National Income বা জাতীয় আয় কি?
উত্তর : কোন দেশের শ্রম ও মূলধন তাঁর প্রাকৃতিক সম্পদকে কাজে ব্যবহার করে প্রতিবছর মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তাঁর আর্থিক
মূল্যকে জাতীয় আয় বলে।
প্রশ্ন : কবে প্যারিস থেকে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর স্থানান্তরিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে।
প্রশ্ন : UNITA কি? এর পূর্ণ অভিব্যক্তি কি?
উত্তর : এ্যাঙ্গোলার স্বাধীনতা সংগ্রামে লিপ্ত গেরিলা সংগঠন। এর পূর্ণরূপ হল – National
Union for the Total Independence of Angola.
প্রশ্ন : GDP নির্ধারণে জাতিসংঘ প্রণীত নতুন পদ্ধতির নাম কি?
উত্তর : System of National.
প্রশ্ন
মার্টিন লুথার কিং সম্পর্কে কিছু বলুন?
উত্তর : মার্টিন লুথার কিং ছিলেন যুক্তরাষ্ট্রের দরিদ্র, সুযোগবঞ্চিত ও বর্ণবৈষম্যে নিপীড়িত
প্রশ্ন
নিগ্রো সমাজের পূর্ণ নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী নেতা। ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টা শহরে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৩৫ বছর বয়সে ১৯৬৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এখনো তিনি সর্বকনিষ্ঠ। ১৯৬৮ সালের ৪ এপ্রিল এক হোটেলে জেমস আর্লরে নামক এক শ্বেতাঙ্গ ঘাতকের গুলিতে তিনি নিহত হন ।
: এসিড বৃষ্টি কি ও কেন ঘটে?
উত্তর : শিল্পোন্নত দেশের অনেক শিল্প এলাকার কলকারখানা থেকে নির্গত দূষিত গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বৃষ্টির পানির সাথে এ দূষিত গ্যাসের কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড মিশে এসিড হিসেবে সবুজ ভূপৃষ্ঠের উপর ঝরে পড়ে। এটিই এসিড বৃষ্টি। এর ফলে সবুজ গাছপালা, শস্য, ফলমূল ও পরিবেশের প্রভূত ক্ষতি সাধিত হয়।
প্রশ্ন : কোন সরকারি কর্মচারী কি স্বেচ্ছায় অবসর নিতে পারবেন?
উত্তর : ১৯৭৪ এর পাবলিক সার্ভিস রিটায়ারমেন্ট Act -এর ৯ ধারামতে, কোন সরকারি কর্মচারী ২৫ বছর চাকরি অতিবাহিত হওয়ার পর নিয়োগকারীকে ১ মাসের নোটিশ দিয়ে স্বেচ্ছায় অবসর নিতে পারেন।
প্রশ্ন : পরিবেশ দূষণকারী ভূপাল ও চেরনোবিল শিল্প দুর্ঘটনার প্রভাব কি হয়েছিল? উত্তর : ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে ১৯৮৫ সালে ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসো সায়ানাইড গ্যাস নির্গমনের দুর্ঘটনায় ২৫০ জন লোক মারা যায়, ২ লাখ লোক বিষক্রিয়ার শিকার হয়, বিপুল কৃষি জমি ও কৃষি পণ্য ভূষিত হয় ।
প্রশ্ন
ইউক্রেনের চেরনোবিলে ১৯৮৬ সালে পারমাণবিক চুল্লীর বিস্ফোরণজনিত দুর্ঘটনায় ৩১ জন মারা যায়, কমপক্ষে ৩৫ লাখ লোক তেজস্ক্রিয়তার শিকার হয় । দৃশ বছর পরও এলাকার আশেপাশের জমি আবাদযোগ্য নিরাপত্তা অর্জন করতে পারেনি।
: গ্রীন পিস কি?
উত্তর : গ্রীন পিস আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভারে
নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে আলাস্কায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে গ্রীনপিস আন্দোলন শুরু করে। বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধবিরোধী এবং পরিবেশ সংরক্ষণে গ্রীন পিস অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছে।
প্রশ্ন: শালবন বিহার কোথায় অবস্থিত এবং এটি কি জন্য বিখ্যাত ?
উত্তর : কুমিল্লার অদূরে লালমাই পাহাড়ের সারিতে অবস্থিত একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। অষ্টম শতাব্দীতে দেব বংশের রাজা ভবদের এই বৌদ্ধ মন্দির নির্মাণ করেন।
প্রশ্ন
: বাংলাদেশের প্রধান প্রধান খনিজ সম্পদের নাম বলুন?
উত্তর : বাংলাদেশে যে সকল খনিজ সম্পদ পাওয়া যায় তার মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল,
শক্তপাথর, চুনাপাথর, কাচবালি, চীনামাটি, পিট কয়লা, খনিজ বালি প্রভৃতি প্রধান। প্রশ্ন: বার্লিন ওয়াল কবে, কোথায় তৈরি করা হয়?
উত্তর : ১৯৬১ সালের ১৩ আগস্ট সাবেক পূর্ব জার্মান সরকার এই দেয়াল তৈরি করে। পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়া জার্মান জনগণকে রোধ করার জন্য বার্লিন ওয়াল তৈরি করা হয়েছিল। ন্যাটোর সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকানোর কাজে কৌশলগত এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। ১৯৮৯ সালে ৯ নভেম্বর বার্লিন ওয়ালের পতন ঘটে ।
প্রশ্ন
: ছিয়াত্তরের মন্বন্তর কি?
উত্তর : বাংলা ১১৭৬ সালে লর্ড ক্লাইভের দুঃশাসনে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এ দুর্ভিক্ষের প্রভাব বাংলায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত স্থায়ী হয়। এতে বাংলায় প্রায় এক-তৃতীয়াংশ লোক প্রাণ হারায়। ইতিহাসে এটাই 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে খ্যাত। : মাথাপিছু আয় বলতে কি বুঝায়?
প্রশ্ন উত্তর : কোন দেশের এক বছরের মোট জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে
যে ভাগফল পাওয়া যায় তাকেই বলা হয় মাথাপিছু আয় ।
প্রশ্ন
: ম্যাক্রো ইকোনোমিক্স কি?
উত্তর : স্বতন্ত্র অর্থনৈতিক ক্ষেত্রগুলো একত্রিত করে যে অর্থনৈতিক পদ্ধতি পাওয়া যায় তাই ম্যাক্রো ইকোনমিক্স। এটি জাতীয় অর্থনীতির বিষয় এবং জাতীয় আয়ের নির্ধারক। এটি অর্থনীতির বিভিন্ন ইউনিট । যেমন - শিল্প খাত, অর্থ খাত, সরকার, বৈদেশিক খাত ইত্যাদিকে একত্রিত করে । ম্যাক্রো ইকোনমিক্সের আওতাধীন বিষয়গুলো হচ্ছে জাতীয় আয়, কর্মসংস্থান, মূল, অর্থ ও মুদ্রানীতি, ভোগ ও বিনিয়োগ, ব্যালান্স অর পেমেন্ট এবং অর্থনীতি প্রবৃদ্ধি ।
প্রশ্ন
: রুলস অব বিজনেস কি?
উত্তর : যে দলিল অনুযায়ী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা ডিভিশনের মধ্যে বিভিন্ন কার্যাবলি বণ্টন করা হয় এবং কে, কোন দায়িত্ব পালন করবে, কিভাবে পালন করবে, কোন বিভাগে বা মন্ত্রণালয়ের কার্যাবলি কি হবে তা নির্ধারণ করা হয় তা হল রুলস অব বিজনেস ।
প্রশ্ন : আইনের শাসন বলতে কি বুঝায়?
উত্তর : আইনের শাসন বলতে বুঝায় আইন সমস্ত ব্যক্তি, কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমান মর্যাদা লাভ করে । আইনের শাসন হচ্ছে ব্যক্তির মৌলিক অধিকার রক্ষার এক মৌলিক আইনগত রক্ষাকবচ।
প্রশ্ন
: BIMSTEC -এর কবে যাত্রা শুরু হয়? এর সদস্য কতটি দেশ?
উত্তর : ১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মুইিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মাধ্যমে BISTEC গঠিত হয়। পরবর্তীতে মায়ানমার এ জোটে যোগ দেয়ায় BISTEC নতুনভাবে BIMSTEC নামে পরিচিতি লাভ করে। ২০০৪ সালে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে নেপাল ও ভুটানকে সদস্যপদ দেয়া হয় এবং BIMSTEC এর নতুন নামকরণ করা হয় - Bay of Bengal Initiative for Multisectoral Technical and Economic Co-operation. বর্তমানে সদস্যদেশ ৭টি।
প্রশ্ন
: ইস্টবেঙ্গল রেজিমেন্ট কার প্রচেষ্টায় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : মেজর এম এ গনির ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টার ফলে ১৫ ফেব্রুয়ারি, ১৯৪৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীতে তাঁর অবদানের জন্য ১৯৮১ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রশ্ন
: ভ্যাট কি?
উত্তর : মূল উৎপাদিত দ্রব্যের মূল্যের উপর আরোপিত কর । VAT -এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Value Added Tax। ১৯৯১ সালের মূল্য সংযোজন আইন দ্বারা বাংলাদেশে ভ্যাট
প্রশ্ন
প্রচলন করা হয়। বাংলাদেশে ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট ১৫%।
: কোন মুসলমান সুলতান সর্বপ্রথম বাংলার অধিপতি হন?
উত্তর ; সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ। ১৩৩৮-১৩৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলা শাসন করেন । প্রশ্ন : বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোথায় স্থাপিত হয়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : NAM-এর আদর্শগুলো কি কি?
উত্তর :
প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন । অনাক্রমণ ।
অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা ।
সাম্য ও পারস্পরিক সাহায্য।
ভো শান্তিপূর্ণ সহাবস্থান ।
: কমনওয়েলথ কখন, কি উদ্দেশ্যে গঠিত হয়? পটভূমিসহ উল্লেখ করুন । উত্তর : সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও আশ্রিত দেশসমূহ নিয়ে কমনওয়েলথ গঠিত
প্রশ্ন
কমনওয়েলথ -এর ধারণার প্রথম উদ্ভব হয় ১৮৪০ সালে কানাডায় দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। ১৯২৬ সালে ইম্পেরিয়াল কনফারেন্সে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস্ ধারণার পত্তন হয়। ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আইন ‘স্ট্যাচু অব ওয়েস্ট মিনিস্টার' ও উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে। ১৯৪৯ সালের ২৮ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে। কমনওয়েলথ সচিবালয় মালবরো হাউস, লন্ডনে অবস্থিত। এর বর্তমান সদস্যরাষ্ট্র ৫৪। সর্বশেষ সদস্যরাষ্ট্র রুয়ান্ডা ।
: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : আলালের ঘরের দুলাল। উপন্যাসটির লেখক প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম
'টেকচাঁদ ঠাকুর'। ১৮৫৮ সালে 'আলালের ঘরের দুলাল' প্রকাশিত হয়।
প্রশ্ন : আরব লীগ থেকে কবে মিসরকে বহিষ্কার করা হয়েছিল?
উত্তর : ১৯৭৯-তে ইসরাইলের সাথে ক্যাম্পডেভিড চুক্তির পর। ১৯৯০ সালে পুনরায় যোগ দেয়। প্রশ্ন : বাংলাদেশের পারমাণবিক শক্তি প্রকল্প কোথায়?
উত্তর : বাংলাদেশের একমাত্র পারমাণবিক শক্তি প্রকল্প অবস্থিত- পাবনা জেলায় ঈশ্বরদী
উপজেলার রূপপুর গ্রামে। স্থাপিত হয় ১৯৬১ সালে।
প্রশ্ন
: NAM কাদের নেতৃত্বে গঠিত হয়েছিল?
উত্তর : ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. সুকর্নো, মিসরের প্রেসিডেন্ট নাসের, যুগোশ্লাভ প্রেসিডেন্ট মার্শাল টিটো এবং থানার প্রেসিডেন্ট নাজুমা।
প্রশ্ন
: শূন্য জনসংখ্যাবস্থা বলতে কি বুঝায়?
উত্তর : যখন কোন দেশের জনাহার ও মৃত্যুহার সমান হয়, তখন তাকে শূন্য জনসংখ্যাবস্থা
বলে। যেমন- সার্বিয়া, কিউবা।
প্রশ্ন : কলকারখানার ধারে-কাছে অধিক সংখ্যক বৃক্ষরোপণের প্রয়োজন কেন? উত্তর : সালোক সংশ্লেষণের মাধ্যমে বৃক্ষ বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে
অক্সিজেন ত্যাগ করে বায়ুকে স্বাস্থ্যপদ করে তুলবে।
প্রশ্ন
: ইন্টারনেট কি?
উত্তর : ইন্টারনেট হচ্ছে এক বিশেষ ধরনের যোগাযোগ প্রযুক্তি। কম্পিউটার সংযোগের মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াই হল ইন্টারনেট সিস্টেম ।
প্রশ্ন : “শিশুদের জন্য হ্যাঁ বলুন' প্রচারণাটি কে, কবে এবং কোথায় প্রথম উদ্বোধন করেন? উত্তর : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ২৭ এপ্রিল, ২০০১ লন্ডনে । প্রশ্ন : “শিশুদের জন্য হ্যাঁ বলুন' প্রচারণার মূল উদ্দেশ্য কি?
উত্তর : বিশ্বব্যাপী শিশুদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রচারণা । প্রশ্ন : অক্সফাম কেমন সংস্থা?
উত্তর : স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা, ব্রিটেনে অবস্থিত। এই সংস্থা '৭১ পরবর্তী বাংলাদেশের
যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করেছে।
প্রশ্ন
: বাংলাদেশের ৫টি গোয়েন্দা সংস্থার পূর্ণরূপ জানতে চাই?
উত্তর : বাংলাদেশে ৫টি গোয়েন্দা সংস্থা হল — DB, SB, CID, DGFI ও NSI. এগুলোর
প্রশ্ন
পূর্ণরূপ :
DB-Detective Branch.
SB-Special Branch.
CID, Criminal Investigation Department.
DGFI-Director General of Forces Intelligence. NSI-National Security Intelligence.
: CEDAW-এর পূর্ণ অভিব্যক্তি কি?
উত্তর : Convention on the Elimination of all forms of Discrimination
Against Women বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ ।
প্রশ্ন
: ÉTA কি?
উত্তর : ETA -এর পূর্ণ অভিব্যক্তি Eskadi Ta Askatasuna (স্প্যানিশ ভাষায়)। ইংরেজিতে Basque Separatist Movement. এটি স্পেনের একটি স্বাধীনতাকামী গ্রুপের
নাম। ১৯৫৮ সালে এ গ্রুপের জন্ম। স্পেনের উত্তরাঞ্চলীয় বাস্ক প্রদেশের স্বাধীনতার জন্য এরা স্পেন সরকারের বিরুদ্ধে ১৯৬৮ সাল থেকে সশস্ত্র সংঘাত চালিয়ে আসছে। এ গ্রুপের রাজনৈতিক শাখার নাম হেরিবাতিসুনা। জুন, ২০০২ স্পেনের সর্বোচ্চ কোর্ট সরকারের আবেদনের প্রেক্ষিতে ETA'র রাজনৈতিক শাখা হেরিবাতিসুনাকে নিষিদ্ধ করে। এ গ্রুপ বায়ু প্রদেশের স্বাধীনতার প্রশ্নে গণভোট দাবি করেছে। কিন্তু স্প্যানিশ প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনার তা মানতে অস্বীকার করেছেন।
প্রশ্ন : প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সম্পর্কে কি জানেন বলুন?
উত্তর : এটি যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কার্যকর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এর আসল নাম PAC এবং এর পাল্লা ১০০০ কি. মি. । '৯১-এর উপসাগরীয় যুদ্ধে রাশিয়ার তৈরি স্কার্ড ক্ষেপণাস্ত্র ধ্বংসে এ ক্ষেপণাস্ত্র কার্যকরী ভূমিকা রাখে।
প্রশ্ন
: Launching Pad f?
উত্তর : Launching Pad বলতে আদতে ক্ষেপণাস্ত্র বা মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চ বলা হয়ে থাকে। মহাশূন্যে কোন মহাকাশযান বা শত্রু অবস্থানে হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের যে বিশেষভাবে তৈরি স্থান থেকে ছোঁড়া বা উৎক্ষেপণ করা হয় যে স্থানের নাম ইংরেজিতে Launching Pad.
প্রশ্ন
: অক্সিজেন কি
উত্তর : বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন এক প্রকার মৌলিক পদার্থ
প্রশ্ন : নির্বাচন কমিশনের মর্যাদা কেমন?
উত্তর : বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। শুধু সংবিধান ও আইনের অধীনে থেকে তার দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনারদের দেয় পারিশ্রমিক সংযুক্ত
প্রশ্ন
তহবিলের ওপর দায়মুক্ত। কর্মরত অবস্থায় কোন নির্বাচন কমিশনারের চাকরির শর্তাদি কমানো যাবে না । নির্বাচন কমিশনার সুপ্রিমকোর্টের বিচারকদের সমমর্যাদার অধিকারী। : আদমশুমারির উদ্দেশ্য কি কি?
উত্তর : আদমশুমারী রাত্রিতে বাংলাদেশের ভৌগোলিক এলাকায় জনসংখ্যা দ্রুত এবং তাঁদের মৌলিক বৈশিষ্ট্য কি তা নিৰূপণই আদমশুমারির মূল উদ্দেশ্য। আদমশুমারিতে সংগৃহীত তথ্য নানাবিধ বিভাজন ও বিশ্লেষণ করে সর্বপ্রকার তথ্য ব্যবহারকারীর চাহিদা মিটানো হয়। উল্লেখ্য বাংলাদেশে পঞ্চম আদমশুমারী অনুষ্ঠিত হয় ১৫-১৯ মার্চ, ২০১১।
প্রশ্ন : পানি কত ডিগ্রি সেন্টিগ্রেডে বা কত ডিগ্রি ফারেনহাইটে ফোটে?
উত্তর : ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে বা ২১২ ডিগ্রি ফারেনহাইটে ।
প্রশ্ন : সোনা পানি অপেক্ষা কত গুণ ভারি?
উত্তর : সোনা পানি অপেক্ষা ১৯ গুণ ভারি ।
প্রশ্ন : নূর হোসেন স্কোয়ার কোথায়?
উত্তর : ঢাকা মহানগরীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ নূর হোসেন স্কোয়ার' নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, তিনি ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারী সরকার উৎখাত আন্দোলনের সময় শহীদ হন ।
প্রশ্ন
: কত সাল থেকে পুলিত্জার পুরস্কার প্রদান করা হচ্ছে? পুলিৎজার পুরস্কারের
মূল্যমান কত?
উত্তর : ১৯১৭ সাল থেকে । ১০ হাজার মার্কিন ডলার ও একটি স্বর্ণপদক ।
প্রশ্ন : গ্রীন হাউস কি?
উত্তর : এটি একটি কাচ নির্মিত ঘর যার অভ্যন্তরে একটি কৃত্রিম পরিবেশে ছোট আকারে উদ্ভিদরাজি জন্মানো হয়। সূর্যরশ্মি কাচের ছাদ ও দেয়াল ভেদ করে ঘরের অভ্যন্তরে প্রবেশ করার ফলে উত্তপ্ত হয়। যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন। ঘরের ভেতরকার এই বর্ধিত তাপ কাচের দেয়াল ভেদ করে সবটুকু বের হতে পারে না। এটিই গ্রীন হাউসের বৈশিষ্ট্য।
প্রশ্ন : গ্লাইকোজেন -এর কাজ কী?
উত্তর : গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে দেহে অতিরিক্ত তাপশক্তি উৎপাদন করে ও রকে
গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে।
প্রশ্ন : কনকর্ড বিমান কোন দেশের তৈরি?
উত্তর : এটি ইংল্যান্ডের ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি বৃহদাকার যাত্রীবাহী বিমান। এ
বিমানের গতিবেগ ঘন্টায় প্রায় ২২৫৩ কিলোমিটার শব্দের চেয়েও দ্রুতগতিসম্পন্ন।
প্রশ্ন : দেশের প্রথিতযশা কয়েকজন চিত্র পরিচালকের নাম বলুন?
উত্তর : বাংলাদেশের কয়েকজন খ্যাতিমান চিত্র পরিচালক হলেন মরহুম জহির রায়হান, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, মরহুম খান আতাউর রহমান, মরহুম আবদুল জব্বার, মরহুম আলমগীর কবির, প্রয়াত নারায়ণ ঘোষ, মিতা, কাজী হায়াৎ প্রমুখ ।
প্রশ্ন : আয়কর (Income Tax ) কি ?
উত্তর : কোন ব্যক্তির সারা বছরের আয়ের উপর ধার্য করকে ইনকাম ট্যাক্স বা আয়কর বলে । এটা প্রত্যক্ষ কর । কারণ এ কর যে ব্যক্তির উপর নির্ধারণ করা হয় সে ব্যক্তি সে করের আর্থিক বোঝা অপরের ঘাড়ে চাপাতে পাবে না ।
প্রশ্ন : By-election (উপ-নির্বাচন) কি?
উত্তর : একটি চলতি পরিষদের শূন্য আসনের জন্য উপ-নির্বাচন হয়। অনেকক্ষেত্রে বিরোধী দলের অনাস্থার ফলে পরিষদ ভেঙ্গে গেলে নির্ধারিত সময়ের পূর্বেই মধ্যকালীন নির্বাচন অনুষ্ঠিত হয়। একে বাই-ইলেকশন বলে ।
প্রশ্ন : ফোর্থ এস্টেট সম্পর্কে কতটুকু জানেন?
উত্তর : সংবাদপত্রকে ফোর্থ এস্টেট (The fourth esate) বলা হয়। সমাজ, রাষ্ট্র, সরকার এবং
ব্যক্তির ওপর সংবাদপত্রের যে বিরাট প্রভাব এ অভিধা থেকে সেটিই ধরা পড়ে। সংবাদপত্রের এই অভিধা সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল, ১৯২৮ সালে টমাস ম্যাকলের মুখে। ব্রিটিশ পার্লামেন্টের গ্যালারীতে বসা সাংবাদিকদের সম্পর্কে ম্যাকলে বলেছিলেন- 'The gallery in which the reporters sit has become the fourth state of the realm' (রিপোর্টাররা যে গ্যালারীতে বসে আছেন সেটি এই রাজ্যের ফোর্থ এস্টেটে পরিণত য়েছে]। অপর তিনটি ‘এস্টেট' হচ্ছে ‘গির্জা বা পুরোহিত সম্প্রদায়', ‘দ্য পিয়াজে’ ব৷ ‘লর্ডস' [ভূস্বামীগণ] এবং ‘দ্য কমন্স (জনসাধারণ)’।
প্রশ্ন
: বাংলাদেশ সংবিধানের সাংবিধানিক সংস্থা কয়টি ও কি কি?
উত্তর : তিনটি। যথা : ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. মহা হিসাব নিরীক্ষক ও
নির্বাচন কমিশন।
প্রশ্ন : ছায়া মন্ত্রিসভা কাকে বলে?
উত্তর : নির্বাচনের পূর্বে বা ক্ষমতায় আসার পূর্বে রাজনৈতিক দলের প্রভাবশালী সদস্যদের
মধ্যে ভবিষ্যৎ মন্ত্রিসভায় কে কোন বিষয়ে দায়িত্ব পাবেন তা স্থির হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে অপ্রকাশিত অভ্যন্তরীণ সিদ্ধান্তজনিত এ মন্ত্রিসভাকে ছায়ামন্ত্রী বলে ।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ