ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতার ফলে ১৯৮৯ সালে বিশ্বব্যাংক কর্তৃক সুশাসনের ধারণাটি উদ্ভব হয়।এটি বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত।
'সুশাসন' একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা।তাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে 'সুশাসন' শব্দটি ব্যাপকভাবে আলচিত হয়।আধুনিক বিশ্বে এর গুরুত্ব উপলব্ধি করে ১৯৯৫ সালে ADB এবং ১৯৯৮ সালে IDA সুশাসনের উপর প্রতিবেদন প্রকাশ করে। সকল জটিলতা ও প্রতিবন্ধকতাকে কাটিয়ে সর্বাধিক জনকল্যাণ সাধনই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
সুশাসনের গুরুত্বঃ
'সুশাসন' একটি দ্বিমুখী প্রত্যয়।প্লেটোর 'রিপাবলিক' গ্রন্থে প্রথম এর ধারণা পাওয়া যায়।এখানে এক পক্ষ জনগণ ও অন্য পক্ষ সরকার।এটি নাগরিকদেরকে তাদের অধিকার ভোগ করার নিশ্চয়তা প্রদান করে।তাই সুশাসন প্রতিষ্ঠিত হলে নাগরিকগণ আশা-আকাঙ্ক্ষার প্রকাশ ও অধিকার ভোগ করতে পারে।সুশাসন হচ্ছে এমন এক ব্যবস্থা যার মাধ্যমে শাসক-শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে।আর এই প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় জীবনে সমৃদ্ধি আনায়ন করে।আর এর গুরুত্ব উপলব্ধি করে আশির দশকের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাংক সুশাসনকে উন্নয়নের এজেন্ডাভুক্ত করে।এতে সরকার ও জনগনের অংশগ্রহন নিশ্চিত হয় ও উভয়েই লাভবান হয় বলে সুশাসনকে সরকার ও জনগনের 'Win Win Game' বলা হয়।আইএমএফ এর মতে,' দেশের উন্নয়নে প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক।' তবে সুশাসনের এই তাৎপর্য গ্রামীণ সাধারণ মানুষের নিকট অজানা।
জাতিসংঘের মতে, 'সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন।'
UNDP এর মতে,'সুশাসন সকলের অংশগ্রহনের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে।'
অন্যদিকে,জাতিসংঘের মহাসচিব কফি আনানের মতে,'"Good governence is perhaps the single most important factor in eradicating proverty and promoting development।''
ম্যাককরনির মতে, 'সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগনের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।'
সুশাসনের উপাদানঃ
সুশাসন একটি আপেক্ষিক প্রত্যয়,এটি সার্বজনীন কোন বিষয় নয়।তবে সুশাসনকে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে।
UNHCR এর মতে, কোন দেশে সুশাসন নিশ্চিত করতে হলে ৫ টি উপাদানের সমন্বয়ের প্রয়োজন।এগুলো হল- Transparency,Responsibility,Accountability,participation and Responsiveness ।
জাতিসংঘ চিহ্নিত সুশাসনের মূল উপাদান ৮ টি।এগুলো হল-দায়বদ্ধতা,কার্যকরী ও দক্ষ প্রশাসন,স্বচ্চতা ন্যায় বিচার প্রবণতা,জবাব্দিহিতা,আইনের শাসনের অনুসারী,অংশগ্রহণমূলক এবং মতামতের উপর নির্ভরশীলতা।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ