হিগস বোসন বা ঈশ্বর কণা বা ( Higgs boson বা Higgs particle বা God Particle) পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের প্রস্তাবিত মৌলিক কনা।হিগস কণা হল এমন এক প্রকার কণা যা বস্তুর ভার সৃষ্টি করে।ভরহীন কোন কণা হিগস বোসন ক্ষেত্রে প্রবেশ করলে হিগস বোসনের মাধ্যমে ভর লাভ করে ভরযুক্ত কণাতে পরিণত হয়।আর এর ফলেই মহাবিশ্বের সৃষ্টি সম্ভব হয়েছে।পিটার হিগস(জন্ম-২৯ মে ১৯২৯) ১৯৬৪ সালে এ কণার ধারণা দেন।আর সত্যেন্দ্রনাথ বসুর ‘কণা পরিসংখ্যান তত্ত্ব’ এতে অবদান রাখে।তাই পদার্থবিজ্ঞানী পিটার হিগস ও সত্যেন বোস( ১ জানুয়ারি ১৮৯৪- ৪ ফেব্রুয়ারি ১৯৭৪)-এর নামে এই কণার নামকরন করা হয়।বিজ্ঞানী হিগস ১৯২৯ সালের ২৯ মে ইউকে -তে জন্মগ্রহন করেন।২০১২ সালের ৪ জুলাই সার্নের বিজ্ঞানীরা হিগস বোসন কণা আবিষ্কারের ঘোষণা দেন।আর এ আবিষ্কারে লার্জ হ্যাড্রন কলাইডড় গবেষণারটি ব্যবহৃত হয়,যা বিশ্বের সর্ববৃহৎ গবেষণার।
ফোটন একটি মৌলিক কণা,এটি তড়িৎচুম্বক ক্রিয়ায় আলো এবং অন্যান্য সকল তড়িৎচুম্বক বিকিরণের মৌলিক একক।ম্যাক্স প্ল্যাঙ্ক সর্বপ্রথম ফোটনের ধারণা দেন।তিনি ১৯০০ সালে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন।এ তত্ত্বানুসারে আলোক রশ্মি কোন উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়।শক্তির এই সর্বনিম্নমানের কণাকে ফোটন বলা হয়। তড়িৎচৌম্বক বলের শক্তি সরবরাহকারী মূল কণিকাও ফোটন। এই বলের প্রভাব আণুবীক্ষণিক পর্যায়ে সহজেই পর্যবেক্ষণ করা যায় কারণ ফোটনের কোন স্থিতি ভর নেই যার ফলে ফোটন দীর্ঘ দূরত্বেও পারস্পারিক ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া করতে সক্ষম। অন্য সকল মৌলিক কণিকার মত কোয়ান্টাম বলবিদ্যায় ফোটন সম্পর্কে আলোচনা করা হয়। ফোটন তরঙ্গ এবং কণা উভয় ধর্মই প্রদর্শন করে। যেমন-একটি বিচ্ছিন্ন ফোটন লেন্সের মাধ্যমে প্রতিসৃত হতে পারে এবং এটি ব্যতিচার প্রদর্শন করে।ফোটনের কোন চার্জ নেই।সুতরাং, এটি চার্জ নিরপেক্ষ। আর এর ফলে এর উপর তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রের প্রভাব কাজ করে না।শুন্যস্থানেে এটি আলোর দ্রুতিতে চলে। ফোটনের আধুনিক ধারণা আলবার্ট আইন্সটাইন ধীরে ধীরে উন্নয়ন করেন। তিনি পরীক্ষামূলক পর্যবেক্ষণ ব্যাখ্যার জন্য এই ধারণার প্রবর্তন করেন। আলোক শক্তির কম্পাঙ্ক নির্ভরতা ব্যাখ্যার জন্য আইনস্টাইনের এই ফোটন মডেল প্রয়োজন ছিল। এছাড়া ব্যতিক্রমী পর্যবেক্ষণ যেমন-কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যার জন্য বহু পদার্থবিজ্ঞানী ফোটনের ব্যবহার করেছেন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ