মানুষের মুখের দু’পাশে তিনজোড়া লালাগ্রন্থি অবস্থান করে। এগুলো হচ্ছে-
ক. প্যারোটিড গ্রন্থি : বহিঃকর্ণের অংকীয় দেশে অবস্থিত।
খ. সাবলিঙ্গুয়াল গ্রন্থি : জিহ্বার নিচে অবস্থিত।
গ. সাব-মেক্সিলারি গ্রন্থি : চোয়ালের কোণায় অবস্থিত।
কাজ : প্রতিটি গ্রন্থি পৃথক পৃথক নালীর মাধ্যমে মুখ গহ্বরে উন্মুক্ত হয়। এসব গ্রন্থি নিঃসৃত রসকে লালা বলে। এতে টায়ালিন ও সল্টেজ নামক উৎসেচক থাকে,যাদের কারণে শর্করাজাতীয় খাদ্য মুখেই ভাঙতে শুরু করে।
অপরিপাকীয় কাজঃ
লালাগ্রন্থিতে মিউসিন থাকে যা খাদ্যদ্রব্য পিচ্ছিল করে চিবাতে ও গিলতে সাহায্য করা।
কান প্রাণিদেহের শ্রবণ অঙ্গ। এটি মানদেহের একটি অঙ্গ, যা মাথার দুই দিকে অবস্থিত। এর দ্বারা মানুষ শ্রবণ করে। এর সাহায্যে আমরা বহিরাগত শব্দ শুনি, তাই এটি একটি শ্রবণেন্দ্রিয়।
গঠনঃমানুষের কান প্রধান তিনটি অংশে বিভক্ত।এগুলো হল-
বহিকর্ণঃকর্ণছত্র বা পিনা , কর্ণকুহর ও কর্ণপটহ দ্বারা বহিকর্ণ গঠিত। এদের কাজ হল শব্দতরঙ্গকে বাইরের থেকে মধ্যকর্ণে প্রবাহিত করা।
মধ্যকর্ণঃএটি মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটি অস্থি দ্বারা গঠিত।এদের কাজ হল শব্দতরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তকর্ণে প্রবাহিত করা।
অন্তঃকর্ণঃএটি ইউট্রিকুলাস(যা অর্ধবৃত্তাকার নালী,অ্যাম্পোলা ও ওটেলিথে বিভক্ত) ও স্যাকুলাস( যা ককলিয়া ও অর্গান অব কর্টি সমন্বয়ে নির্মিত) দ্বারা গঠিত।উল্লেখ্য, ককলিয়ার মধ্যেই আমাদের শ্রুতি-যন্ত্র অবস্থিত।
কাজঃ
১ শ্রবণ।
২ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ।
কানের প্রধান অংশগুলোর অবস্থান ও কাজঃ
কানের অংশ | অবস্থান | কাজ |
পিনা | মস্তিষ্কের দুপাশে তরুণাস্থি নির্মিত কানের বাইরের প্রসারিত অংশ বিশেষ। | শব্দতরঙ্গ গ্রহন করে ও কর্ণকুহরে প্রবেশ করায়। |
অর্গান অব কর্টি | ককলিয়ার বেসিলারি ঝিল্লির উপর অবস্থিত ও অডিটরি স্নায়ুর সাথে যুক্ত। | শব্দ গ্রাহক হিসেবে যন্ত্র হিসেবে কাজ করে। |
ইউস্টেশিয়ান নালী | মধ্যকর্ণ ও গলবিলের সংযোগ নালী | মধ্যকর্ণ ও গলবিলের বায়ুচাপের সমতা বজায় রাখে। |
ককলিয়া | অন্তঃকর্ণে অবস্থিত এক প্রকার নালিকা বিশেষ। | শ্রবণ অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে। |
ভেস্টিবুলার যন্ত্র | ককলিয়ার উপরের অস্থিময় ল্যাবিরিন্থ ও মেমব্রেনাস ল্যাবিরিন্থ দিয়ে গঠিত। | ভারসাম্য রক্ষা করে। |
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ