ডায়োড প্রধানত ব্যবহার করা হয় A.C. ভোল্টজকে D.C. তে রূপান্তর করতে। আর এই A.C. কে D.C. করবার ঘটনাকে বলা হয় একমুখিকরণ বা রেকটিফিকেশন (Rectification) এবং এ ধরনের ডায়োডকে বলা হয় রেকটিফায়ার ডায়োড। রেকটিফায়ার একটি ডিভাইস বা সার্কিট কিন্তু রেকটিফিকেশন হলো উক্ত ডিভাইস বা সার্কিটের কাজ করার পদ্ধতি। অধিকাংশ ইলেক্ট্রনিক কাজেই D.C. Supply-এর প্রজোয়ন হয়। এই কাজে ব্যাটারী ব্যবহার করলে অনেক বেশী খরচ পরে।তাই বাণিজ্যিক ভিত্তিতে A.C. সরবরাহ হতে বিভিন্ন মানের D.C. পাবার জন্যই রেকটিফায়ারের প্রয়োজন হয়। তাই রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়। এই রেকটিফায়ার ব্যবহার করে রেগুলেটিভ D.C. Power Supply ইউনিট তৈরী করা সম্ভব।
ট্রানজিস্টর হল থ্রী টার্মিনাল ডিভাইস । যার এক প্রান্ত কালেক্টর অপর প্রান্ত ইমিটর এবং মাঝে বেস থাকে । বেস এর মাধ্যমে কালেক্টর ও ইমিটরের মধ্যে ইলেক্ট্রন প্রবাহ কন্ট্রোল করা হয় । মূলত ট্রানজিস্টর একটি সুইচিং ডিভাইস ও এমপ্লিফায়ার হিসাবে ব্যাবহার করা হয় । এটিকে প্রসেসর ও বলা যায়। আইসি এর মুল উপাদান হল ট্রানজিস্টর । ট্রানজিস্টর মূলত দুই ধরনের হয়ে থাকে পি এন পি এবং এন পি এন । ১৯৪৭ সালের ১৬ই ডিসেম্বর বেল ল্যাবরেটরির উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন পৃথিবীর প্রথম ব্যবহারিক পয়েন্ট-কন্টাক্ট ট্রানজিস্টর তৈরি করতে সক্ষম হন।
ট্রানজিস্টর হল থ্রী টার্মিনাল ডিভাইস । যার এক প্রান্ত কালেক্টর অপর প্রান্ত ইমিটর এবং মাঝে বেস থাকে । বেস এর মাধ্যমে কালেক্টর ও ইমিটরের মধ্যে ইলেক্ট্রন প্রবাহ কন্ট্রোল করা হয় । মূলত ট্রানজিস্টর একটি সুইচিং ডিভাইস ও এমপ্লিফায়ার হিসাবে ব্যাবহার করা হয় । এটিকে প্রসেসর ও বলা যায়। আইসি এর মুল উপাদান হল ট্রানজিস্টর । ট্রানজিস্টর মূলত দুই ধরনের হয়ে থাকে পি এন পি এবং এন পি এন । ট্রানজিস্টরে সেমিকন্ডাষ্টর হিসেবে ব্যাবহৃত হয় জার্মেনিয়াম। ১৯৪৭ সালের ১৬ই ডিসেম্বর বেল ল্যাবরেটরির উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন পৃথিবীর প্রথম ব্যবহারিক পয়েন্ট-কন্টাক্ট ট্রানজিস্টর তৈরি করতে সক্ষম হন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ