ফারাক্কা কোথায় অবস্থিত?
উত্তর : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর গ্রামে। বাংলাদেশের রাজশাহী সীমান্ত হতে
১৬.৫ কি. মি. উত্তরে গঙ্গা নদীর উপর নির্মিত বাঁধ। এর দৈর্ঘ্য ২, ২৪৫ মিটার।
প্রশ্ন : কম্পিউটার ভাইরাস কি?
উত্তর : এটি জীবাণু নয়। এরা হরু প্রোগ্রাম প্রস্তুতকারী কর্তৃক তৈরি এক প্রকার প্রোগ্রাম- যেগুলো কম্পিউটার সিস্টেমে জমা করে রাখা সফটওয়্যার এবং উপাত্তকে ধ্বংস করে দেয় । এর ফলে কম্পিউটার যথাযথভাবে কাজ করতে ব্যর্থ হয়।
প্রশ্ন
: অপটিক্যাল ফাইবার কি?
উত্তর : অপটিক্যাল ফাইবার বা আলোকতত্ত্ব যোগাযোগ ব্যবস্থার এক নতুন ধরনের তার। এটি কাচের তৈরি। আলো চলাচলের জন্য যে কাচের তার ব্যবহার করা হয় তা চুলের ন্যায় সরু। এর নামই অপটিক্যাল ফাইবার।
প্রশ্ন
: BIISS কি?
উত্তর : এর পূর্ণ অভিব্যক্তি হল Bangladesh Institute of International and
Strategic Studies. এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণা সংস্থা।
প্রশ্ন
: বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝায়?
উত্তর : বিচার বিভাগের স্বাধীনতা বলতে মূলত আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে বিচার বিভাগের স্বাধীনভাবে রায় দেওয়ার ক্ষমতাকে বুঝায় । বিচার বিভাগের স্বাধীনতা বলতে আরো বুঝায় -
প্রশ্ন
১. মামলা নিষ্পত্তির একমাত্র অধিকারী হচ্ছে বিচার বিভাগ । অন্য কোন সংস্থা বা শাসন বিভাগের বিচার করার অধিকার থাকবে না ।
২. বিচারকদের চাকরির নিশ্চয়তা, বিনা অপরাধে চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগে বিচারপতিদের অপসারণ করলে বিচার ও বিচারপতিদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়-যা বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী ।
: বিশ্ব এজতেমা কি?
উত্তর : সারা বিশ্বের তবলীগ অনুরাগী মুসলমানরা প্রতিবছর বাংলাদেশের বার্ষিক মিলনসভা তথা মহাসম্মেলন হল বিশ্ব এজতেমা। এতে ৪০ লক্ষের মত মানুষ অংশ নেয়। সারা বিশ্বের প্রায় সব দেশ থেকেই তবলীগ অনুরাগীরা এ সম্মেলনে মিলিত হয়। ১৯৪৬ সালে এ সম্মেলন ঢাকার কাকরাইল মসজিদে শুরু হয়। পরে ১৯৬৭ সালে তা টঙ্গীতে স্থানান্তরিত হয় । ১৯৯১ এ ক্ষমতায় আসা BNP সরকার এজতেমা কর্তৃপক্ষকে টঙ্গীতে ১৬০ একর জমি স্থায়িভাবে দিয়ে দিয়েছে। হজ্বের পর এখানেই সর্বোচ্চ সংখ্যক মুসলিম একত্রিত হয় আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য ।
প্রশ্ন
: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কবে প্রতিষ্ঠিত হয়? এর উপকেন্দ্র কতটি? উত্তর : ১৯৫৮ সালে । উপকেন্দ্র ১০টি।
প্রশ্ন
: মার্কিন ডলারের ২৫ সেন্টের মুদ্রায় কার ছবি আছে?
উত্তর : জর্জ ওয়াশিংটন।
প্রশ্ন : স্থানীয় সময় কী?
উত্তর : সূর্যের অবস্থান অনুযায়ী যে সময় স্থির করা হয়, তাকে স্থানীয় সময় বলে। যেমন
সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে কিরণ দিলে সেই সময়কে মধ্যাহ্ন বলে। মধ্যাহ্ন হতে দিনের অন্যান্য সময় নির্দিষ্ট করা যায়।
প্রশ্ন
: বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করুন?
উত্তর : কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে চলে গেছে। তাই বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। কিন্তু সাগর সান্নিধ্য ও মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত
প্রশ্ন
ও গ্রীষ্মের তীব্রতা খুব বেশিমাত্রায় অনুভূত হয় না। বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ২৭ °সে. এবং গড় বৃষ্টিপাত প্রায় ২০৩ সেমি ।
: ম্যানগ্রোভ ফরেস্ট কাকে বলে?
উত্তর : লোনা পানি এবং কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মত এক ধরনের শ্বাসগ্রহণকারী শিকড়বিশিষ্ট উদ্ভিদ জন্মে। এ ধরনের উদ্ভিদকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। লোনা পানি
বা কাদাযুক্ত অঞ্চলে যে উদ্ভিদ জন্মে যে বনভূমি গড়ে ওঠে তাকে ম্যানগ্রোভ ফরেস্ট
বলে। যেমন : সুন্দরবন।
প্রশ্ন : জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন কবে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদিত
হয় এবং কতটি দেশ তা অনুমোদন করে?
উত্তর : নভেম্বর, ১৯৮৯ সালে কনভেনশনটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদনের পর তখনকার ১৯১টি সদস্যদেশ তা অনুমোদন করে। এ হিসেবে কনভেনশনটি ইতিহাসের সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদন পাওয়া সনদ।
প্রশ্ন
: উদ্ভিদ কি?
উত্তর : যে সকল জীব সাধারণত নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এবং চলাচলে
অক্ষম সেসকল জীবকে উদ্ভিদ বলে ।
প্রশ্ন
: কাস্পিয়ান পাইপ লাইন চুক্তির বিস্তৃতি কি?
উত্তর :. ১ হাজার ৪০ মাইল দীর্ঘ এই পাইপ লাইন আজারবাইজানের রাজধানী বাকু থেকে শুরু হয়ে জর্জিয়ার মধ্য দিয়ে তুরস্ক হয়ে ভূমধ্যসাগরের সিহান বন্দর পর্যন্ত আসৱে । ২০০১ সালে এই পাইপলাইনের কাজ শুরু হয় ২০০৪ সালে এই পাইলাইন দিয়ে তেল সরবরাহ করা হয় ।
প্রশ্ন
: স্টেট অব দ্য ইউনিয়ন কি?
উত্তর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক শেষ ভাষণকে ‘স্টেট অব দ্য ইউনিয়ন' বলা হয় । প্রশ্ন : সনেট কি?
উত্তর : ১৪ লাইনের কবিতা হলেও এটি একটিমাত্র ঘটনা, চিন্তা বা ভাবের উপর হতে হবে। এর দুটি অংশ অষ্টক ও ষটক । প্রথম আট লাইনকে অষ্টক এবং শেষ ছয়-লাইনকে ষষ্টক বলে । মাঝখানের ফাঁকা স্থানকে আবর্তন সন্ধি বলে।
প্রশ্ন : ইউরেনিয়াম কি?
উত্তর : এক প্রকার ভারি তেজস্ক্রিয় পদার্থ। ভূপৃষ্ঠের উপরিভাগে এ পদার্থের পরিমাণ শতকরা ০.০০৪ ভাগ। কঙ্গো ও কানাডার গ্রেটবিয়ার হ্রদ এলাকায় এটি আকরিক হিসেবে
প্রশ্ন
পাওয়া যায়। আকরিক থেকে শোধন করে ইউরেনিয়াম সংগ্রহ করা হয়।
: গ্রীন হাউস ইফেক্ট হতে অব্যাহতি লাভের উপায় কি কি?
উত্তর : ১. অধিকহারে বৃক্ষরোপণ ।
২. বৃক্ষ কর্তন রোধ করা, বন ধ্বংস বন্ধ করা।
৩. যানবাহনে ত্রুটিপূর্ণ ইঞ্জিন ব্যবহার বন্ধ করা।
৪. পরিকল্পিত উপায়ে শিল্প-কারখানা স্থাপন ।
৫. বাতাসে CO2 গ্যাসের পরিমাণ কমানোর বিশেষ উপায় ও প্রযুক্তি উদ্ভাবন করা।
: CD-ROM ও DVD-ROM কি?
উত্তর : CD-ROM Compact Disk Read Only Memory, ধারণ ক্ষমতা অনেক বেশি। DVD-ROM — Digital Video Disk-ROM-CD অপেক্ষা আধুনিক । CD'র শুধু একপাশে Data রাখা যায়। পক্ষান্তরে, DVD-র দুই পাশেই Data রাখা যায়।
প্রশ্ন : গ্রীন হাউস গ্যাস কি ?
উত্তর : যে সকল গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত তাপ আটকিয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত করে ঐ সকল
গ্যাসকে গ্রীন হাউস বলে।
প্রশ্ন : ওয়াটারগেট কেলেঙ্কারী কেন বিখ্যাত ?
উত্তর : আমেরিকার ডেমোক্র্যাটিক দলের প্রধান কার্যালয় ওয়াশিংটনের ওয়াটারগেট নামক হোটেল। ১৯৭২ সালের নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডেমোক্র্যাট দল কর্তৃক গৃহীত পরিকল্পনা জানার উদ্দেশ্য ঐ কার্যালয়ে আড়িপাতার ব্যবস্থা করেন। পরবর্তীকালে তা ফাঁস হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ১৯৭৪ সালে প্রেসিডেন্ট নিক্সন এ কেলেঙ্কারীর দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হন। এটাই বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারী নামে পরিচিত। : 'ইয়াল্টা সম্মেলন' কি? কখন হয়?
প্রশ্ন
উত্তর : ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে ২য় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মিত্রপক্ষের তিন প্রধান
রুজভেল্ট, ট্রম্যান ও চার্চিল ইউক্রেনের ‘ইয়াল্টা' নামক স্থানে মিলিত হয়ে জার্মানির আত্মসমর্পণ, যুদ্ধোত্তর ইউরোপের পুনর্গঠন, জাতিসংঘ প্রতিষ্ঠা প্রভৃতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন । ইয়াল্টার এই সম্মেলনকেই বলা হয় ‘ইয়াল্টা কনফারেন্স'। এ সম্মেলনে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রকে ভেটো প্রদান কক্ষমতা নিশ্চিত করা হয়। : '০৫৫-বিগেড' কি?
প্রশ্ন
উত্তর : ওসামা বিন লাদেন আফগানিস্তানে একটি নিজস্ব জঙ্গীবাহিনী গড়ে তুলেছেন। এই
জঙ্গীবাহিনীর নাম ‘০৫৫-ব্রিগেড'।
প্রশ্ন : বর্তমান বিশ্বে কম্যুনিস্ট শাসিত দেশগুলো কি কি? সেগুলো কোন কোন মহাদেশে অবস্থিত? উত্তর : বর্তমান বিশ্বে কম্যুনিস্ট শাসিত রাষ্ট্রগুলো হল : ১. চীন, ২ উত্তর কোরিয়া-এশিয়া,
প্রশ্ন
৩. কিউবা-দক্ষিণ আমেরিকা।
: পঞ্চম বাহিনী কাদের বলা হয়?
উত্তর : স্পেনের গৃহযুদ্ধের জেনারেল ফ্রাঙ্কো রিপাবলিকানদের চার কলামে আক্রমণ করেন। বিপক্ষ দলের পিছনে যে দলটি ছিল তাকে পঞ্চম বাহিনী বলা হত। এরা রিপাবলিকানদের সাথে মিশে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাত। বর্তমানে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে তাদের পঞ্চম বাহিনী নামে অভিহিত করা হয়।
প্রশ্ন
: ওজোন স্তর কি? এটি কি কাজে লাগে?
উত্তর : বায়ুমণ্ডলের চতুর্থ স্তরকে ওজোন স্তর বলে। এ স্তর ভূপৃষ্ঠের ৬৫ মাইল উপরে অবস্থিত। এ স্তরের কাজ হচ্ছে সূর্য থেকে আগত সকল অতিবেগুনী রশ্মি শোষণ করা এবং পৃথিবী থেকে উত্থিত সকল শব্দকে প্রতিফলিত করা।
প্রশ্ন
: হ্যালির ধূমকেতু কি? এটি পুনরায় কবে দেখা যাবে?
উত্তর : ১৬৮২ সালে ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতুটি আবিষ্কার করেন সেটি হ্যালির ধূমকেতু হিসেবে পরিচিত। তার নামানুসারে এর নাম রাখা হয়। এ পর্যন্ত আবিষ্কৃত ধূমকেতুর মধ্যে হ্যালির ধূমকেতু সবচেয়ে বড়। প্রতি ৭৫/৭৬ বছরে
একবার এটির দেখা পাওয়া যায়। ১৯১০ সালে এবং ১৯৮৬ সালে এটিকে পৃথিবীর আকাশে দেখা যায়। ২০৬২ সালে এটিকে পুনরায় দেখা যেতে পারে।
প্রশ্ন : আলোকবর্ষ কি?
উত্তর : জ্যোতিষশাস্ত্রীর দূরত্বের পরিমাপ। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বা ৩ x ১০৮ কিলোমিটার। এই গতিতে আলো ১ বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। এটি ৬ × ১০১২ মাইল বা ১৫ x ১০৯২ কিলোমিটারের সমান। প্রশ্ন : এ পর্যন্ত যে ৩ জন মার্কিন প্রেসিডেন্ট ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছে তাদের নাম
জানতে চাই?
উত্তর : ১৮৬৮ সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু হার্ডসন, ১৯৬৭ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সর্বশেষ ১৯৯৯ সালে প্রেসিডেন্ট বিল জেফারসন ক্লিনটন। উল্লেখ্য, এদের কেউই শেষ পর্যন্ত ইমপিচড় হন নি।
প্রশ্ন
: মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকালে কয়টি অঙ্গরাজ্য ছিল?
উত্তর : ১৩টি। যথা : ডেলাওয়্যার, পেনসিলভ্যানিয়া, নিউজার্সি, জর্জিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, সাউথ ক্যারোলিনা, নিউ হ্যাম্পাশায়ার, নিউইয়র্ক, নর্থ ক্যারোলিনা ও রোড আইল্যান্ড ।
প্রশ্ন
: বর্তমানে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
উত্তর : ৫০টি। এছাড়াও একটা স্বতন্ত্র জেলা আছে। নাম ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, রাজধানী
ওয়াশিংটন ডিসি ।
প্রশ্ন
: কম্পিউটার ভ্যাকসিন কি?
উত্তর : Computer Vaccine এক ধরনের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে, তা দূরীভূত করে এবং কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে।
প্রশ্ন
: জাতিসংঘ শান্তিরক্ষী মরণোত্তর পদক কার নামে প্রবর্তন করা হয়? উত্তর : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জাতিসংঘ মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ডের নামে। প্রশ্ন : পাপারাৎসি কি?
!
উত্তর : পাপারাৎসি হচ্ছে এক ধরনের ফটোসাংবাদিক। পাপারাৎসি শব্দটির অর্থ হচ্ছে নর্দমার কীট। শব্দটি এসেছে ইতালিয়ান শব্দ থেকে। বস্তুত ছায়াছবি La Dolecvita তে এমন একটি চরিত্রের সৃষ্টি করা হয় যে লুকিয়ে বিখ্যাত ব্যক্তিদের ছবি তুলে পত্রিকায় ছাপাত । এ চরিত্রটিকে পরিচালক প্রথমে ‘পাপারাৎসি' নামে অভিহিত করেন এবং এটি বর্তমানে বিশ্বে স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য যে, এই পাপারাৎসির কবল থেকে মুক্ত হতে দ্রুত গাড়ি চালাতে গিয়ে প্রিন্সেস ডায়ানা দুর্ঘটনায় নিহত হন । আর তখন থেকেই এ পাপারাৎসি শব্দটি ব্যাপক পরিচিতি লাভ করে ।
প্রশ্ন
: PENTAGON শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Pentagon কোন Abbreviation নয়। এটি মূলত একটি ইংরেজি শব্দ, যার অর্থ পঞ্চভুজ বা পঞ্চকোণ। Pentagon মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আরলিংটনে আমেরিকার সশস্ত্রবাহিনীর সদর দপ্তর। এই বিল্ডিংটি পঞ্চকোণে নির্মিত বলে এরূপ
নামকরণ করা হয়।
প্রশ্ন : ফেরেল-এর সূত্র কি?
উত্তর : বৈজ্ঞানিক ফেরেল লক্ষ্য করে দেখেছিলেন যে, ভূপৃষ্ঠের নিয়ত বায়ুগুলো উত্তর গোলার্ধে
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ