: আলাস্কা কবে, কত ডলারের বিনিময়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়?
উত্তর : ১৫৩০৭০০০ বর্গ কি. মি. আয়তনের পর্বতময় তুষারাচ্ছন্ন আলাস্কা রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে ৭২ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয় । পূর্বে এটি রাশিয়ার উপনিবেশ ছিল।
প্রশ্ন : কোন দেশের নামকরণ ভৌগোলিক রেখার নামানুসারে রাখা হয়?
উত্তর : ইকুয়েডর।
প্রশ্ন
: যুক্তরাষ্ট্রে শীর্ষ সাহায্যপ্রাপ্ত দেশ কোনটি?
উত্তর : যথাক্রমে প্রথম শীর্ষ দেশ ইসরাইল। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ইসরাইল রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়ে আসছে। গড়ে প্রতিবছর দেশটি ২০০ কোটি মার্কিন ডলারের বেশি সাহায্য পায় ।
প্রশ্ন
: স্টিফেন হকিং সম্পর্কে কিছু বলুন?
উত্তর : বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের পর ধরা হয় স্টিফেন হকিংই সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানী । গণিতবিদ হতে গিয়ে তিনি হয়ে গেছেন পদার্থবিজ্ঞানী। এরপর তিনি পরিণত হয়েছেন বিশ্বসেরা জ্যোতির্বিজ্ঞানী। স্টিফেন উইলিয়াম হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ২২ বছর বয়সে তিনি মটর নিউরোন রোগে আক্রান্ত হবার পর সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েন। তিনি চলাফেরার ক্ষমতা ও বাকশক্তি হারিয়ে ফেলেন। তখন থেকেই তিনি হুইল চেয়ার করে চলাফেরা করছেন এবং কথা বলার জন্য একটি পোর্টেবল কম্পিউটারের সহায়তার স্পিচ সিনথেসাইজার ব্যবহার করছেন। এই আর্টিফিশিয়াল পদ্ধতির মাধ্যমেই তিনি বিশ্বে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি থিওরি অব এভরিথিং নিয়ে গবেষণা করছেন। এ যাবৎ তার বইগুলোর মধ্যে A Brief History of Time সবচেয়ে বেশি বিক্রিত ও আলোচিত হয়েছে। ৪০টি ভাষায় অনূদিত এ বই এক কোটি কপি বিক্রি হয়েছে যা একটি রেকর্ড। : মুদ্রার অবমূল্যায়ন কি বলুন?
প্রশ্ন
উত্তর : কোন দেশের মুদ্রার মূল্য অন্য কোন দেশের মুদ্রার বা মুদ্রা ধাতুর তুলনায় হ্রাস করাকেই মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। কোন দেশে লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে বিরূপ অবস্থা দেখা দিলে রফতানিকে উৎসাহিত করা এবং আমদানিকে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয় ।
প্রশ্ন : বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শীর্ষ ৫টি NGO'র নাম বলুন। এরা প্রতিবছর
কত কোটি টাকার ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে?
উত্তর : যথাক্রমে ৫টি শীর্ষ NGO'র নাম ব্র্যাক, আশা, প্রশিকা, টিএমএসএস এবং এমএসএস। এরা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ৮০ ভাগ নিয়ন্ত্রণ করে থাকে। এরা প্রতিবছর প্রায় ৮৭,২১০ টাকার ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রশ্ন
: Recognition কি?
উত্তর : কোন প্রতিষ্ঠিত সার্বভৌম রাষ্ট্র কর্তৃক অন্য কোন নতুন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়াকে Recognition বা স্বীকৃতি বলে। প্রতিষ্ঠিত রাষ্ট্র স্বীকৃতি ছাড়া আন্তর্জাতিক আইনের বিষয়বস্তুতে পরিণত হয় না। যেমন বাংলাদেশ পূর্ব তিমুরকে ৮ মার্চ, ২০০২ স্বীকৃতি দেয়। প্রশ্ন: Defacto recognition বা কার্যত স্বীকৃতি বলতে কি বুঝায়? উত্তর : কার্যত স্বীকৃতি অস্থায়ী প্রকৃতির স্বীকৃতির অন্তর্ভুক্ত। জরুরি অবস্থার প্রেক্ষিতে এমন স্বীকৃতি দেয়া হয় । কোন নতুন সরকারকে আইনত স্বীকার না করেও বিভিন্ন কাজের দ্বারা স্বীকার করে নেওয়া হলে তাকে কার্যত স্বীকৃতি বলা হয়। এটি সীমিতভাবে দেয়া হয়। : Double Nationality (দ্বৈত নাগরিকত্ব) কি বলুন?
প্রশ্ন উত্তর : যে ব্যক্তির একইসাথে দুটি দেশের নাগরিকত্ব আছে তাকে দ্বৈত নাগরিকত্ব বলা হয়। এই সমস্যা কোন ব্যক্তির ইচ্ছানুযায়ী ঘটে না; বরং দুটি দেশের দ্বন্দ্বের ফলে এমন নাগরিকত্বের সৃষ্টি হয়। যেমন- যুক্তরাষ্ট্রের নারীর ব্রাজিলের পুরুষের সাথে বিয়ে হলে তার মার্কিন নাগরিকত্ব লোপ পায় না। অন্যদিকে বিয়ের কারণে ঐ মহিলা ব্রাজিলের নাগরিকত্ব পায়। এভাবে একই ব্যক্তি দ্বৈত্ব নাগরিকত্ব পান ।
প্রশ্ন
: কোস্ট গার্ড কি?
উত্তর : ১৯৯৪ সালে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে
সরকার এ বাহিনী গঠন করে। এ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন 1
প্রশ্ন
: কমিউনিজমের পতনের জন্য কোন ছয় জন নেতাকে কয়েক বছর পূর্বে পুরস্কৃত
করা হয়?
উত্তর : সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ,
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোহল, পোল্যান্ডের ট্রেড ইউনিয়ন ও কমিউনিস্টবিরোধী নেতা লেস ওয়ালেস এর সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিতেরা (মরণোত্তর)।
প্রশ্ন
: চেরনোবিল দুর্ঘটনা কি?
উত্তর : চেরনোবিল কেন্দ্রে ইউরেনিয়াম জ্বালানি (235U92 এবং 238U92) থেকে বিভাজন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা হত। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিল কেন্দ্রে দুর্ঘটনা সংঘটিত হয়।
দুর্ঘটনার ঠিক আগে পারমাণবিক চুল্লীর নিরাপদ ব্যবস্থা ছিন্ন করে বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল। কিন্তু নিরাপদ ব্যবস্থার অনুপস্থিতির প্রথম সুযোগেই পারমাণবিক চুল্লী হঠাৎ বিস্ফোরিত হয়। পারমাণবিক চুল্লীর বিস্ফোরণে কেন্দ্রে কর্মরত বিপুল কর্মীবাহিনী, কারিগর ও বিজ্ঞানী এবং কেন্দ্র সন্নিহিত ৩০ কিমি ব্যাসার্ধ অঞ্চলের বসবাসকারী সাধারণ মানুষের উপর যে মারণ- ক্রিয়া সংঘটিত হয়েছিল সেই অবিস্মরণীয় দুর্ঘটনাই ‘চেরনোবিল দুর্ঘটনা' নামে পরিচিত ।
প্রশ্ন : Ambassador and High Commisioner -এর মধ্যে পার্থক্য কি? উত্তর : কমনওয়েলথ বহির্ভূত দেশগুলোর রাষ্ট্রদূতকে Ambassador এবং কমনওয়েলভুক্ত
স্বাধীন দেশের রাষ্ট্রদূতকে High Commissioner বলা হয়।
প্রশ্ন
: ডি. আমাতো কী? কেন করা হয়?
উত্তর : ডি. আমাতো ১৯৯৬ সালে মার্কিন কংগ্রেস কর্তৃক প্রণীত একটি আইন। এই আইন
দ্বারা যুক্তরাষ্ট্র, ইরান ও লিবিয়ার তেল ও গ্যাসক্ষেত্রে বিদেশী কোম্পানি কর্তৃক চার
কোটি ডলারের বেশি বিনিয়োগ নিষিদ্ধ করেছে।
: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূতের নাম কি?
উত্তর : শরদিন্দু শেখর চাকমা (ভুটানের রাজধানী থিম্পুতে)।
প্রশ্ন : P Law-480 কি ?
উত্তর : ১৯৫৪ সালে এ আইন পাস হয়। এ আইনের অধীনে যুক্তরাষ্ট্র কোন বিদেশী রাষ্ট্রকে
বিভিন্ন শর্তাধীনে খাদ্য সাহায্য দিয়ে থাকে।
প্রশ্ন : বাংলাদেশে ন্যায়পালের বিধান সংবিধানের কোন ধারায় আছে?
উত্তর : ৭৭ ধারা ।
প্রশ্ন : বাজেট কি ?
উত্তর : বাজেট (Budget) শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ বাগেট (Baugette) থেকে। এর মূল অর্থ-ব্যাগ বা থলে। আগের দিনে অর্থ দফতরের মন্ত্রী বা কর্মকর্তা বিবৃতি দেয়ার জন্য একটি ব্যাগ বা থলের মধ্যে সরকারি হিসাব-নিকাশের কাগজপত্র বহন করতেন। ঐতিহ্যসূত্রে এই পদ্ধতি এখনও বহাল রয়েছে। শুধু ব্যাগের বদলে জায়গা দখল করেছে ব্রিফকেস ।
প্রশ্ন
: তিন বিঘা করিডোর কি? কোথায় অবস্থিত ?
উত্তর : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিচ্ছিন্ন ছিটমহল দহগ্রাম থেকে মূল ভূখণ্ডে আসার পথটি তিনবিঘা করিডোর নামে পরিচিত। ১৯৯২ সালে ভারত সরকার বাংলাদেশের কাছে করিডোর হস্তান্তর করে। এটির দৈর্ঘ্য ১৭৮ মিটার, প্রস্থ ৮৫ মিটার।
প্রশ্ন
: বাংলাদেশে কয়টি গ্যাসক্ষেত্র আছে? সেগুলো কোথায় কোথায় অবস্থিত? উত্তর : বাংলাদেশে ২৩টি গ্যাসক্ষেত্র অবস্থিত। গ্যাসক্ষেত্রগুলো হল - ছাতক (সুনামগঞ্জ),
তিতাস (ব্রাহ্মণবাড়িয়া), রশিদপুর (সিলেট), কৈলাসটিলা (সিলেট), হবিগঞ্জ (হবিগঞ্জ), সেমুতাং (খাগড়াছড়ি), কুতুবদিয়া (কক্সবাজার), বেগমগঞ্জ (নোয়াখালী), বাখরাবাদ (কুমিল্লা), ব্রিয়ানীবাজার (সিলেট), ফেনী, কামতা (গাজীপুর), জালালাবাদ (সিলেট), ফেঞ্চুগঞ্জ (সিলেট), মেঘনা (নারায়ণগঞ্জ), শাহবাজপুর (ভোলা), সাংগু (চট্টগ্রাম), সালদা নদী (ব্রাহ্মণবাড়িয়া), বিবিয়ানা (মৌলভীবাজার) ও ভাঙ্গুরা গ্যাসক্ষেত্র (কুমিল্লা), সিলেট, নরসিংদী ও মৌলভীবাজার ।
প্রশ্ন
: কোন গ্যাসক্ষেত্র থেকে ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয়? উত্তর : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র হতে ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয়। তিতাস-
ঢাকা গ্যাস লাইনের দৈর্ঘ্য প্রায় ৯০ কি. মি. ।
প্রশ্ন : পানিবিদ্যুৎ প্রকল্প কি? কিভাবে পানি থেকে বিদ্যুৎ তৈরি হয়?
উত্তর : খরস্রোতা নদীর পানির স্রোতের গতিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়
প্রশ্ন
তাকে পানিবিদ্যুৎ বলে। বাংলাদেশের পানিবিদ্যুৎ প্রকল্প হল কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্প। রাঙামাটি জেলার কাপ্তাই নামুক স্থানে কর্ণফুলী নদীর ওপর বাঁধ দিয়ে প্রানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ১৯৬২ সালে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়। বর্তমানে এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
: সিএফসি (CFC) কি এবং কি ক্ষতি করে?
উত্তর : 'ক্লোরো ফ্লোরো কার্বন' কথাটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএফসি। ঊর্ধ্ববায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছলে সিএফসি ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন
যে, সিএফসি উত্তর গোলার্ধের ঊর্ধ্বাকাশের ওজোন স্তর ধ্বংস করে ফুটো করে দিয়েছে। ফলে মারাত্মক আলট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে পৌঁছলে মানুষের চর্ম ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগ দেখা দেয়ার আশঙ্কা আছে। রেফ্রিজারেশন যন্ত্র থেকে এ সিএফসি নির্গত হয়।
প্রশ্ন : ওহমের সূত্র বলুন?
উত্তর : তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা
পরিবাহকের দুই প্রান্তের বিভবান্তরের সমানুপাতিক ।
প্রশ্ন : পলিথিন কি?
উত্তর : ইথিলিনের দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একত্রে যুক্ত হয়ে যে
অপেক্ষাকৃত বড় অণু তৈরি করে তাকে পলিথিন বলে।
প্রশ্ন
: বাংলাদেশের উপর দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা চলে গেছে। এটি কি?
এর ভৌগোলিক গুরুত্ব কি?
উত্তর : বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি (ট্রপিক অব ক্যানসার) রেখা চলে গেছে। এর
ফলে বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত।
প্রশ্ন
: অলিম্পিক কি?
উত্তর : অলিম্পিক একটি বিশ্ব ক্রীড়াপ্রতিযোগিতা। এখানে বিশ্বের ছোট, বড়, উন্নত, অনুন্নত নির্বিশেষে সকল দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করে এবং তাদের সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে চেষ্টা করে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছতে। এ প্রতিযোগিতায় অ্যাথলেটিকস্, কুস্তি, ভারত্তোলন, শুটিং, সাঁতার, ফুটবল, হকি ইত্যাদি ক্রীড়া ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রিসের একটি প্রাচীন নগরী অলিম্পিয়া। এ নগরীতেই প্রথম বসেছিল এ প্রতিযোগিতার আসর। এ অলিম্পিয়া নাম থেকে এ প্রতিযোগিতার নাম হয় অলিম্পিক। ১৮৯৬ সাল থেকে আধুনিক অলিম্পিক শুরু হয়।
প্রশ্ন
: WHITE HOUSE ও WHITE HALL কি ও কোথায় অবস্থিত? উত্তর : White House হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন যা ওয়াশিংটন ডিসি তে অবস্থিত। White Hall পূর্বে ইংল্যান্ডের রানীর সরকারি বাসভবন ছিল। এটি লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবের নিকটে অবস্থিত।
প্রশ্ন : বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে কোন দেশ? উত্তর : ২০১০ সাল পর্যন্ত ব্রাজিল ও জার্মানি সর্বাধিক ৭ বার ফাইনাল খেলেছে।
প্রশ্ন
ব্রাজিল— '১৯৫০, ১৯৫৮, ১৯৬২,১৯৭০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে। এর মধ্যে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিজয়ী হয়েছে।
জার্মানি—১৯৫৪, ১৯৬৬, ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ২০০২ সালে। এর মধ্যে ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালে বিজয়ী হয়েছে।
: বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচ কে খেলেছেন?
উত্তর : জার্মানির লোথার ম্যাথাউস। সর্বাধিক, ২৫টি ম্যাচ খেলেছেন।
প্রশ্ন : দেশে প্রথম বেসরকারি খাতে নির্মিত বার্জ মাউন্টেড প্লান্ট কোথায় অবস্থিত? উত্তর : খুলনা'র গোয়ালপাড়ায় ভৈরব নদীর তীরে অবস্থিত ১১০ মেগাওয়াট বার্জ মাউন্টেড প্লান্ট।
প্রশ্ন : কালো টাকা কি?
উত্তর : অর্থনীতির সংজ্ঞায় অবৈধ আয়ের যে অংশ নগদ টাকায় ধরে রাখা হয় তাকেই কালো টাকা বলে । যেমন—ঘুষ, দুর্নীতি, চোরাচালান প্রভৃতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থ ।
প্রশ্ন
: ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী মুভমেন্ট 'হামাস'-এর সদর দপ্তর কোথায়
অবস্থিত? হামাসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নাবলুস শহরে। প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন । ১১ মার্চ ২০০৪ ইসরাইলী
সেনাবাহিনী তাকে হত্যা করে।
প্রশ্ন * বাংলাদেশে কাগজ উৎপাদনের জন্য কি কি কাঁচামাল পাওয়া যায়?
উত্তর : বাঁশ, সুন্দরবনের গেওয়া কাঠ, আখের ছোবড়া, পাটকাঠি, নল খাগড়া ইত্যাদি
বাংলাদেশের কাগজ উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে পাওয়া যায়।
: ই-কমার্স কি?
উত্তর : Electronic Commerce-কে সংক্ষেপে E-commerce বলে। ই-কমার্সের মাধ্যমে
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য করা যায়।
প্রশ্ন
: ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত? এটি কেন বিখ্যাত?
উত্তর : ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে এ চ্যানেল। এ চ্যানেলের দৈর্ঘ্য ৫৬০ কিলোমিটার। এ চ্যানেলের নিচ দিয়ে বর্তমানে একটি টানেল নির্মাণ করা হয়েছে যার দৈর্ঘ্য ৫০ কি. মি. (৩১ মাইল)। ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরকে যুক্ত করেছে।
প্রশ্ন : ইন্টারনেটে সংযুক্ত বাংলা ভাষার সর্বপ্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ গ্রন্থ কোনটি? উত্তর : কবি সমন সরকারের ‘তবু তুমি দাঁড়িয়ে আছো'।
প্রশ্ন
: 'লাভবাগ' কি?
উত্তর : 'লাভবাগ' একটি কম্পিউটার ভাইরাসের নাম। ২০০০ সালে ৪ মে 'লাভবাগ’ ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বের কম্পিউটারগুলোতে ছড়িয়ে পড়ে। লাভবাগ ভাইরাসটি
প্রশ্ন
'আই লাভ ইউ' ভাইরাস নামে পরিচিত। ফিলিপাইন থেকে এই ভাইরাসটির জন্ম। : মার্কিন ৫০ সেন্ট = কত ডলার?
উত্তর : হাফ () ডলার ।
প্রশ্ন : স্পেনে মুসলমানরা কত বছর শাসন করেছে?
উত্তর : ৭০০ বছর।
প্রশ্ন : ইরাকের নতুন মুদ্রার নাম কি?
উত্তর : ডলার। ব্রিটেন ও রাশিয়া থেকে ছাপানো ডলার আগের মুদ্রার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বনাঞ্চল কোনটি, এ সম্পর্কে বলুন?
উত্তর : আমাজান রেইন ফরেস্টই বিশ্বের বৃহত্তম বনাঞ্চল। এতে রয়েছে বিশ্বের ৩০ ভাগ প্রাণী
ও উদ্ভিদের বসতি।
প্রশ্ন
: কবে এটিএম শামসুল হক জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের কাছে তাঁর চূড়ান্ত
রিপোর্ট জমা দিয়েছিল, এ কমিশন কতটি সুপারিশমালা সরকারকে দিয়েছে? উত্তর : ২৩ জুলাই, ২০০০ সালে। এ কমিশন ১৩৭টি সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের সুপারিশ
করে। এর ৩০টি অন্তর্বর্তীকালীন, ৭০টি স্বল্পমেয়াদী, ৩৭টি দীর্ঘমেয়াদী সুপারিশ । : প্রথম ইন্তিফাদা কিভাবে শুরু হয় ফিলিস্তিনে?
প্রশ্ন
উত্তর : ১৯৮৭ সালে একজন ইসরাইলি ট্রাকড্রাইভার ইসরাইলে ৪ জন গাজাবাসীকে ট্রাকচাপা দিয়ে হত্যা করার প্রতিবাদে গোটা ফিলিস্তিনি জাতি প্রতিবাদে ফেটে পড়ে। তখনই শুরু হয় ইন্তিফাদা আন্দোলন। উল্লেখ্য, ইন্তিফাদা অর্থ গণঅভ্যুত্থান আন্দোলন। এ আন্দোলন শুরু করে ইসলামী হামাস আন্দোলন।
প্রশ্ন : Culcatta কবে থেকে Kolkata নামে পরিচিত হওয়া শুরু করে?
উত্তর : ২০ জুলাই, ১৯৯৯-এ পশ্চিমবঙ্গ বিধানসভা সর্বসম্মতিক্রমে ক্যালকাটার নাম কলকাতা
রাখার সিদ্ধান্ত নেয় । পরে কেন্দ্রীয় সরকারও তা অনুমোদন করে।
প্রশ্ন : সুনামী কি কারণে ঘটে? এটি ঘটলে কি হয় ?
উত্তর : এটি সমুদ্রের তলদেশে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণে ঘটে। এটি ঘটলে সামুদ্রিক
জলোচ্ছ্বাস হয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রশ্ন : এল নিনো ও লা নিনা শব্দের অর্থ কি?
উত্তর : এল নিনো অর্থ ছোট খোকা (খরার প্রতিশব্দ), লা নিনা অর্থ ছোট খুকি (বন্যার প্রতিশব্দ)। প্রশ্ন : আল আকসা মার্টারস ব্রিগেড কি?
উত্তর : এটি ফিলিস্তিনের অন্যতম আলোচিত জঙ্গী গ্রুপের নাম। এর প্রধান হলেন মনির মেকদাহ (৪৩)। এর সদর দপ্তর লেবাননে। ১৯৯৭-এ মেকদাহ এটি গঠন করেন। ফাতাহ'র দলছুট সদস্যরা এ গ্রুপে যোগ দিয়েছে। ২০০০ এ আল আকসা ইন্তিফাদা আরম্ভ হলে সংগঠনটি আলোচনার শীর্ষে আসে।
প্রশ্ন
: মাস্টার্ডস গ্যাস কি?
উত্তর : এটি একটি ক্ষতিকর জীবাণু অস্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়। এটি DNA'র সঙ্গে বিক্রিয়া করে কোষের মৃত্যু ঘটায়। ইরান-ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেন এটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করেন। এর বৈশিষ্ট্য হল এটি দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে। এর প্রভাবে চামড়ার ফোসকা, চোখে ক্ষত সৃষ্টি, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, কাশি, অবসাদগ্রস্ততা ইত্যাদি দেখা দেয় । তাছাড়া কাটা ঠোঁটওয়ালা শিশুর জখম বেশি হওয়া ও অন্যান্য ত্রুটি মাস্টার্ডস এজেন্টের কারণেই ঘটে।
প্রশ্ন
: আনসার কি?
উত্তর : এটি আরবি শব্দ, অর্থ স্বেচ্ছাসেবক। হযরত মুহাম্মদ (স) মক্কা থেকে মদিনায় হিজরত করলে যেসব ব্যক্তি তাকে ও তার সহযোগীদের অভ্যর্থনা জানান এবং সার্বিক সহায়তা করেন তাঁরাই ইতিহাসে আনসার নামে খ্যাত।
প্রশ্ন
: BPATC সম্পর্কে জানতে চাই?
উত্তর : BPATC-এর পূর্ণরূপ Bangladesh Public Adminstration Training Centre. এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ১৯৮৪ সালের ২৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশবলে সাবেক অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট_অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (নিপা), সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমী (কোটা) এবং স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (এসটিআই) এ চারটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে একীভূত করে এটি প্রতিষ্ঠা করা হয় । ঢাকার অদূরে সাভারে এর অবস্থান। এর প্রধান হলেন রেক্টর, যিনি একজন সচিব পদমর্যাদার সমতুল্য। এখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরকে জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাধারণ ও মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দান করা হয় । : PABX ও NWD কি?
প্রশ্ন
উত্তর : PABX— Private Automatic Branch Exchange.
প্রশ্ন
NWD — Nation Wide Dialing.
: কাশ্মীরের শীত ও গ্রীষ্মকালীন রাজধানীর নাম কি কি? উত্তর : শীতকালীন-জম্মু এবং গ্রীষ্মকালীন -শ্রীনগর।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ