লাইনাস পলিং, রোধ ফ্যানের গতি

লাইনাস পলিং

১৯৩১, Caltech এর নবীন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইনাস পলিং  Journal Of American Chemical Society তে প্রকাশ করলেন এক অনবদ্য পেপার “The Nature Of The Chemical Bonds”, রিভিউয়ের জন্য যে পেপার জার্নাল প্রকাশক আইনস্টাইনকে দিলে আইনস্টাইন বলেছিলেন, “This paper is too complicated for me!” । সেই পেপার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত বিজ্ঞানিরা জানতেন, কেবল দুই প্রকার রাসায়নিক বন্ধন আছে, আয়নিক আর সমযোজী। আয়নিক বন্ধনে ইলেকট্রনের আদান প্রদান হয় আর সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার ঘটে। পলিং দেখালেন, বিষয়টা অত সরাসরি হয় না, আসলে বেশিরভাগ যৌগের রাসায়নিক বন্ধন বিশুদ্ধ আয়নিক আর বিশুদ্ধ সমযোজী ধর্মের মাঝামাঝি। অর্থাৎ এর মাধ্যমেই পলিং আবিস্কার করে বসলেন পরমাণুর এক বিশেষ ধর্মঃ তড়িৎ ঋণাত্মকতা। এই তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানি মহলে সাড়া পড়ে গেল। ত্রিশ বছরের নবীন সায়েন্টিস্ট পলিং কেমিস্ট্রির সাথে কোয়ান্টাম মেকানিক্সের সংযোগ ঘটালেন। সেইসাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মেধাবী তরুন বিজ্ঞানির খেতাব পেলেন সম্মানজনক ল্যাঙ্গমুর পদক ও সর্বকনিষ্ঠ হিসাবে National Academy Of Science এর সদস্যপদ অর্জনের মাধ্যমে। এমন কি এই গবেষণাই ১৯৫৪ সালে তাঁর হাতে এনে দিল তাঁর প্রথম নোবেল প্রাইজ।

এবং বিশ্ব শানিতে অবদান রাখায় ১৯৬২ সালে লাইনাস পলিং পেলেন তাঁর দ্বিতীয় নোবেল- নোবেল শান্তি পদক! শুধু নোবেল কেন পলিং পেয়েছেন National Academy Of Science পদক, Medal for Merit, ক্যাম্ব্রিজ , লন্ডন ও প্যারিস ইউনিভার্সিটির অনারারি ডিগ্রি, ১৯৬১ তে টাইমস ম্যাগাজিনের Man Of The year. শুধু তাই নয় পলিংকে আজ পর্যন্ত বিশ্বের সেরা বিশ জন বিজ্ঞানির এক জন মনে করা হয়, এই তালিকায় বিংশ শতাব্দির এক জনই আছেন শুধু পলিংএর সাথে, তিনি স্বয়ং আলবার্ট আইনস্টাইন!

 

রোধ ফ্যানের গতি

বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহ নিয়ন্ত্রন করার জন্য রোধ ব্যবহার করা হয়। ফ্যানের সুইচে যে রেগুলেটর ব্যবহৃত হয় তাতে থাকে পরিবর্তনশীল রোধ l আমরা যখন রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের গতি কমানোর চেষ্টা করি তখন আসলে রেগুলেটর বর্তনীতে রোধ বাড়িয়ে দেয় ফলে এর ভিতর দিয়ে বিদ্যুত প্রবাহ কমে যায় যে কারণে ফ্যান আস্তে ঘুরে l রোধের সাথে ভোল্টেজ আর প্রবাহের সম্পর্কটা এরকম--- V = IR ;
যেখানে V = বিভব; I = প্রবাহ; R = রোধ

যখনই আপনি রোধ বাড়াবেন তখনই বিভবকে স্থির রাখতে প্রবাহ কমে যায় এর ফলে ফ্যানের গতি কমে যায় l আবার যখন ফ্যানের গতি বেশি থাকা সত্বেও নিম্ন ভোল্টেজ এর কারনেও ফ্যান ধীরে চলে এর কারণ ও কিন্তু একটাই l সূত্র থেকে দেখা যায় বিভব প্রবাহের সমানুপতিক ; যেহেতু এক্ষেত্রে আপনি রেগুলেটর ঘুরাচ্ছেন না তাই রোধ অপরিবর্তিত থাকছে কিন্তু বিভব কমে যাওয়ার দরুন প্রবাহ ও সমানুপাতে কমে যাচ্ছে তাই ফ্যানের গতিও কমে যায় l

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]