একটি পেশিবহুল অঙ্গ। এটি পৌনপৌনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত সারা দেহে প্রবাহিত করে। এনালাইড, মলাস্কা এবং আর্থোপোডাতেও অনুরূপ অঙ্গ বিদ্যমান।কার্ডিয়াক প্রতিশব্দটির অর্থ “হৃৎপিন্ড সংক্রান্ত” যা গ্রীক কার্ডিয়া হতে এসেছে। হৃৎপিন্ড হৃদপেশি দ্বারা গঠিত, যা কেবলমাত্র এই অঙ্গেই পাওয়া যায়।গড়পড়তায় একটি মানব হৃৎপিন্ড প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত হয়, সে হিসাবে ৬৬ বছরের জীবনে এটি প্রায় ২.৫ বিলিয়ন বার স্পন্দিত হয়। এটি পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরী পাতলা ঝিল্লীতে আবৃত।এটি বাইরের দিক থেকে যথাক্রমে এপিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম ও মায়োকার্ডিয়াম এই তিন স্তরে গঠিত এবং ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট।একজন পূর্ণ বয়ষ্ক ব্যক্তির হৃৎপিন্ডের ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
রক্তচাপ রক্তবাহের মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তবাহিকার প্রাচীরে যে পার্শ্বীয় চাপ দেয় তাকে রক্তচাপ বলে।
রক্তচাপ দুই রকমের
১৷ সিস্টোলিক চাপ
২। ডায়াস্টোলিক চাপ
সিস্টোলিক চাপঃ হৃৎপিণ্ড যখন সংকুচিত অবস্থায় বা সিস্টোল অবস্থায় থাকে তখন যে সর্বাধিক চাপ সৃষ্টি করে তাকে সিস্টোলিক চাপ বলে।এই চাপের পরিমাণ ১২০-১৩০ mm Hg চাপ ।
ডায়াস্টোলিক চাপঃ হৃৎপিণ্ড যখন শিথিল অবস্থায় থাকে অর্থাৎ ডায়াস্টোল অবস্থায় থাকে তখন যে চাপসৃষ্টি করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে।এই চাপের পরিমাণ 70-90 mm Hg চাপ পর্যন্ত
স্ফিগমোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্ত চাপ পরিমাপ করা হয়। ব্রাকিয়াল ধমনীতে ( Brachial Artery ) মানুষের রক্ত
চাপ নির্ণয় করা হয়।
ইসোফেগাস গলবিলকে পাকস্থলী অবধি সংযোগকারী পেশীবহুল নালী যার মধ্য দিয়ে পেরিস্ট্যালসিসের মাধ্যমে খাবার অতিক্রম করে।মানুষের অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে ১৮-২৫ সে.মি.।এটি শ্বাসনালী এবং হৃদপিন্ডের পিছন দিয়ে যায় এবং ডায়াফ্রামকে অতিক্রম করে পাকস্থলীর কার্ডিয়ায় উন্মুক্ত হয়।
অন্ননালীর উপরে এবং নীচে দুটি স্ফিংক্টার রয়েছে।নীচের স্ফিংক্টার পাকস্থলি থেকে খাদ্য ফিরে আসাকে রোধ করে।অন্ননালীর উচ্চ রক্ত সরবরাহ আছে।
গঠন ও কাজের উপর ভিত্তি করে পেশীকে তিন ভাগে ভাগ করা হয়।এগুলো হল-
ঐচ্ছিক পেশীঃ যে পেশী অনুপ্রস্থে রেখাযুক্ত ও ব্যক্তির ইছামত নিয়ন্ত্রিত হয়,এবং যা দেহের কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক পেশী বা কঙ্কাল পেশী বা সরেখ পেশী বলে।ঐচ্ছিক পেশি মধ্যচ্ছেদে পাওয়া যায়।
অনৈচ্ছিক পেশীঃযে পেশী মানুষের ইচ্ছানুযায়ী সংকোচিত ও প্রসারিত হয় না তাকে অনৈচ্ছিক পেশী বলা হয়।রক্তনালী্,পৌষ্টিকনালী ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি পাওয়া যায়।
হৃদপেশীঃমানব হৃদপিন্ড যে বিশেষ ধরণের পেশী সমন্বয়ে গঠিত তাকে হৃদপেশী বলা হয়।হৃৎপিন্ডে হৃৎপেশি পাওয়া যায়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ