দেশে আইনের শাসন বাস্তবায়নে স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য।স্বাধীন বিচার বিভাগ 'ওয়াচ ডগ' হিসেবে ভূমিকা পালন করে দেশে আইনের শাসন বাস্তবায়নে অংশ নেয়।বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয়েছে।২০০৭ সালের ১ নভেম্বর মাজদার হোসেন মামলার রায়ের উপর ভিত্তি করে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়।
আইনের ইংরেজি প্রতিশব্দ 'Law' ,যা টিউটনিক মূল শব্দ 'Lag' থেকে আবির্ভূত হয়েছে।আইন হল এমন কতগুলো নিয়ম-কানুন,যা সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত।
অধ্যাপক হল্যান্ডের মতে,আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত।''
বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে,'''আইন' অর্থ কোন আইন,আদেশ,বিধি,প্রবিধান,উপ-আইন,বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন রীতি বা প্রথা।''
সুশাসন মানেই আইনের শাসন।তাই দেশে সুশাসন বাস্তবায়নে আইনের শাসনের কোন বিকল্প নেই।এ.ভি.ডাইসি আইনের শাসন বলতে নিচের তিনটি বিষয়কে বুঝিয়েছেন-
১।Supremacy of law
২।Equality before law and
৩।predominance of legal spirit
সুতরাং, আইনের শাসন বলতে আইনের প্রাধান্য,আইনের দৃষ্টিতে সমতাকে বুঝিয়ে থাকে।এর ফলে ধনী-দরিদ্র,সবল-দুর্বল,পেশা-ধর্ম নির্বিশেষে সকলেই আইনের আশ্রয় লাভ করবে এবং ফলশ্রুতিতে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ