ্ত এক বৎসরের স্বীয় কার্যাবলি সম্বন্ধে রিপোর্ট প্রস্তুত করে তা রাষ্ট্রপতির নিকট পেশ করবে। একই অনুচ্ছেদের ২নং ধারায় উল্লেখ আছে, কর্মকমিশনের রিপোর্টের সাথে একটি স্মারকলিপি থাকবে যা
(ক) কোন ক্ষেত্রে কমিশনের কোন পরামর্শ গৃহীত না হয়ে থাকলে সে ক্ষেত্রটিসহ পরামর্শ
গৃহীত না হওয়ার কারণ, এবং
(খ) যে সকল ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শ করা উচিত ছিল অথচ করা হয় নাই সে সকল ক্ষেত্রসহ পরামর্শ না করার কারণ সম্বন্ধে কর্মকমিশন যতদূর অবগত ততদূর লিপিবদ্ধ করবে।
* রাষ্ট্রপতির কোন কোন বিষয়ে কর্মকমিশনের সাথে পরামর্শ করার প্রয়োজন হয়? সংসদ কর্তৃক প্রণীত কোন আইন এবং কর্মকমিশনের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোন বিধানের বিধানাবলি সাপেক্ষে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে কর্মকমিশনের সাথে পরামর্শ করবেন প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি।
২. প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দান, উক্ত কর্মের এক শাখা হতে অন্য শাখায় পদোন্নতি দান ও বদলিকরণ এবং অনুরূপ নিয়োগ দান, পদোন্নতি দান বা বদলিকরণের জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ।
৩. অবসুর ভাতার অধিকারসহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলিকে প্রভাবিত করে এরূপ বিষয়াদি । ৪. প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি।
প্রশ্ন
সম্ভাব্য প্রশ্নাবলী
: সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠিত হয়েছে? উত্তর : ১৩৭ নং ধারা অনুযায়ী।
প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে।
প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রথম দায়িত্ব কি?
উত্তর : বেসরকারি-সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ইত্যাদি বিষয় নির্ধারণ করা
: বাংলাদেশ সরকারি কর্মকমিশন কাদের নিয়ে গঠিত?
প্রশ্ন
উত্তর : একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্যদের নিয়ে কমিশন গঠিত হয়।
প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : ড. একিউএম বজলুল করিম। তিনি ১৯৭২ সালের ১৫ মে থেকে ১৯৭৭ সালের ১৫
ডিসেম্বর পর্যন্ত কর্মকমিশনের চেয়ারম্যান ছিলেন।
(প্রশ্ন
: ভারতবর্ষে প্রথম কোন সালে পাবলিক সার্ভিস কমিশন নামে ১টি কমিশন গঠন করা হয়? উত্তর : ১৯২৬ সালে ।
প্রশ্ন : বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কবে গঠিত হয়?
উত্তর : ১৯৩৭ সালে ।
(প্রশ্ন
: পূর্ববঙ্গে কত সালে পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস গঠন করা হয়? উত্তর : ১৯৪৭ এর আগস্টে।
: ১৯৭২ -এর প্রথম দিকে ক'টি পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়?
উত্তর : ২টি।
প্রশ্ন : বাংলাদেশ কর্মকমিশন কবে গঠিত হয়?
উত্তর : ১৯৭২ সালের ৯ মে। (৩৪নং আদেশবলে)
: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দান করেন কে?
উত্তর : রাষ্ট্রপতি।
প্রশ্ন : বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS)-এর বর্তমান ক্যাডার কয়টি?
উত্তর : ২৮টি।
(প্রশ্ন) : কর্মকমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে?
উত্তর : প্রধান বিচারপতি।
প্রশ্ন : কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর : ড. সা'দত হুসেইন ।
প্রশ্ন : কত ধারায় কমিশনের দায়িত্বের কথা বলা আছে?
উত্তর : ১৪০ নং অনুচ্ছেদে।
: দেশের ১ম ২টি কমিশনকে একত্রিত করে কবে একক কর্মকমিশন গঠন করা হয়?
উত্তর : ২২ ডিসেম্বর, ১৯৭৭।
প্রশ্ন : PSC তে সদস্য নিয়োগ পেতে একজনের কত বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা দরকার?
উত্তর : ২০ বছর।
প্রশ্ন : কমিশন এর মুখ্য নির্বাহী কর্মকর্তা কে?
উত্তর : কমিশন সচিবালয়ে নিয়োজিত সচিব।
প্রশ্ন : PSC কি ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : সাংবিধানিক প্রতিষ্ঠান ।
প্রশ্ন : সংবিধানের ১৩৮ নং ধারায় কি বলা হয়েছে?
উত্তর : কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ সম্পর্কে ।
প্রশ্ন
: কর্মকমিশন সদস্যের মর্যাদা কেমন?
উত্তর : সরকারের ১ জন অতিরিক্ত সচিবের পদমর্যাদা।
প্রশ্ন : কর্মকমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা কেমন? উত্তর : সরকারের একজন পূর্ণসচিবের মত।
(প্রশ্ন)
: কর্মকমিশনের নাম কবে বাংলাদেশ সরকারি কমিশন হয়? উত্তর : ১৯৭৭ সালের ২২ ডিসেম্বর।
: কর্মকমিশনের সদস্য সর্বোচ্চ ও সর্বনিম্ন কত হতে পারবে?
উত্তর : সর্বোচ্চ ১৫, ন্যূনতম ৬ জন ।
(প্রশ্ন)
: কর্মকমিশনের দ্বিতীয় চেয়ারম্যান কে ছিলেন? উত্তর : মহিউদ্দিন আহমদ ।
পিএসসি'র চেয়ারম্যানগণ ও তাঁদের মেয়াদ
১* ড. এ. কিউ. এম. বজলুল করিম (প্রথম কমিশনের দায়িত্বে) ১৫ মে ১৯৭২ ১৫ ডিসেম্বর ১৯৭৭
১* মহিউদ্দিন আহমেদ (দ্বিতীয় কমিশনের দায়িত্বে) ২৫ মে ১৯৭২ ১৪ ডিসেম্বর ১৯৭৭
২ এম মইদুল ইসলাম ২২ ডিসেম্বর ১৯৭৭ ২১ ডিসেম্বর ১৯৮২
৩ ফায়েজ উদ্দিন আহমেদ ২২ ডিসেম্বর ১৯৮২ ৩১ মে ১৯৮৬
৪ এস. এম. আল হোসেনী ১ জুন ১৯৮৬ ১ মে ১৯৯১
৫ প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ১৪ সেপ্টেম্বর ১৯৯১ ৩১ জানুয়ারি ১৯৯৩
৬ প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ ৭ মার্চ ১৯৯৩ ৫ মার্চ ১৯৯৮
৭ প্রফেসর ড. মোঃ মুস্তফা চৌধুরী ২৫ মার্চ ১৯৯৮ ২৩ জানুয়ারি ২০০২
৮ প্রফেসর ড. জেড. এন. তাহমিদা বেগম ৯ মে ২০০২ ৭ মে ২০০৭
৯ ড. সা’দত হুসাইন ৯ মে ২০০৭ ২৩ নভেম্বর ২০১১
১০ এ. টি. আহমেদুল হক চৌধুরী পিপিএম ২৭ নভেম্বর ২০১১ ২০ ডিসেম্বর ২০১৩
১১ ইকরাম আহমেদ ২৪ ডিসেম্বর ২০১৩ ১৩ এপ্রিল ২০১৬
১২ ড. মোহাম্মদ সাদিক ২ মে ২০১৬ ১৮ সেপ্টেম্বর ২০২০
১৩ মো. সোহরাব হোসাইন ২১ সেপ্টেম্বর ২০২০ --চলমান--

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]