বৈদ্যুতিক খুটির উপরে ট্রান্সফরমার থাকে যা দিয়ে শুধুমাত্র ভোল্টেজ কমানো হয়। এগুলাকে বলা হয় পোল মাউন্টেড সিঙ্গেল ফেইজ স্টেপ ডাউন ট্রান্সফরমার । চিত্র ১ এবং চিত্র ২ এ এসব ট্রান্সফরমার দেখানো হয়েছে । শহরে কিংবা ফেক্টরির আশে পাশে বৈদ্যুতিক খুটির উপর একটু বড় বক্সের মত যে ট্রান্সফরমার গুলো দেখা যায় ওগুলাকে বলা হয় থ্রি ফেইজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এগুলার কাজ ও শুধুমাত্র ভোল্টেজকে কমানো।
একমাত্র ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজকে বাড়ানোর কাজটা করা হয় পাওয়ার প্ল্যান্টে যেখানে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ বাড়িয়ে সেই ভোল্টেজকে দুর দুরান্তে পাঠানো হয় ট্রান্সমিশনের জন্য। কারণ বেশি ভোল্টেজে বিদ্যুৎ অপচয় কম হয়।
রোধ হচ্ছে বিদ্যুৎ পরিবাহীর ধর্ম। বিদ্যুৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ বাধাগ্রস্থ হয় বা বিঘ্নিত হয়, তাকে রোধ বলে। রোধের এসআই একক ও'ম, একে গ্রীক চিহ্ন ওমেগা (Ω) দ্বারা সূচিত করা হয়। বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহ নিয়ন্ত্রন করার জন্য রোধ ব্যবহার করা হয়। নির্দিষ্ট উষ্ণতায় যে কোন পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। অতিপরিবাহী (সুপার কন্ডাক্টর) ছাড়া সব পরিবাহীরই কিছু না কিছু রোধ আছে, তা যত ক্ষুদ্রই হোক না কেন। কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত দ্বারা ঐ তাপমাত্রায় ঐ পরিবাহীর রোধ পরিমাপ করা যায়। রোধ পরিমাপের জন্য নিম্নোক্ত সূত্র ব্যবহার করা হয় যা মূলতঃ ও'মের সূত্রের ভিন্নরূপঃ r=v/I
কোন পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য ১ ভোল্ট হলে যদি তার মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হয় তবে ঐ পরিবাহীর রোধকে ১ ও'ম বলে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ