সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে কত সাল থেকে নারী দিবস পালিত হচ্ছে?

সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে কত সাল থেকে নারী দিবস পালিত হচ্ছে?
উত্তর : ১৯৭২ সালে জাতিসংঘ সাধারণ সভায় নারী অধিকারের প্রতি স্বীকৃতি প্রদান করা হয়। সর্বপ্রথম ১৯৮৪ সালের ৮ মার্চ আন্তর্জাতিক 'বিশ্ব নারী দিবস' পালিত হয়। প্রশ্ন : OIC'র অঙ্গ সংস্থা ক'টি ও কি কি?
উত্তর : ওআইসি-র অঙ্গ সংস্থা ১১টি। এগুলো হল - ১. রাষ্ট্র বা সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন, ২. পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, ৩. ইসলামী সচিবালয় এবং ৪. আন্তর্জাতিক ইসলামী বিচারালয়, ৫. স্ট্যান্ডিং কমিটি, ৬. নির্বাহী কমিটি, ৭. মানবাধিকার বিষয়ক স্বাধীন স্থায়ী কমিশন, ৮. স্থায়ী প্রতিনিধি কমিটি, ৯. বিশেষায়িত ইনস্টিটিউট, ১০. সাবসিডিয়ারি অর্গান, ১১. অনুমোদিত ইনস্টিটিউট । শীর্ষ সম্মেলন ওআইসি-র সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা।
প্রশ্ন
: জাপানকে উদীয়মান 'সূর্যের দেশ' বলা হয় কেন?
উত্তর : জাপান এশিয়ার পূর্বপ্রান্তে অবস্থিত। আর পূর্ব গোলার্ধের একেবারে পূর্ব সীমান্তে অবস্থিত। কোন দেশ যত পূর্বে অবস্থিত হয় সেখানে অন্যান্য স্থানের তুলনায় সূর্যোদয় আগে হয়। পূর্ব গোলার্ধের পূর্ব সীমান্তে জাপান অবস্থান করার জন্য সেখানকার আকাশে সবার আগে সূর্যোদয় হতে দেখা যায়। তাই সে দেশকে নিপ্পন অর্থাৎ উদিত সূর্যের দেশ বলা হয় ।
প্রশ্ন : AM এবং PM কি?
উত্তর : AM কথাটির পূর্ণ অর্থ Ante Meridiem । কোন মধ্যরেখায় অবস্থিত যত স্থান আছে তাদের মধ্যরাত্রির পর থেকে শুরু করে পর দিন মধ্যাহ্ন পর্যন্ত সময় AM নামে পরিচিত। আর PM-এর অর্থ Post Meridiem . Post শব্দটি After অর্থাৎ পরে। মধ্যাহ্নের পর থেকে শুরু করে মাঝরাত্রি পর্যন্ত ওই মধ্যরেখাতে যে যে স্থান অবস্থান করে ওই স্থানের সময় PM বা Post Meridiem নামে অভিহিত ।
: 'পৃথিবীর রুটির ঝুড়ি' কাকে বলে?
প্রশ্ন উত্তর : উত্তর আমেরিকার, কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি গম উৎপাদন করা হয়। গম উৎপাদনে যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে তৃতীয়। এখানে যন্ত্রপাতির সাহায্যে উন্নত সার ও কীটনাশক দ্রব্য ব্যবহার করে চাষ হয় বলে প্রতি হেক্টরে প্রায় দু'হাজার দুইশ পাঁচ কেজি গম উৎপাদন করা সম্ভব হয়। এখানকার লোহিত নদী উপত্যকায় এতবেশি গম উৎপাদন করা হয় যে, একে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়ে থাকে । : D-Day কি? কোন তারিখে হয়?
প্রশ্ন উত্তর : D-Day -এর পূর্ণাঙ্গ রূপ হল Dwan Day বা Delivered Day. ১৯৪৪ সালের ৬ জুন জেনারেল আইসেন হাওয়ারের নেতৃত্বে মিত্রপক্ষে এক বিশাল সৈন্যবাহিনী ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৮০০০ সৈন্য এখানে সমবেত হয় এবং এখান থেকেই যুদ্ধের রোমাঞ্চকর অধ্যায় শুরু হয়। তাই এই দিনটিকে বলা হয় D-Day |
প্রশ্ন
: Red Army কাকে বলা হয়?
উত্তর : ২য় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার এক বিশেষ সেনাবাহিনী মিত্রবাহিনীর অনুকূলে যুদ্ধ করে জার্মানিকে মারাত্মকভাবে পর্যুদস্ত করে। রাশিয়ার এই শক্তিধর বাহিনীকে বলা হয় Red Army বা লাল বাহিনী।
প্রশ্ন : বাংলাদেশ টেলিযোগাযোগ আইন কবে পাস হয় সংসদে ?
উত্তর : ২০০১ সালে।
প্রশ্ন : What's the elaboration of LGEB And LGED?
Ans: Local Government Engineering Bureau And Local Government
Engineering Department.
প্রশ্ন : মোটরযান অধ্যাদেশ কবে পাস হয়?
উত্তর : ১৯৮৩ সালে।
প্রশ্ন : BTTB -এর বর্তমান নাম কি?
উত্তর : BTCL - Bangladesh Telecommunication Company Limited, প্রশ্ন : কবে থেকে দেশে কার্ডফোন ব্যবস্থা চালু হয়?
উত্তর : ১৯৯২ সাল থেকে।
প্রশ্ন
: OTD, NWD -এর অভিব্যক্তি কি?
উত্তর : OTD-Oparator Trank Dialing.
প্রশ্ন
NWD-Nation Wide Dialing.
: ১৯৯৬-এ কোন তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল সেলুলার মোবাইল চালু
করার জন্য লাইসেন্স দেয়া হয়?
উত্তর : গ্রামীণ ফোন, টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেবা টেলিকম
প্রাইভেট লিমিটেড। বর্তমানে সেবা টেলিকমের পরিবর্তিত নাম বাংলা লিংক।
প্রশ্ন
: পাহাড়পুর বৌদ্ধবিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : দ্বিতীয় পালরাজা শ্রী ধর্মপাল দেব পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন । এই বিহারের প্রকৃত নাম সোমপুর বিহার । ১৯৩৩-৩৪ সালে সরকারিভাবে পাহাড়পুর বিহারের খনন কাজ শুরু হয় । এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত ।
প্রশ্ন
রাষ্ট্রপতি কি চাইলে কাউকে তার অপরাধের শাস্তি হ্রাস বা শাস্তি থেকে মুক্তি দিতে পারবেন?
উত্তর : রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদ মতে, কতিপয় অপরাধের শাস্তি পূর্ণ মওকুফ বা হ্রাস করতে পারেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির ৪০১, ৩৩৭-৩৩৯ ধারায় এ ক্ষমা
সম্পর্কে বলা হয়েছে।
: কি কি উদ্দেশ্যে NATO গঠন করা হয়?
প্রশ্ন উত্তর : দ্বিত্বীয় বিশ্বযুদ্ধোত্তর পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ ‘ব্রাসেলস চুক্তি সংস্থা' গঠন করে। পরবর্তীতে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের যৌথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং কম্যুনিজমের হুমকি রোধ করার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও পূর্বোক্ত দেশসমূহ একত্রিত হয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল NATO গঠন করে। এর বর্তমান সদস্যসংখ্যা ২৮। সর্বশেষ সদস্য আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ।
প্রশ্ন
: ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কোন দেশসমূহ কমনওয়েলথ-এ যোগ দেয় নি? উত্তর : যুক্তরাষ্ট্র, মিসর, ইরাক, মায়ানমার, জর্দান, প্যালেস্টাইন, সুদান, এডেন এবং
প্রশ্ন
ক্যামেরুন ।
: পুলিৎজার কে? কোন কোন বিষয়ে পুলিৎজার পুরস্কার দেয়া হয়? উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে তাঁর রেখে যাওয়া অর্থ
থেকে প্রতিবছর সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য পুলিত্জার
পুরস্কার প্রদান করা হয়। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার প্রবর্তিত হয়।
: ইন্টারনেট ওয়েবসাইটে ব্যবহৃত www এবং http-এর পূর্ণরূপ কি? উত্তর : www-এর পূর্ণরূপ : world wide web, এবং http-এর পূর্ণরূপ : hyper text
transfer protocol.
প্রশ্ন : ঐতিহাসিক স্থান হরপ্পা কোথায় অবস্থিত?
উত্তর : পাকিস্তানের মুলতান বিভাগের মন্টোগোমারী জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত। এখানে প্রায় ৫,০০০ বছরের পূর্বেকার আর্য সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে।
প্রশ্ন
: উপমহাদেশে কোন শিল্পীর প্রথম বাংলা ডিভিডি (ডিজিটাল ভিডিও ডিস্ক) প্রকাশিত হয়? উত্তর : শুভ্র দেব। ১৯ মার্চ, ২০০০এ যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের একটি হোটেলে প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে শুভ্র দেবের এ ডিভিডি প্রকাশ করে দেশের প্রথম অডিও ক্যাসেট প্রকাশনা প্রতিষ্ঠান ডিসকো রেকর্ডিং। এ ডিভিডিতে শুভ্র দেবের ৯০ মিনিটের মিউজিক ভিডিও ও সাক্ষাৎকার রয়েছে।
প্রশ্ন
: হিউয়েন সাং কে ছিলেন?
উত্তর : হিউয়েন সাং চীন দেশীয় পরিব্রাজক ছিলেন । তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ৬৩০-৬৪৪
খ্রিস্টাব্দ সময়ে ভারত সফর করেন।
প্রশ্ন
কম্পিউটার বিবর্তনের ইতিহাস কতটি?
উত্তর : কম্পিউটার বিবর্তনের ইতিহাস (ক্ব) এ্যানিয়াক (৪০ দশক) (খ) এ্যাডভাক (৫০
দশক) (গ) ইউনিভাক (৫০ দশক) (X) ল্যাপটপ (১) পামটপ ।
প্রশ্ন : কোন বিদেশী রাষ্ট্রের নিকট হতে কোন উপাধি, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণের ব্যাপারে রাষ্ট্রপতির পূর্বানুমোদনের কথা কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
উত্তর : তৃতীয় ভাগে, ৩০ নং অনুচ্ছেদে।
প্রশ্ন : কি কি গ্যাস গ্রীন হাউস প্রতিক্রিয়া সৃষ্টি করে?
উত্তর : ১. কার্বন ডাই-অক্সাইড
80%
২. ক্লোরোফ্লোরোকার্বন
১৪.০০%
৩. মিথেন গ্যাস
১৮.০০%
৪. নাইট্রাস অক্সাইড
৬.০০%
৫. অন্যান্য
১৩.০০%
প্রশ্ন
: ষষ্ঠ সংশোধনী কবে এবং কেন আনা হয়?
উত্তর : ১৯৮১ সালের ১০ জুলাই ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আবদু সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি যে তারিখে প্রেসিডেন্ট পদে কার্যভার গ্রহণ করবেন, সে তারিখে
প্রশ্ন
তাঁর পদ শূন্য হয়েছে বলে গণ্য হবে। এ কথা নিশ্চিত করার জন্য সংবিধানের ৫১ অনুচ্ছেদ ও ৬৬ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
: অ্যাসেজ কি?
উত্তর : ১৮৮০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ী হলে অস্ট্রেলিয়া দলকে খেলায় ব্যবহৃত উইকেট ও বলের ভস্ম উপহার হিসেবে দেয়া হয়। তখন থেকে এই দু'দলের মধ্যে টেস্ট সিরিজ বিজয়ী দলকে অ্যাসেজ বিজয়ী বলে ধরে নেয়া হয়।

প্রশ্ন
উত্তর
প্রশ্ন
: ন্যায়পাল কি?

: বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টির বিধান রাখা হয়। পরবর্তীতে ১৯৮০ সালে 'ন্যায়পাল আইন ৮০' সংসদে পাস করা হয়। ন্যায়পাল তার উপর অর্পিত ক্ষমতাবলে কোন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনা কিংবা সংসদ কর্তৃক যেরূপ ক্ষমতা ও দায়িত্ব প্রদান করবেন সেরূপ ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
বিভিন্ন পদে নিযুক্ত বা নির্বাচিত ব্যক্তিরা সংবিধানের কোন ধারামতে শপথ গ্রহণ করে থাকে?
উত্তর : ১৪৮ নং অনুচ্ছেদ।
প্রশ্ন : এ্যামনেরি ইন্টারন্যাশনালের কাজ কি?
উত্তর : বিশ্বব্যাপী মানবাধিকার নিশ্চিত করা। বিশ্বের যে দেশেই মানবাধিকার লঙ্ঘিত হয়, এ সংগঠন তার বিরুদ্ধে সোচ্ছার হয়। ১৯৬১ সালে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গঠিত
হয়। এর সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত।
প্রশ্ন : বর্তমানে একুশে পদকের মূল্যমান কত?
উত্তর : এক লাখ টাকা ও ১৮ ক্যারেট মানের তিন ভরি স্বর্ণের পদক, একটি রেপ্লিকা ও একটি সুম্মাননা পত্র।
প্রশ্ন
: ইরান-কন্ট্রা কেলেঙ্কারীর বিষয়বস্তু কি ছিল?
উত্তর : যুক্তরাষ্ট্র গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রয় করে এবং বিক্রয়লব্ধ টাকা নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের সাহায্য হিসেবে দেয়। এ কেলেঙ্কারীর সাথে কর্নেল অলিভার নর্থ বিশেষভাবে জড়িত ছিলেন।
প্রশ্ন
: সংসদীয় সার্বভৌমত্ব বলতে কি বুঝেন?
উত্তর : সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতই চূড়ান্ত বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে আইন বিভাগ কোন পদক্ষেপ নিতে পারবে না-এটাই সংসদীয় সার্বভৌমত্ব।
প্রশ্ন
: বিপ্লব ও সংস্কারের মধ্যে পার্থক্য নিরূপণ করুন?
উত্তর : বিপুর : যে ব্যবস্থার মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন
পরিবর্তন খুব দ্রুততার সাথে সম্পন্ন হয় তাকে বিপ্লব বলে ।
সংস্কার : যে ব্যবস্থায় পরিবর্তন খুব ধীরে ধীরে সম্পন্ন হয় তাকে সংস্কার বলে।
প্রশ্ন : পৃথিবীর সর্বোচ্চ রাজধানী কোনটি বলুন?
উত্তর : বলিভিয়ার রাজধানী লাপাজ।
প্রশ্ন : হোয়াইট হাউসের স্থপতি কে?
উত্তর : জেমস হোবান (আইরিশ নাগরিক)।
প্রশ্ন : সাংবিধানিক গণভোট কি?
উত্তর : বাংলাদেশ সংবিধানের ১৪২ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের প্রস্তাবনা অথবা
৮,৪৮,৫৬,৫৮,৮০.৯২ (ক) বা ১৪২ অনুচ্ছেদের কোন বিধান সংশোধনের জন্য সংসদের আইনই যথেষ্ট নয়। সংসদ কর্তৃক গৃহীত বিলে রাষ্ট্রপতি সম্মতিদানের পূর্বে গণভোটের ব্যবস্থা করবেন। সংবিধানের দ্বাদশ সংশোধন আইন ছিল তেমনি একটি আইন। দ্বাদশ সংশোধনী আইনে সংবিধানের ৪৮,৫৬,৯২ (ক) অনুচ্ছেদের কিছু বিধান সংশোধিত হয়।
প্রশ্ন: ম্যাগনাকাটা কি? এ সম্পর্কে কতটুকু জানেন?
উত্তর : ম্যাগনাকার্টা একটি ঐতিহাসিক দলিল যা জনসাধারণের জন্য কিছুসংখ্যক দাবি ও স্বাধীনতার অধিকারকে প্রতিফলিত করে। এটিকে ইংল্যান্ডের অধিবাসীদের জন্য স্বাধীনতার দলিল হিসেবে আখ্যায়িত করা হয়। প্রকৃতপক্ষে, মাগনাকার্টা দলিল সাধারণ মানুষের চেয়ে জমিদার পাদী ও ব্যবসায়ীদের বেশি উপকৃত করেছিল। ইংল্যান্ডের অত্যাচারী রাজা জন ১২১৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বড় বড় জমিদার পাদ্রীদের অনুরোধে এই দলিলের উপর রাজকীয় সিলমোহর লাগাতে বাধ্য হন। তারা রাজা জন -এর অত্যাচারের প্রতিকারস্বরূপ এই দলিলে জনসাধারণের দাবি ও স্বাধীনতার কথা তুলে ধরেন। একে জনসাধারণের গণতান্ত্রিক অধিকার লাভের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়।
প্রশ্ন
: ব্রেইলি পদ্ধতি কি? এ সম্পর্কে বলুন?
উত্তর : এটি অন্ধদের উপযোগী এক ধরনের বর্ণমালা। লুইস বেইলি নামে একজন ফরাসি এই বর্ণমালা অধিকার করেন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি নিজেও অন্ধ ছিলেন। ছয়টি বিন্দুকে বিভিন্ন উপায়ে সাজিয়ে ব্রেইলি বর্ণমালা লেখা হয়। বিন্দুগুলো একটু উঁচু করে সাজানো হয় যেন হাতের আঙুলের স্পর্শে তা বুঝা যায়। এর সাহায্যে একজন অন্ধলোক লিখতে ও পড়তে সক্ষম। ব্রেইল বর্ণে লেখার জন্য টাইপ রাইটারও আছে।
প্রশ্ন : নবম সংশোধনী গ্রহণের মূল উদ্দেশ্যাবলী কি কি?
উত্তর : এই সংশোধনী নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি, একই সাথে প্রেসিডেন্ট ও ভাইস
প্রশ্ন
প্রেসিডেন্ট নির্বাচন, প্রেসিডেন্ট পদে ব্যক্তি ক্ষমতার মেয়াদ ৫ বছরের ২টি মেয়াদে সীমিত করা; প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পীকারের আকস্মিক মৃত্যুতে শূন্যতার সৃষ্টি হলেও সংবিধান সংশোধনের স্বতঃস্ফূর্ত অধিবেশনে শূন্যতা পূরণের ক্ষমতা । : ঝড় কেন হয়?
উত্তর : সূর্যের প্রখর তাপে কোন কোন জায়গায় বাতাস খুব গরম হয়ে উপরে উঠে যায়। পাশের ঠাণ্ডা বাতাস ঐ শূন্যস্থানে প্রবল বেগে ছুটে আসে শূন্যস্থান পূরণ করার জন্য এবং তখন বায়ু প্রবাহ প্রবল আকার ধারণ করে ফলে ঝড়ের সৃষ্টি হয়।
প্রশ্ন
: ইকোপার্ক কি? এটি কোথায় অবস্থিত? কেন এটি তৈরি করা হয়? উত্তর : দেশের প্রথম ইকোপার্ক চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। জীব বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখা, বিপন্ন প্রাণী সংরক্ষণ, মূল্যবান ও বিরল প্রজাতির বৃক্ষ সংগ্রহ, রোপণ, সংরক্ষণ, পর্যটন এলাকা সৃষ্টি । বন্যপ্রাণীর আবাসস্থাল উন্নয়ন ইত্যাদির উদ্দেশ্যে মোট ৩০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রথম ইকোপার্ক প্রকল্প হাতে নেয়া হয়। এ ইকোপার্কের বিশেষ দর্শনীয় স্থান হল ১৮০০ ধাপের প্রবীণ মন্দির, তিনটি ঝরনা ও বোটানিক্যাল গার্ডেন। পর্যটকরা এ ইকোপার্কের ওপর দিয়ে রোপওয়ে করে ট্রলি দিয়ে ঘুরে বেড়াতে পারবেন।
প্রশ্ন : মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯২৮
সালে তিনি কলকাতায় চলে আসেন এবং পরবর্তীতে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

প্রশ্ন : রিট কি?
উত্তর : রিট অর্থ লিখিত আদেশ। এটি কোন ব্যক্তির মৌলিক অধিকার ও আইনগত অধিকারের রক্ষাকবচ হিসেবে কাজ করে। প্রশাসন বা প্রজাতন্ত্রের দায়িত্ব পালনকারী ব্যক্তি বা কর্তৃপক্ষের কার্য বা আদেশের ফলে যদি কোন ব্যক্তির মৌলিক অধিকার বা আইনগত অধিকার বাধাপ্রাপ্ত হয় তবে উক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনক্রমে, উপরিউক্ত কর্তৃপক্ষের কার্যের ফলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হলে যে কোন ব্যক্তির আবেদনক্রমে উচ্চ আদালত উক্ত স্বার্থ ও অধিকার বলবৎ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে বা ব্যক্তিকে বা কর্তৃপক্ষকে যথোপযুক্ত আদেশ দিতে পারেন। সাধারণত এরূপ আবেদন ও আবেদনের প্রেক্ষিতে প্রতিকারকেই রিট বলা হয়।
প্রশ্ন : বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি? এটি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? উত্তর : ব্যাংক সানচী (চীন)।
প্রশ্ন
: ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ কি ?
উত্তর : সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ক্ষমতা যথাসম্ভব হ্রাস করে ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত আকাঙ্ক্ষা অনুযায়ী উদ্যোগ গ্রহণ ও তা কার্যকর করার স্বাধীনতার মধ্যেই ব্যক্তি ও সমাজের কল্যাণ নিহিত। এ মতবাদই ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ।
প্রশ্ন : তিয়েন আন-মেন স্কোয়ার কোথায় অবস্থিত এবং এটি কেন বিখ্যাত ? উত্তর : এটি চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত। ১৯৮৯ সালে গণতন্ত্রের দাবিতে চীনের হাজার হাজার ছাত্র-ছাত্রী এখানে সমবেত হয়ে আন্দোলন করলে সরকার সেনাবাহিনী লেলিয়ে দেয় এবং সৈন্যদের গুলিতে অসংখ্য ছাত্র-ছাত্রী নিহত হয়।
প্রশ্ন : রাষ্ট্রপতি কি আইন তৈরি করতে পারেন?
উত্তর : সংবিধানের ৯৩ ধারামতে, সংসদ অবকাশকালে রাষ্ট্রপতি প্রয়োজনমাফিক অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন। জারির সময় হতে এটি সংসদে প্রণীত আইনের মতই কার্যকরী হবে।
প্রশ্ন
: গ্রামীণ ব্যাংক কি? এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গ্রামীণ ব্যাংক একটি সমবায় ব্যাংক । গ্রামীণ দুস্থ জনসাধারণের আত্মনির্ভরশীল করার জন্য এ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এ ব্যাংক প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন
: 'বুক অব লাইফ' কী?
উত্তর : ইউরোপীয় একটি বিশ্বরেকর্ড খাতে বিশ্বের বিভিন্ন রেকর্ড নথিভুক্ত করা হয়।
প্রশ্ন
: What is the elaboration of 'HANA' and 'SOFA'.
Ans: Humanitarion Assistence Need Assessment and Status of Forces
Agreement.
প্রশ্ন : টেস্ট ক্রিকেট শুরু হয় কত সালে?
উত্তর : ১৮৭৭ সালের ১৫ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া, ৪৫ রানে ইংল্যান্ডকে পরাজিত করে।
প্রশ্ন : হাজী শরীয়তুল্লার ধর্মীয় আন্দোলনের নাম ফরায়েজী হল কেন?
উত্তর : হাজী শরীয়তুল্লাহ তার অনুসারীদেরকে 'ফরজ' নির্দেশগুলো পালনের উপর অত্যধিক
গুরুত্ব আরোপ করেন বলে ফরজ পালনকারী হিসেবে তার আন্দোলনের নাম হয়েছে ফরায়েজী আন্দোলন ।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]