সাধারণত বিদ্যুতিক বাল্বের জ্বলার সময় প্রচুর তাপ উৎপন্ন হয় । এ বিপুল এ তাপে বাল্বের ফিলামেন্ট যাতে জারিত হয়ে না যায় তাই এতে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় । টাংস্টেনের ফিলামেন্ট যুক্ত সাধারণ ইলেকট্রিক বাল্বে নিষ্ক্রিয় নাইট্রোজেন ব্যবহার করা হয় । নিয়ন বাতিতে "নিয়ন" গ্যাস এবং সোডিয়াম বাতিতে সোডিয়াম ও নিয়ন উভয় গ্যাস ব্যবহার করা হয় ।
ইউরিয়া (ইংরেজি: Urea) বা কার্ব্যামাইড (Carbamide) একটি জৈব যৌগ যার রাসায়নিক সংকেত (NH2)2CO। ইউরিয়ার অণুতে দুইটি অ্যামাইন (-NH2) অবশেষ একটি কার্বনিল (-CO-)ফাংশনাল গ্রুপ দ্বারা সংযুক্ত হয়েছে।
স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে নাইট্রোজেনধারী যৌগের মধ্যে ইউরিয়া প্রধান। ইউরিয়া কঠিন, বর্ণহীন, গন্ধহীন, ক্ষারধর্মী নয়, অম্লধর্মী নয়, পানিতে অতি সহজে দ্রাব্য এবং তুলনামূলকভাবে অবিষাক্ত। এ কারণে নাইট্রোজেনের উৎস হিসেবে এটিকে ব্যাপকভাবে সারে ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক শিল্পে ইউরিয়াকে একটি গুরুত্বপূর্ণ ফিডস্টক (feedstock) হিসেবে ব্যবহার করা হয়।
১.ভিট্রিওল -
রসায়নে ভিট্রিওল ধাতুর সালফেট এর একটি প্রাচিন নাম । ক্রিস্টাল অবস্থায় ধাতুর সালফেটগুল দেখতে রঙ্গিন কাচের সদৃশ ।
নীল ভিট্রিওল বা তুতে - কপার(।।) সালফেট ; সংকেত - CuSO4.5H2O
সবুজ ভিট্রিওল - আয়রন(।।) সালফেট ; সংকেত - FeSO4.7H2O
সাদা ভিট্রিওল - জিংক সালফেট ; সংকেত - ZnSO4.7H2O
২.লবণ -
রসায়নে এসিড ও ক্ষার এর বিক্রিয়ায় যা উৎপন্ন হয় তাকে লবণ বলে ।
খাবার লবণ - সোডিয়াম ক্লোরাইড ; সংকেত - NaCl
মোর'স সল্ট - অ্যামোনিয়াম আয়রন(।।) সালফেট ; সংকেত - (NH4)2Fe(SO4)2·6H2O
ইপসম - ম্যাগনেসিয়াম সালফেট ; সংকেত - MgSO4·7H2O
গ্লুবার লবণ - সোডিয়াম সালফেট ; সংকেত - Na2SO4
ফিটকিরি - অ্যালুমিনিয়াম সালফেট ; সংকেত - Al2(SO4)3
৩.কিছু প্রয়োজনীয় সংকেত -
নিশাদল বা কর্পুর=NH4Cl
চুন=CaCO3
মরিচা =Fe2O3.nH2O
কস্টিক সোডা=NaOH
কাপড় কাচা সোডা =NaCO3.10H2O
খাবার সোডা বা বেকিং পাউডার =NaHCO3
সোডা লাইম=NaOH.CaO
লাফিং গ্যাস=N2O
গ্লুকোজ=C6H12O6
কাঁদুনে গ্যাস=CCl3NO2
নীরব ঘাতক=CO
ব্লিচিং পাউডার = Ca(OCl)Cl
স্মেলিং সল্ট = (NH4)2CO3
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ