খ্রিস্টপূর্ব ৩৭০ সালে থিওফ্রাস্টাস জন্মগ্রহণ করেন। গ্রিক দার্শনিক থিওফ্রাস্টাসের কাজের মধ্যে খুব কম কাজেরই খোঁজ পাওয়া গেছে। যা পাওয়া গেছে তার মধ্যে On the history of Plents-এর নয়টি এবং On the cause of plents-এর ৬টি ভলিউম আছে। উল্লেখ্য, থিওফ্রাস্টাস বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। তিনি সব উদ্ভিদকে Trees (বৃক্ষ), Shrubs (গুল্ম), Undershrubs(উপগুল্ম) এবং Herbs (বীরুৎ) এই ৪ ভাগে বিভক্ত করেন। তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। খ্রিস্টপূর্ব ২৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
চার্লস রবার্ট ডারউইন
ডারউইন ১৮০৯ সালে জন্মগ্রহণ করেন। ইংরেজ এই প্রকৃতিবিজ্ঞানী প্রাকৃতিক নির্বাচন মতবাদের (Theory of Natural selection) প্রবর্তক। গেলাপোগোস দ্বীপপুঞ্জের জীবসম্প্রদায় পর্যবেক্ষণ করে ১৮৫৯ সালে বিখ্যাত গবেষণা পুস্তক 'Origin of species by meens of Natural selection' রচনা করেন। এতে তিনি তার মতবাদ প্রকাশ করেন। ডারউইন ১৮৮২ সালে মারা যান।
এন্থনি ফল লিউয়েনহক
লিউয়েনহক ১৬৩২ সালে জন্মগ্রহণ করেন। ডাচবিজ্ঞানী লিউয়েনহক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন। তবে তার অণুবীক্ষণ যন্ত্র এখনকার অণুবীক্ষণ যন্ত্রের মতো এত উন্নত ছিল না। নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে তিনি ব্যাকটেরিয়া, স্নায়ুকোষ, হাইড্রা, ভলভক্স ইত্যাদি জীবের যে বর্ণনা লিখে গেছেন তা অত্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে।
১৬৩৫ খ্রিস্টাব্দের ১৮ জুলাই ইংরেজ প্রাকৃতিক দার্শনিক, স্থপতি, বহুবিদ্যাবিশারদ রবার্ট হুকের জন্ম। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক তিনিই। জীবাশ্ম এবং ভূতত্ত্বের পর্যবেক্ষক হিসেবেও তার অবদান স্বীকৃত।
সহকর্মী বিজ্ঞানী আইজাক নিউটনের প্রতিদ্বন্দ্বিতা প্রভাবই হুকের বিস্মৃতির অতলে চলে যাওয়ার অন্যতম কারণ বলে ধারণা করা হয়। ১৭ শতকের গবেষণানির্ভর বিজ্ঞানীদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠতম। কর্নিয়ায় (চোখের তারার রঙিন অংশ) আলোক প্রবেশ নিয়ন্ত্রণের কৌশল, উল্লমম্ফন-দাঁড়িপাল্লা এবং শ্বাস-প্রশ্বাস গ্রহণে সহায়ক যন্ত্রবিশেষের প্রাথমিক নমুনার আবিষ্কারকও তিনি।
একটা সময় তিনি রয়্যাল সোসাইটির সদস্যপদ এবং গ্রিশাম প্রফেসর অব জিওমেট্রির পদ অলঙ্কৃত করেন যুগপত্ভাবে। জন হুক ও সিসিলি জাইলস তার বাবা-মা। লর্ড প্রটেক্টর শাসিত ইংল্যান্ডের ওয়াডহ্যাম কলেজে তার পড়াশোনা। ১৭০৩ খ্রিস্টাব্দের ৩ মার্চ তিনি লন্ডনে পরলোকগমন করেন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ