টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দও শোনা যায়। জন লগি বেয়ার্ড, ১৯২৫ সালে টিভি আবিষ্কার করেন। বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে
যাদের দীর্ঘক্ষণ টিভি দেখার অভ্যাস আছে, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৮০% বেশী। এছাড়াও যাদের দীর্ঘক্ষণ টিভি দেখার অভ্যাস আছে, তাদের হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা ব্যাপক, টিভির গামা রশ্মি চোখের মারাত্মক ক্ষতি করে, এমনকি অন্ধত্ব বয়ে আনতে পারে l বসে , শুয়ে টিভি দেখবার ফলে শরীরে ব্যথার বাস শুরু হতে পারে এবং সেই সাথে মেদ ভুড়ি বাড়াতেও সহায্য করে থাকে l রেডিয়েশনের কারণে ক্যান্সার ঝুঁকি তো আছেই
প্রকৃত রেডিও আবিষ্কারক কে ছিলেন এ নিয়ে নিকোলাস টেলসা এবং গুগ্লিয়েরম মার্কনির মধ্যে বিতর্কের অবকাশ ছিল না। বিংশ শতাব্দীর প্রথম দিকে মার্কনি একটি বেতার যন্ত্রের রূপরেখা তৈরি করেন এবং এই যন্ত্রের সাহায্যে তিনি কোনো সংকেত আটলান্টিক মহাসাগরের ওপারে পাঠাতে সক্ষম হন। মার্কনির এই যন্ত্রটির রূপরেখাটি ছিল নিকোলাস টেলসির রেডিওবিষয়ক ১৭ রূপরেখার সম্মিলিত প্রচেষ্টা। টেলসা দাবি করেন, ১৮৯৫ থেকে ১৮৯৯ সালের বিভিন্ন সময়ে তিনি দূরবর্তী কোনো স্থান থেকে তারবিহীন সংকেত গ্রহণ ও প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট নিকোলাই টেলসাকে সর্বপ্রথম রেডিও আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দান করেন। এরপরও এই আবিষ্কারের পেছনে যার নামটি অধরা রয়ে যায় তিনি হলেন স্প্যানিশ ইঞ্জিনিয়ার খুলীয় সের্ভেরা বাভিয়েরা। ১৮৯৮ সালে স্প্যানিশ-মার্কিন যুদ্ধ সমাপ্তির পর বাভিয়েরা ৩ মাস মার্কনি ও তার সহযোগী জর্জ ক্যাম্পের সঙ্গে টেলিগ্রাফি বিষয়ে কাজ করেন এবং শতাব্দীর শেষে এসে মার্কনি তারবিহীন টেলিগ্রাফ আবিষ্কার করতে সমর্থ হন। বেশ কয়েক বছর পর স্পেনের নাভারা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিজ্ঞ অধ্যাপকরা খুলীয় সের্ভেরা বাভিয়েরার রেডিওবিষয়ক গবেষণালব্ধ তথ্যগুলো পর্যবেক্ষণ করে দেখতে পান, যে কার্য সম্পাদন করার জন্য মার্কনিকে রেডিও আবিষ্কারকের উপাধি দেয়া হয়েছিল তার ১১ বছর আগে খুলীয় সের্ভেরা সেই কাজটি অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছিলেন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ