আকরিক , প্রাকৃতিক গ্যাসের ব্যবহার

 

ধাতু                                  আকরিক


মার্কারী                             সিন্নাবার HgS


জিংক                                জিংক ব্লেন্ড ZnS

                                        ক্যালামাইন  ZnCO_3


লেড                                   গ্যালেনা PbS


আয়রন                               ম্যাগনেটাইট Fe_3O_4

                                         হেমাটাইট Fe_2O_3

                                         লিমোনাইট Fe_2O_3.3H_2O


কপার                                  কপার পাইরাইট CuFeS_2

                                           চেলকোসাইট  Cu_2S


আ্যলুমিনিয়াম                           বক্সাইট Al_2O_3.2H_2O


সোডিয়াম                                 সাগরের পানি NaCl


ক্যালসিয়াম                               চুনাপাথর CaCO_3

                                              ডলোমাইট CaMg(CO3)2


মেঙ্গানিজ                                   পাইরোলুসাইট MnO₂  

প্রাকৃতিক গ্যাসের ব্যবহার

প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 

প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ভূগর্ভ থেকে। সুগভীর কূপ খনন করে ভূগর্ভ থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়। পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ এবং চাপে প্রাকৃতিক গ্যাস তৈরি হয়। পেট্রোলিয়াম কূপ থেকেও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এই সকল শক্তিকে জীবাশ্ম শক্তিও বলা হয়। সহজলভ্যতা, ক্যালরিক মান উচ্চ এবং দহনে তেমন ধোঁয়া উৎপন্ন না হওয়ার কারণে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের বহুমাত্রিক ব্যবহার দেখা যায়। নিচে প্রাকৃতিক গ্যাসের কয়েকটি ব্যবহার উল্লেখ করা হলো—
১) বিদ্যুৎ উৎপাদনে: প্রাকৃতিক গ্যাসের মোট ব্যয়ের ৩৯ শতাংশ গ্যাস-বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয়।
২) শিল্পক্ষেত্রে: উৎপাদনশীল খাতে ১৭ শতাংশ গ্যাস ব্যবহার করা হয়।
৩) সারকারখানায়: সার উৎপাদনে ১০ শতাংশ গ্যাস ব্যবহার করা হয়।
৪) রান্নার কাজে: পাইপলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ১২ শতাংশ গ্যাস ব্যবহার করা হয়।
৫) CNG হিসেবে: প্রায় ৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস CNG হিসেবে জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে।

অক্সিজেনঃঅক্সিজেন পর্যায় সারণির গ্রুপ ছ'য়ে ও পর্যায় দুইয়ে  অবস্থিত একটি মৌলিক গ্যাস,যার পারমাণবিক সংখ্যা ৮।আমাদের দৈনন্দিন জীবনে রকেটের জ্বালানিতে,অক্সি-এসিটিলিন শিখা তৈরিতে,রোগীর শ্বাসকষ্টসহ বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়।  

কার্বন ডাইঅক্সাইডঃকার্বন ডাইঅক্সাইড (রাসায়নিক সংকেত CO2) একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি অক্সিজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে দ্বি-বন্ধন দ্বারা যুক্ত থাকে।এটা আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে।কার্বন ডাই-অক্সাইডকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়।এছাড়া ড্রাই আইস তৈরিতে এটি ব্যবহৃত হয়।এছাড়া আগুন নিভাতে তরল কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]