শিক্ষা একটি জীবনব্যপী প্রক্রিয়া যা মানুষের পরিপূর্ণ জীবন বিকাশে ভূমিকা রাখে।বাংলায় 'শিক্ষা' শব্দটি 'শাস' ধাতু থেকে আগত,যার অর্থ শাসন করা,নিয়ন্ত্রণ করা।'Education' শব্দটির উপত্তি হয়েছে 'Educare' (যত্ন করা) বা 'Educatium'(শিক্ষা দান করা) বা 'Educere' (নিষ্কাশন করা) থেকে।
রবিন্দ্রনাথের মতে,''শিক্ষা তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।''
হার্বার্ট স্পেন্সার এর মতে,'পরিপূর্ণ জীবন বিকাশই শিক্ষা'।
সক্রেটিস এর মতে,'শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ'।
উপনিষদ অনুসারে,''শিক্ষা হল সে প্রক্রিয়া যার শেষ কথা হল মানুষের মুক্তি ''।
দার্শনিক রুশো এর মতে,'সু-অভ্যাস গঠনের নামই শিক্ষা।'।
শিক্ষাকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়।এগুলো হল-
১.আনুষ্ঠানিকঃ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা লাভ করা হয় তাই।
২.উপ-আনুষ্ঠানিকঃকর্মজীবনে বা বিশেষ দক্ষতা অর্জনের জন্য যে শিক্ষা লাভ করা হয় তাই উপ-আনুষ্ঠানিক শিক্ষা।
৩.অনানুষ্ঠানিকঃমানুষ বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যে শিক্ষা লাভ করে তাই অনানুষ্ঠানিক শিক্ষা।
সুশাসন ও বাংলাদেশের সংবিধানঃ
আধুনিক রাষ্ট্রসমূহ কল্যানমূখী।আর রাষ্ট্রকে কল্যাণমূখী করতে সুশাসন বাস্তবায়নের কোন বিকল্প নেই।সুশাসন বাস্তবায়নে বাংলাদেশের সংবিধানে বেশকিছু অনুচ্ছেদ সন্নিবেশিত হয়েছে।
অনুচ্ছেদ ১১ঃএখানে গণতন্ত্র ও মানবাধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে।যেহেতু গণতন্ত্র হল সুশাসনের প্রাণ।তাই বলা যায়, এই অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারের স্বীকৃতির মাধ্যমে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয়া হয়েছে।
অনুচ্ছেদ ৫৯ ও ৬০ঃ এই দুই অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠা (৫৯ অনুচ্ছেদ) ও এর ক্ষমতা (৬০ অনুচ্ছেদ) সম্পর্কে বলা হয়েছে।যেহেতু গণতন্ত্র মানেই জণগনের প্রত্যক্ষ অংশগ্রহণ এনং স্থানীয় সরকার ব্যবস্থা জণগনের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিতের নিশ্চয়তা প্রদান করে।তাই বলা যায় এই দুই অনুচ্ছেদের মাধ্যমে সুশাসনের নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
অনুচ্ছেদ ৭৭ঃ এই অনুচ্ছেদে সরকারি কর্মচারিদের দুর্নীতি প্রতিরোধ করার ব্যবস্থা হিসেবে ন্যায়পাল (Ombudsman) এর বিধান যুক্ত করা হয়েছে।ন্যায়পাল তার উপর অর্পিত ক্ষমতা বলে সরকারের যেকোন সংস্থার কার্যাবলি তদন্ত করার ক্ষমতা রাখেন।১৮০৯ সালে সুইডেনে সর্বপ্রথম ন্যায়পালের বিধান জারি করা হয়।পরবর্তীতে ১৯৮০ সালে বাংলাদেশের সংবিধানে এই বিধান যুক্ত করা হয়।তবে এটি এখন পর্যন্ত কার্যকর করা হয় নি।
এছাড়া সংবিধানে তৃতীয় ভাগে (অনুচ্ছেদ ২৬-৪৭) নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে এবং অষ্টম ভাগে ( অনুচ্ছেদ১২৭-১৩২) সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিধান যুক্ত করা হয়েছে।
সুতরাং বলা যায়,দেশে সুশাসন বাস্তবায়নের সকল প্রকার সাংবিধানিক নিশ্চয়তা(Constitutional guarantee) আমাদের সংবিধানে সন্নিবেশিত হয়েছে হয়েছে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ