ভাইরাস ল্যাটিন শব্দ।যার অর্থ বিষ।এটি একপ্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা অতি-আণুবীক্ষণিক এবং অকোষীয়।অনেক সময়,প্রিয়ন শব্দটি আমরা শুনে থাকি এটি মূলত একটি সংক্রামক সত্তা,যা কেবলমাত্র প্রোটিন অণু দিয়ে গঠিত।এটি ভাইরাস হতে প্রায় ১০০ ভাগ ছোট।
ভাইরাসকে জীব হিসেবে বিবেচিত হবে কিনা, এ নিয়ে আবার বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে। ভাইরাস মানুষ, পশু-পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে- এদের ব্যাক্টেরিওফাজ বলা হয়।
ভাইরাস ল্যাটিন ভাষা হতে গৃহীত একটি শব্দ। এর অর্থ হল বিষ। আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোন বিষাক্ত পদার্থকে ভাইরাস বলা হত। বর্তমান কালে ভাইরাস বলতে এক প্রকার অতি আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায়। উদ্ভিদ ও প্রাণির বহু রোগ সৃষ্টির কারণ হল ভাইরাস।যেমন-Tungro virous ধান গাছে রোগ সৃষ্টি করে এবং স্ট্রিট ভাইরাস হল বেরিস রোগের জীবানু।তবে সব রোগ ভাইরাসের আক্রমণে হয় না।কিছু রোগ আছে যা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়।যেমন-Entamoeba hitohytica নামক জীবানুর সংক্রমণে আমাশয় হয়ে থাকে।এটি এক ধরণের ব্যাকটেরিয়া।
এরা উদ্ভিদ,প্রাণী,ব্যাকটেরিয়া,সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করতে পারে। আবার নিষ্ক্রিয় অবস্থায় বাতাস,মাটি,পানি ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে ভাইরাস অবস্থান করে। কাজেই বলা যায়,জীব ও জড় পরিবেশ উভয়ই ভাইরাসের আবাস।
ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত।এরা সাধারণত নিম্ন লিখিত আকৃতির হয়ে থাকে। গোলাকার, দণ্ডাকার, বর্তুলাকার, সূত্রাকার, পাউরুটি আকার, বহুভুজাক্রিতি, ব্যাঙ্গাচি আকার প্রভৃতি।
এছাড়া জিববিজ্ঞানে ভাইরাস সংশ্লিষ্ট আরও কিছু বিষয় রয়েছে যা জীববিজ্ঞানে অত্যন্ত তাৎপর্য বহন করে।
প্যাথজোনিকঃযেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের প্যাথজোনিক বলা হয়।
ভেক্টরঃযে প্রাণি এক মানব দেহ থেকে অন্য মানবদেহে রোগজীবানু বহন করে তাকে ভেক্টর বলা হয়।
প্লাসমিডঃপ্লাজমিড অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ