বৈজ্ঞানিক নামকরণ , পামরী পোকা

বৈজ্ঞানিক নামকরণ

জীববিদ্যাতে দ্বিপদী নামকরণ পদ্ধতি অনুসারে বিভিন্ন প্রজাতির নামকরণ করা হয়। এই নামকরণ লাতিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। এই নামকরন পদ্ধতির জনক হল সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস তার Systema Nature গ্রন্থের ১০ম সংস্করণে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।

প্রাণী নামকরণের আন্তর্জাতিক সংস্থা ICZN ও ICBN-এর প্রথানুসারে প্রথমে গণ-এর এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে দু’টি ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন শব্দ দিয়ে প্রাণীর নামকরণের পদ্ধতিই হলো দ্বিপদ নামকরণ। ICZN-এর পূর্ণরূপ হলো International code of Zoological Nomenclature. ICBN– International Code of Botanical Nomenclature.

উদাহরণঃ মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens (হোমো সেপিয়ান্স)।. এ নামটিতে Homo গণ এবং Sapiens প্রজাতি নামক দু’টি শব্দ ব্যবহৃত হয়েছে। ধান - Oryza sativa, পাট - Corchorus capsularis, শাপলা - Nymphea nouchali, রয়েল বেঙ্গল টাইগার - Panthera tigris ইত্যাদি।

আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় চার লাখ ও প্রাণীর প্রায় তেরো লাখ প্রজাতির নামকরণ এবং বর্ণনা করা হয়েছে। এ সংখ্যাও চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে। বিপুল পরিমাণ জীবের প্রতিটিকে আলাদাভাবে শনাক্ত করা কারও পক্ষে সম্ভব নয়। আকার, গঠন, স্বভাব, চরিত্র, বাসস্থান, বিচরণ ইত্যাদি দিক থেকে বিচার করলে এদের মধ্যে নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়।

পামরী পোকা

ধানের পামরী পোকা Hispa
বৈজ্ঞানিক নাম-Dicladispa armigera
বর্গঃ কলিওপ্টেরা।
পামরী পোকা কালচে নীল রং এর এবং উজ্জল কাটাঁযুক্ত। কীড়াগুলো অতি ক্ষুদ্র এবং হলদে ধরনের।
বয়স্ক পোকার পাখায় কমলা বাদামী স্ট্রাইপ ও ঢেউ খেলানো অসংখ্য দাগ দেখা যায়।

জীবনচক্রের স্তর চারটি: (ডিম-৪-৬দিন),লার্ভা(২১-২৮দিন),পিউপা(৬-৭ দিন),পূর্ণাঙ্গ(৭-১০দিন)জীবনকাল ৪৫-৫১ দিন, জীবনচক্র

২৪-২৯দিন এবং বৎসরে কমপক্ষে ৪বার বংশ বিস্তার করতে পারে।

প্রতিটি স্ত্রীপোকা ৩-৪ দিনের মধ্যে প্র্রায় ৩০০টি ডিম দেয়। বয়স্ক পোকার পাখায় কমলা বাদামী স্ট্রাইপ ও ঢেউ খেলানো অসংখ্য দাগ দেখা যায়।

আক্রমন মৌসুম
আমন মৌসুমে এর প্রাদূর্ভাব বেশী তবে আউশ ও বোরো মৌসুমেও এদের প্রাদুর্ভাব দেখা যায়।

অনুকুল পরিবেশ উচ্চ তাপমাত্রা (২৫-৩০ ডিগ্রি সেঃ),উচ্চ আদ্রতা (৮০%উপরে),অতিরিক্ত বৃষ্টি, ক্রমাগত কয়েকদিন যাবত রাত্রের তাপমাত্রা উঠানামা, মৌসুমের শুরুতে ঘন বৃষ্টি পরে বৃষ্টি পরে বৃষ্টির অভাব, বিকল্প পোষাকের উপস্থিতি (আড়াইল, শ্যামা, আঙ্গুরী ঘাস।

বাড়ন্ত ধানের জমিতে আক্রমণ বেশী এবং ধান পাকার সময় থাকে না।

পূর্ণবয়স্ক পোকা নতুন ধান ফসলে স্থানান্তরিত হয়ে সেখানে আক্রমন করে।

একটি কীড়া তার জীবনকালে ১২.৪ বর্গ মি. মি. এবং একটি বয়স্ক পোকা প্রতিদিন ২৫ বর্গ মি. মি. পাতা খেতে পারে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]