দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্র হল অন্যতম মৌলিক ভিত্তি।কেননা গণতন্ত্র ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।আর তাই গণতন্ত্রকে সুশাসনের প্রাণ বলা হয়।
গ্রিক শব্দ 'Democratia' থেকে 'গণতন্ত্র' (Democracy ) শব্দটির উৎপত্তি হয়েছে ।গণতন্ত্র হল জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা।এখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসনকার্য পরিচালনা করেন। প্রাচীন গ্রিসে সর্বপ্রথম এর চর্চা শুরু হয়।যেহেতু এখানে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে।তাই এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা ।এখানে জনগণ নির্বাচনে ভোট দিয়ে তাদের এই ইচ্ছার প্রতিফলন ঘটান।তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণকে গণতন্ত্রের প্রাণ বলা হয়।
আব্রাহাম লিঙ্কন এর মতে,''গণতন্ত্র হল জনগণের জন্য,জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থা।''
বর্তমানে যুক্তরাজ্যে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত।আর ভারতকে বলা হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ।
সুশাসন দেশে আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে সামাজিক শৃংখলা প্রতিষ্ঠা করে।ফলে অর্থনৈতিক অনুকূল পরিবেশ পেয়ে লোকাল মার্কেট শক্তিশালি হয়,যা দেশের উন্নয়নে ভূমিকা রাখে।
আবার, যেহেতু আইনের শাসন মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে,তাই বলা যায় সুশাসন মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করে।
সুশাসন বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে।ফলে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হয় এবং ফলশ্রুতিতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।
সুশাসনের ফলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় বহির্বিশ্বে দেশের শ্রমবাজার সম্প্রসারিত হয়।
আবার সুশাসন আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটিয়ে প্রশাসনিক দীর্ঘসূত্রিতার অবসান ঘটায়।ফলে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন ত্বরান্বিত হয়,যা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে।এছাড়া সুশাসন দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে জাতীয় উন্নয়ন নিশ্চিত করে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ