পর্যায় সারণির সর্ব ডানে শূণ্য গ্রুপের মৌলিক পদার্থগুলোর বহিঃস্তর ইলেক্ট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা কোনরূপ বিক্রিয়ায় অংশ নেয় না,এমনকি নিজেরা নিজেদের সাথেও নয়।তাই এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।এগুলো সাধারণত আলোক উৎপাদনে ব্যবহৃত হয়।হিলিয়াম,নিয়ন,আর্গন,ক্রিপটন,জেনন ও রেডন এই ছয়টি মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।এই গ্রুপের সকল মৌলের বহিঃস্তরে (হিলিয়াম ব্যতীত।হিলিয়ামের বহিঃস্তরে ২ টি ইলেক্ট্রন থাকে) ৮ টি ইলেক্ট্রন থাকে।
পরিবাহীঃযে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তাদের বিদ্যুৎ পরিবাহী বলা হয়।সাধারণত ধাতুসমূহ উত্তম পরিবাহী হিসেবে কাজ করে।কেননা ধাতুতে ধাতব বন্ধন নামক এক বিশেষ ধরণের বন্ধন থাকে যার ফলে এগুলোতে মুক্ত ইলেক্ট্রন থাকে।ধাতব খণ্ডে এই বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে এরা ভালো বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে।উল্লেখ্য,আয়নিক যৌগগুলো পরিবাহী হিসেবে কাজ করে।কেননা,এতে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বিদ্যমান থাকে।
অপরিবাহীঃ যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না তাদের বিদ্যুৎ অপরিবাহী বলা হয়।সমযোজী যৌগে মুক্ত আয়ন না থাকায় এরা অপরিবাহী হিসেবে কাজ করে।
হাইড্রোজেন প্রকৃতিতে সবচেয়ে হালকা মৌলিক পদার্থ। এটি পর্যায় সারণির প্রথম উপাদান মৌল। এর পারমাণবিক সংখ্যা ১ ও প্রতীক H।প্রাচীন গ্রিক শব্দ হুদ্রো- অর্থ "জল" বা "পানি" ("উদ-") ও 'গেনেস' যার অর্থ "উৎপাদক" ("জনক") থেকে 'হুদ্রোজেন'(ইংরেজিতে হাইড্রোজেন) নামকরণ করা হয়েছে। অনেক পুরাতন বাংলা বইতে একে উদজান বলা হয়েছে।আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন রংহীন, গণ্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বীপরমাণুক গ্যাস।এটি কোন নিউট্রন নেই শুধু একটি প্রোটন ও একটি নিউট্রন আছে।যেহেতু পরমানুর ভর বলতে নিউক্লিয়াসের ভরকে নির্দেশ করে তাই প্রোটনের ভর হাইড্রোজেন ভরের সমান হয়।আমাদের দেশে হাইড্রোজেনের প্রধান উৎস হিসেবে পানি ও প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ