বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ
সিপাহী মোস্তফা কামাল,
জন্মস্থান : মৌটুপি গ্রাম, আলীনগর, ভোলা।
পিতার নাম ঃ হাবিবুর রহমান মণ্ডল | সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার]।
মাতার নাম : মালেকা বেগম।
মৃত্যু : ১৮ এপ্রিল, ১৯৭১।
৬৩
যেভাবে শহীদ হন ঃ ১৯৭১ সালের ১৮ এপ্রিল আখাউড়ার দক্ষিণে গঙ্গাসাগরের উত্তরে দরুইন গ্রামে বর্বর পাকিস্তানি বাহিনীর অভিযান প্রতিহত করতে গিয়ে শহীদ হন।
জন্ম : ৮ মে, ১৯৪৩ সাল।
ল্যান্স নায়েক মুন্সী আবদুর রব
জন্মস্থান : ফরিদপুর জেলার মধুখালী থানার (সাবেক বোয়ালখালী) কামারখালীর সালামতপুর গ্রামে। পিতার নাম : মুন্সী মেহেদী হোসেন।
মাতার নাম : মোছাঃ মুকিদুন্নেছা। মৃত্যু : ২০ এপ্রিল, ১৯৭১ সাল।
যেভাবে শহীদ হন : রাঙামাটি ও মহালছড়ির সংযোগপথ বুড়িমারী এলাকায় চিংড়ি খালের দু'পাশে নির্মিত প্রতিরক্ষা ব্যূহ অক্ষুণ্ণ রাখতে গিয়ে হানাদার বাহিনীর সাথে প্রচণ্ড যুদ্ধে মর্টারের আঘাতে
শাহাদাৎ বরণ করেন।
জন্ম : ২৯ অক্টোবর, ১৯৪১।
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
জন্মস্থান: মোবারক লজ, ১০৯ আগা সাদেক রোড, ঢাকা
স্থায়ী নিবাস : নরসিংদী জেলার রায়পুরা থানার মুসাপুরের রামনগর গ্রামে ।
পিতার নাম : আবদুস সামাদ।
মাতার নাম : সৈয়দ মোবারকুন্নেসা খাতুন ।
মৃত্যু : ২০ আগস্ট, ১৯৭১।
প্রথমে সমাহিত হয় : করাচির মশরুর বিমান ঘাঁটির চতুর্থ শ্রেণীর কবরস্থানে।
CO
বর্তমানে সমাহিত : ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। (২৪ জুন, ২০০৬)
CO
যেভাবে শহীদ হন : স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। সুযোগ বুঝে পাকিস্তান বিমান বাহিনীর মৌরিপুর মসরুর ঘাঁটি থেকে একটি টি-৩৩ জঙ্গী বিমান নিয়ে পালিয়ে আসার সময় সহযাত্রী রশিদ মিনহাজের সাথে ধস্তাধস্তির সময় সিন্ধু প্রদেশের মরু অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়ে শহীদ হন।
জন্ম : ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৬।
ল্যান্স নায়েক নূর মুহম্মদ
জন্মস্থান : নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদ নগর) গ্রামে। পিতার নাম : মোহাম্মদ আমানত শেখ ।
মাতার নাম ঃ মোছাঃ জেন্নাতুন্নেসা খানম।
মৃত্যু ঃ ৫ সেপ্টেম্বর, ১৯৭১।
যেভাবে শহীদ হনঃ যশোরের গোয়ালহাটি এলাকায় ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনী কর্তৃক ত্রিমুখী আক্রমণের মুখে পড়েন। সঙ্গীদের বাঁচাতে গিয়ে একাকী পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন।
জন্ম : ২ ফেব্রুয়ারি, ১৯৫৩।
সিপাহী হামিদুর রহমান
জন্মস্থান : ডুমুরিয়া গ্রাম, চাপড়া, চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ।
স্থায়ী নিবাস : ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোরদা খালিশপুর (বর্তমান নাম হামিদনগর) থানে। পিতার নাম : আক্কাস আলী মণ্ডল।
মাতার নাম : কায়সুন নেসা।
মৃত্যু : ২৮ অক্টোবর, ১৯৭১।
প্রথমে সমাহিত : ত্রিপুরার ধলাই জেলার আমবাসা শহরের অদূরে হাতিমারাছড়া গ্রামের আবদুল আলীর পারিবারিক কবরস্থানে।
বর্তমানে সমাহিত : মীরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে (১১ ডিসেম্বর, ২০০৭)।
যেভাবে শহীদ হন : ১৯৭১ সালে ৪নং সেক্টরে মৌলভীবাজারস্থ কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে যুদ্ধ করেন এবং পাক হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন
জন্ম : ১৯৩৫ সাল।
জন্মস্থান : নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেওটির বাগপাচড়া (বর্তমান নাম রুহুল আমিন নগর) গ্রামে।
পিতার নাম : মোহাম্মদ আজহার পাটওয়ারী।
মাতার নাম : মোছাঃ জুলেখা খাতুন।
মৃত্যু : ১০ ডিসেম্বর, ১৯৭১।
যেভাবে শহীদ হন ঃ বি.এন.এস. ‘পদ্মায়’ মুক্তিবাহিনীর পক্ষে যুদ্ধকালীন উপকূল এলাকায় পরে রাজাকারদের হাতে বুলেটবিদ্ধ হন এবং ধরা পড়েন। রাজাকারদের অমানুষিক নির্যাতনে শহীদ হন।
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
জন্ম : ১৯৪৯ সাল।
জন্মস্থান : বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে।
পিতা : আবদুল মোতালেব হাওলাদার।
মাতা : সাফিয়া বেগম ।
মৃত্যু : ১৪, ডিসেম্বর ১৯৭১।
যেভাবে শহীদ হন ঃ ১৯৭১ সালের ডিসেম্বরে ১৪ ডিসেম্বর মুক্তিবাহিনী পলায়নরত পাক বাহিনীকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ চালালে পাকবাহিনীর একটি বুলেট কপালে বিদ্ধ হলে তিনি শহীদ হন। ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ