ময়মনসিংহ গীতিকার অন্তর্গত গীতিকাগুলির নাম বলুন?

ময়মনসিংহ গীতিকার অন্তর্গত গীতিকাগুলির নাম বলুন?
প্রশ্ন উত্তর : (ক) মহুয়া
(গ) চন্দ্ৰাৰতী
(গ) মনুয়া
() কমলা
(চ) দস্যু কেনারামের পালা
83
প্রশ্ন
(ঙ) দেওয়ান ভাবনা (ছ) রূপবর্তী
(ঝ) কাজল রেখা
(জ) কওক গুলীলা
(ঞ) দেওয়ানা মদিনা
: বুর্জোয়া (Bouryeoisie) দ্বারা কি বুঝায়?
উত্তর : মধ্যবিত্ত সম্প্রদায়কে বুর্জোয়া বুঝানো হয়। সামন্ত যুগের শেষের দিকে যখন শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটতে থাকে, তখন সমাজে শিল্পপতি ও ব্যবসায়ীদের এক নতুন গোষ্ঠী গড়ে উঠতে থাকে। এরা ভূমিদাসদের মত নিঃস্ব ছিল না। এরাও ছিল বিত্তশালী, কিন্তু সামন্ত প্রভুদের বিশাল বিত্তের তুলনায় এদের বিত্ত ছিল অনেক কম। তাই এদেরকে বলা হত মধ্যবিত্ত বা বুর্জোয়া।
প্রশ্ন
: মহাকর্ষ ও অভিকর্ষ বলতে কি বুঝায় ?
দের বির
উত্তর : মহাকর্ষ : এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর যে কোন দু'টি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। যেমন- লোহা ও চুম্বকের আকর্ষণ বল ।
প্রশ্ন
অভিকর্ষ : এই মহাবিশ্বে পৃথিবীর সাথে অন্য যে কোন বস্তুর আকর্ষণই হল অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। অর্থাৎ, কোন বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে। যেমন- পৃথিবী ও চন্দ্রের আকর্ষণ।
: CIRDAP- এর পূর্ণ অভিব্যক্তি কি?
উত্তর : Centre on Integrated Rural Development for Asia and the Pacific. প্রশ্ন পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের সাল উল্লেখ করুন?
উত্তর : ১৫২৬ এবং ১৫৫৬ সাল। ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে তুর্কী বীর সম্রাট বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করেন। ১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবর সম্রাট আদিল শাহ শূরের সেনাপতি হিমুকে পরাজিত করেন।
প্রশ্ন : প্রথম ছয়জন মোগল সম্রাটের নাম বলুন?
উত্তর : সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান ও
সম্রাট আওরঙ্গজেব ।
প্রশ্ন : ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের একজন নেত্রীর নাম বলুন?
উত্তর : ঝাঁসীর রাণী লক্ষ্মীবাঈ।
প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে। অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
তিনি ছিলেন প্রতিষ্ঠাতা মহাসচিব।
প্রশ্ন : ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উত্তর : ১৬১০ সালে। সুবাদার ইসলাম খান রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী
স্থানান্তরিত করেন। তিনি ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর ।
প্রশ্ন
: নো ম্যানস্ ল্যান্ড বলতে কি বুঝায়?
উত্তর : শাব্দিক অর্থে যে পতিত অঞ্চলের উপর কারো ন্যায্য দাবি নেই। অথবা যে স্থানের অধিকার সম্বন্ধে বিবাদ আছে অথবা যুদ্ধে বিরোধী দুই দলের মধ্যবর্তী স্থানকে নো
ম্যানস ল্যান্ড বলে। কিন্তু ব্যবহারিক দিক দিয়ে পাশাপাশি দুই রাষ্ট্রের সীমানা নির্ধারিত অংশই হল নো ম্যানস ল্যান্ড।
প্রশ্ন : ছিটমহল কি?
উত্তর : ছিটমহল হল কোন একটি রাষ্ট্রের এমন একটি এলাকা, যে এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। ছিটমহলের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের মূল ভূখণ্ডের যোগাযোগ ও যাতায়াত সংশ্লিষ্ট ভিন্ন রাষ্ট্রটির মধ্য দিয়ে ছাড়া সম্ভব নয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা। উল্লেখ্য, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে।
প্রশ্ন
: What are the causes of road accident?
উত্তর : There are mainly four causes to be responsible for road accidents.
The causes are:
প্রশ্ন
1 Human behaviour, which is responsible for 85% to 95% of accidents, example excessive speeding, overloading, dangerous overtaking, reckless driving etc.
Fault vehicles, which is responsible for not more than 6.5% example, defective vehicles, break failure, slow moving non motorised vehicles like rickshaw by-cycles.
Road way which is responsible for not more than 2.5%, example bad road conditions – lack of proper design, pot holes, speed breaker, lack of sign signal.
4 Environment which is responsible for not more than 1%, example shopping practice on the road side, location of growth centre, emproper plantation road user, atmospheric condition like rainfall, dust smoke, cattle on the road side etc.
: জিও পলিটিক্স (Geo-Politics) কি?
উত্তর : জিও পলিটিক্স হচ্ছে ভূখণ্ডনির্ভর রাজনীতি। একটি দেশের রাজনীতি, অর্থনীতি,
পররাষ্ট্রনীতি ও বিশ্বে তার অবস্থান অনেকাংশে জিও পলিটিক্সের উপর নির্ভর করে। প্রশ্ন : উইকিলিকস কি? এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : উইকিলিকস হলো ওয়েবসাইটভিত্তিক সংবাদ মাধ্যম। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় । এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১০ সালে উইকিলিকস বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে।
প্রশ্ন
: ডরচে ভেলে কি?
উত্তর : ডরচে ভেলে জার্মানভিত্তিক রেডিও সংবাদ মাধ্যম। এটি ২০১০ সালে বাংলাদেশে
প্রশ্ন
কার্যক্রম শুরু করে ।
: নাপাম বোমা কি?
উত্তর : জেলি জাতীয় এক ধরনের রাসায়নিক বিস্ফোরক ও কয়েকটি জৈব এসিডের মিশ্রণ হল
প্রশ্ন
নাপাম। এটি প্রথম টোকিওতে ব্যবহার করা হয় ।
: ঘড়িতে জুয়েল ব্যবহার করা হয় কেন ?
উত্তর : ঘুড়ির সূক্ষ্ম ও ক্ষুদ্র যন্ত্রগুলোকে আঘাত বা অন্য কোন ক্ষতির হাত থেকে রক্ষা করার
জন্যই ঘড়িতে জুয়েল ব্যবহার করা হয়।
প্রশ্ন
www. BPSC. Govt. bdi
: জীবাশ্ম কি?
উত্তর : ভূআন্দোলন, ভূমিকম্পন, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণবশত, জীবদেহ অক্ষত অবস্থায় পৃথিবীর অভ্যন্তরভাগে চাপা পড়ে যায় এবং যুগ যুগ ঐ অবস্থায় লুকায়িত থাকে, একেই জীবাশ্ম বা ফসিল বলে। জীবাশ্মের সাহায্যে প্রাগৈতিহাসিক যুগের পরিবেশ, বয়স, জলবায়ু প্রভৃতি রহস্য উৎঘাটন করা যায়।
প্রশ্ন : সম্রাট অশোক কোন যুগের শাসক ছিলেন?
উত্তর : সম্রাট অশোক মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন। ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। অশোকের রাজত্বকাল ছিল প্রায় ৪০ বছর। খ্রিস্টপূর্ব ২৩২ অঙ্গে তিনি মারা যান।
প্রশ্ন
: নীল বিদ্রোহ কি?
উত্তর : ১৭৮৮ সালের দিকে ইংরেজরা উপমহাদেশে নীল চাষ শুরু করে। নিজেদের ব্যবসায়িক স্বার্থে ইংরেজ নীলকররা পাইক-বরকন্দাজদের দিয়ে জোর করে নীল চাষে বাধ্য করে, কিন্তু চাষীদের যথাযথ মূল্য দিত না। বছরের পর বছর বঙ্গদেশের চাষীরা এভাবে নীলকরদের নিপীড়ন সহ্য করে। এরপর ১৮৫৯-৬০ সালে তারা নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এটিই ইতিহাসে 'নীল বিদ্রোহ' নামে পরিচিত।
প্রশ্ন
: CIRDAP এর লক্ষ্য ও উদ্দেশ্য কি কি?
উত্তর : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের দারিদ্র্য বিমোচন, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সংহতি ও যোগাযোগ, জীবনের মানোন্নয়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে গ্রামীণ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে সমন্বিত পল্লী উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা।
প্রশ্ন
: ব্ল্যাক বক্স কি?
উত্তর : বিমানে সংযোজিত একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় তথ্য যন্ত্রবিশেষ। এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্যাদি রেকর্ড করে নিয়মিত বিরতিতে তা মুছে ফেলে পুনরায় পরবর্তী তথ্যাদি রেকর্ড করতে থাকে।
: শুক্রাণু ব্যাংক সম্পর্কে জানতে চাই?
প্রশ্ন উত্তর : অর্থ লেনদেন নয়, বংশবিস্তারের সাহায্য করার জন্যই শুক্রাণু ব্যাংকের জন্ম। যেসব পুরুষের রোগের কারণে প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, শুধু তারাই এ ব্যাংকে শুক্রাণু দান করতে পারবেন । রোগের প্রকোপ হ্রাস পেলে কিংবা সম্পূর্ণ নিরাময় হলে কেউ যদি বংশধর পেতে চায় তবে শুক্রাণু ব্যাংক তাদের সাহায্য করতে পারে। শুক্রাণুদাতা মারা গেলে তার শুক্রাণু বিনষ্ট করে ফেলা হয়।
প্রশ্ন
: পলিমার কী?
উত্তর : যে ক্ষুদ্র অণু পরস্পর জুড়ে একটি অতিকায় দানবীয় অণু গঠন করে সেটাই পলিমার। যেমন—ক্ষুদ্র ইথিলিন অণু থেকে পলিইথিলিন সৃষ্টি হয়, সংক্ষেপে একে পলিথিন বলা হয় । : 'বাঁশের কেল্লা' কি?
প্রশ্ন
উত্তর : ব্রিটিশদের বিরুদ্ধে মীর নিসার আলী ওরফে তিতুমীরের আন্দোলনের সুরক্ষিত দুর্গ। এটি
নারিকেলবাড়িয়ায় অবস্থিত। ১৮৩১ সালে তিতুমীরের বাঁশের কেল্লা ধ্বংসপ্রাপ্ত হয় ি : কনসার্ট ফর বাংলাদেশ কি?
প্রশ্ন
উত্তর : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে স্বাধীনতাকামীদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ারে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল কনসার্ট ফুর বাংলাদেশ। আয়োজক জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]