: স্টপ প্রেস বলতে কি বুঝায়?
উত্তর : সর্বশেষ সংবাদ। ছাপা আরম্ভ হওয়ার পর যে খবর সংবাদপত্রে সন্নিবেশিত হয় তাকে
প প্রেস (Stop Press) বলে।
প্রশ্ন : সংবিধানের কত কত ধারায় বাংলা ভাষা জাতীয় সঙ্গীত, রাজধানীর কথা বলা হয়েছে? উত্তর : প্রজাতন্ত্রের ভাষা 'বাংলা' বর্ণনা আছে : সংবিধানের ৩ অনুচ্ছেদে।
জাতীয় সঙ্গীত বাজানোর ব্যাপারে বর্ণনা আছে : সংবিধানের ৪(১) ধারায়। রাজধানী 'ঢাকা' বর্ণনা আছে : সংবিধানের ৫(১) অনুচ্ছেদে।
প্রশ্ন : কম্পিউটার কি?
উত্তর : কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র। দ্রুতগতি, ভ্রমশূন্যতা, স্মৃতি, স্বয়ংক্রিয় কার্যক্ষমতা ও সহনশীলতা এ যন্ত্রের বৈশিষ্ট্য। আউটপুট, ইনপুট এবং কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ (C.P.U) নিয়ে এ যন্ত্র গঠিত। চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তবে ১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড এইকেন সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেন ।
প্রশ্ন
: ক্ষুদিরামের বাড়ি কোথায়? তাঁকে কি জন্য ফাঁসি দেয়া হয়?
উত্তর : ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মৌবনী। ১৯০৮ সালের ৩০ এপ্রিল একটি ফ্রিটন
গাড়িকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তার ওপর বোমা মারেন এবং এতে দুজন ইউরোপীয় মহিলা নিহত হন। বিচারে ক্ষুদিরামের ফাঁসির হুকুম হয়।
প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক ব্যয়বহুল যুদ্ধ কোনটি?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ।
প্রশ্ন : কোন দেশে সবচেয়ে বেশি মুক্তবাজার অর্থনীতি বিদ্যমান?
উত্তর : হংকং ও সিঙ্গাপুর।
প্রশ্ন : গ্র্যান্ডজুরি কাকে বলে?
উত্তর : একাধিক সদস্য নিয়ে গঠিত জুরিবোর্ডের প্রধানকে গ্র্যান্ডজুরি বলে। মূলত ন্যায়বিচারের স্বার্থে জুরি বোর্ড গঠন একটি প্রাচীন প্রচলিত পদ্ধতি। উপমহাদেশসহ ব্রিটিশ এবং ইউরোপ-আমেরিকার আইনে বিচারকার্যে অধিক স্বচ্ছতার জন্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ বিশেষ মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির নির্দেশ জুরি বোর্ড গঠনের রেওয়াজ রয়েছে।
প্রশ্ন
: বাংলাদেশের জাতীয় প্রতীক কি?
উত্তর : উভয়পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুলে শাপলা, তার শীর্ষদেশে
পাট গাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র, তার উভয় পার্শ্বে দুটি করে চারটি তারকা। : সংবিধানের কত ধারায় নারী-পুরুষ ভেদে সকল নাগরিকের সমানধিকারের কথা
বলা হয়েছে?
প্রশ্ন
উত্তর : বাংলাদেশের সংবিধানের ১০, ১৯, ২৭, ২৮(২), ২৮(৪) ও ২৯ নং ধারায় স্বীকৃত
আছে-নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারের কথা। : নোটারী পাবলিক কি?
প্রশ্ন
উত্তর : লেখ্য প্রশাসনিক দলিলপত্রাদি প্রমাণকারী সরকারি কর্মচারী।
প্রশ্ন
: নাবালক সন্তানের প্রাকৃতিক/স্বাভাবিক অভিভাবক কে? উত্তর : পিতা। তবে জারজ সন্তানের অভিভাবক মাতা।
প্রশ্ন
: বাংলাদেশে নাবালক কারা? উত্তর : ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তি।
প্রশ্ন : অর্থ বিল বলতে কি বুঝায়?
উত্তর : জনসাহারণের উদ্দেশ্যে কোন ব্যক্তির উপর বা সকল ব্যক্তির সম্পত্তির কারবারের উপর
আরোপিত বিলকে অর্থ বিল বলে। সংবিধানের ৮১ ধারায় এ সম্পর্কে বলা হয়েছে।
প্রশ্ন : বাংলাদেশের ভোটারদের যোগ্যতা কি কি?
উত্তর : বাংলাদেশ সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের নীতিতে বিশ্বাসী। স্থানীয় ও জাতীয় সংস্থার নির্বাচনের জন্য ভোটার হতে হলে কোন ব্যক্তিকে নিম্নবর্ণিত যোগ্যতার অধিকারী হতে হবে।
বাংলাদেশের নাগরিক হতে হবে।
অন্যূন ১৮ বছর বয়স্ক হতে হবে।
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হওয়া চলবে না এবং
নির্বাচনী এলাকার অধিবাসী অথবা আইনগতভাবে উক্ত এলাকার অধিবাসী বলে বিবেচিত হতে হবে।
প্রশ্ন : সংস্কৃতি বলতে কি বুঝেন?
উত্তর : সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবনাচরণ। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা কিছু শেখে, অর্জন করে তাই সংস্কৃতি। বিশিষ্ট নৃ-বিজ্ঞানী ই. বি টেইলর (E.. B Tylor)-এর মতে, সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, কলা, নীতি, নিয়ম, সংস্কার ও অন্যান্য যে কোন বিষয়ে চর্চার জটিল সমাবেশ। নৃ-বিজ্ঞানী নর্থ (North) - এর মতে, সমাজের সদস্য হিসেবে মানুষ বংশ পরম্পরায় যেসব আচার, প্রথা ও অভিজ্ঞতা লাভ করে তা-ই সংস্কৃতি ।
প্রশ্ন
: রেনেসাঁ কি?
উত্তর : রেনেসাঁ একটি ফরাসি শব্দ। এর অর্থ ‘পুনর্জন্ম’ বা ‘নবজাগরণ' । চতুর্দশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর শেষ নাগাদ ইটালিতে রেনেসাঁর সূত্রপাত ঘটে। এই রেনেসাঁর প্রভাবে ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্প-সাহিত্য, দর্শন, বিজ্ঞান, এমনকি ভাষা, ধর্ম এবং প্রচলিত গতানুগতিক চিন্তা ও বিশ্বাসের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে যায় ।
প্রশ্ন
: কলকারখানার জ্বালানির দহনের মাধ্যমে যেসব দূষিত গ্যাস সৃষ্টি হয় তাদের মধ্যে
মানুষ বা অন্যান্য প্রাণীর পক্ষে সবচেয়ে ক্ষতিকর কোন কোন গ্যাস ?
উত্তর : কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড।
প্রশ্ন : বিভিন্ন যানবাহনের ধোঁয়া কিভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে?
উত্তর : ডিজেল, পেট্রোল ও মবিল প্রভৃতি দহনের ফলে বায়ুতে কার্বন মনোক্সাইড ও কার্বন
ডাই-অক্সাইড মিশে দূষিত করছে।
প্রশ্ন
অতীশ দীপংকর কে ছিলেন?
উত্তর : বৌদ্ধ ধর্মের মহান পুরুষ। ৯৮২ খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম শিক্ষা দিতে তিনি ১০৪১ খ্রিস্টাব্দে দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বত গমন করেন। ১০৪৩ খ্রিস্টাব্দে তিব্বতে তিনি মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন : প্রথম মুসলিম নভোচারী কে?
উত্তর : সৌদি শাহাজাদা সুলতান সালমান ইবনে আবদুল আজিজ প্রথম মুসলিম নভোচারী হিসেবে খেয়াযানে চড়ে ১৭-২৪ জুন, ১৯৮৫ সালে মহাশূন্যে বিচরণ করেন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ