বাষ্পীভবন:
আমরা জানি পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়া হলে, সেটি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। সূর্যের তাপে সমুদ্র, নদ-নদী, খাল-বিলের পানি প্রতিনিয়ত এভাবে বাষ্পে পরিণত হচ্ছে। এ বাষ্প মিশে যায় আমাদের আশেপাশের বাতাসে।
গাছপালাও তাদের অভ্যন্তরের পানি অনেকসময় বের করে দেয়, সে পানিও বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে যায় ।
সূর্যের উত্তাপে ভূপৃষ্ঠের সমুদ্র, হ্রদ, নদী, পুকুর, খাল, বিল প্রভৃতি জলরাশি থেকে জল জলীয়বাষ্পে পরিণত হয় । জলীয়বাষ্পপূর্ণ ... জলকণাগুলি যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বড় বড় জলকণায় পরিণত হয় তখন সেগুলি নিজেদের ভারে ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বাতাসে আর ভেসে বেড়াতে পারে না ।
গরমে গা ঘামলে পরে যদি গা য়ে বাতাস করলে ঠান্ডা লাগে কারনঃ সেই বাতাস গা এর ঘামগুলোকেজলীয়বাষ্পে পরিণত করে আর তৎক্ষনাত গা ঠান্ডা হয়।
যে সকল পরিবর্তনের ফলে পদার্থের ভৌত অবস্থা, গঠন-প্রকৃতি, স্থিতিস্থাপকতা, বৈদ্যুতিক ওচৌম্বক ধর্ম প্রভৃতির পরিবর্তন হয়, কিন্তু উপাদানগত কোন পরিবর্তন হয় না অর্থাৎ ... এক বা একাধিক পদার্থের উপাদানগত পরিবর্তনের মাধ্যমে ওই পদার্থের নিজস্ব সত্তা হ্রাস পায় এবং নূতন এক বা একাধিক পদার্থ সৃষ্টি হয়, এরূপ পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে।
যে রাসায়নিক প্রক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে এক বা একাধিক সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন যৌগ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।
যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু স্বীয় সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য এক বা একাধিক বস্তুতে পরিনত হয়,তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ