ক্যাটেনেশন, হাইড্রোকার্বন

কার্বন পরমাণুর একটি বিশেষত্ব হচ্ছে এটি একই মৌলের পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘের শিকল গঠন করতে পারে। একে ক্যাটেনেশন বলা হয়। এছাড়া কার্বন পরমাণুর যোজনী ৪। সুতরাং এটি নিজেদের মধ্যে একক, দ্বি- ও ত্রি- বন্ধন গঠন করার পরেও অন্যান্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়। এছাড়া জৈব যৌগে সমানুতা বিশেষভাবে পরিলক্ষিত হয়; অর্থাত্ একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন আণবিক গঠন বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতি দেখা যায়। এ সকল কারণে জৈব যৌগের সংখ্যা খুব বেশি।এছাড়া সিলিকন পরমাণু ক্যাটনেশন ধর্ম প্রদর্শণ করে।এই ধর্ম ব্যবহার করেই  সিলিকন পরমাণু অসংখ্য পরমাণুর সাথে যুক্ত হয়ে বৃহদাকার সিকল যৌগ সিলিকা গঠন করে। 

হাইড্রোকার্বন

 হাইড্রোকার্বনঃশুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে।যেমন-গ্লুকোজ।হাইড্রোকার্বনসমূহে  C, H, O -এর  অনুপাত যথাক্রমে- ১ঃ ২ঃ ১।   

আইইউপিএসি-এর জৈব যৌগ নামকরণ পদ্ধতি অনুসারে হাইড্রোকার্বনকে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা যায়ঃ

সম্পৃক্ত হাইড্রোকার্বনঃ এই ধরনের হাইড্রোকার্বনের এই যৌগে কার্বন ও হাইড্রোজেন শুধুমাত্র একবন্ধন দ্বারা যুক্ত এবং একটিমাত্র শৃঙ্খলে বা শাখাযুক্ত শৃঙ্খলে সজ্জিত। পেট্রোলি্য়াম জাতীয় জৈব জ্বালানির মুখ্য উপাদান সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন শৃঙ্খল ও শাখার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে সম্পৃক্ত হাইড্রোকার্বনে আইসোমেরিজম ও কাইরালিটি দেখা যেতে পারে।

অসম্পৃক্ত হাইড্রোকার্বনঃ এই শ্রেণিতে কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন একবন্ধনের পাশাপাশি কার্বন-কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন বিদ্যমান। 

বলয়াকার (সাইক্লিক) হাইড্রোকার্বনঃ এই ধরনের যৌগে এক বা একাধিক কার্বন বলয় উপস্থিত।

অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনঃ এই শ্রেণির হাইড্রোকার্বনে এক বা একাধিক অ্যারোম্যাটিক বলয় (অ্যারোম্যাটিক রিং) থাকে। অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল বেনজিন।

জৈবযৌগঃহাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনঘটিত যৌগসমূহকে রসায়ন বিজ্ঞানে জৈব যৌগ বলা হয়। অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে সকল যৌগিক পদার্থ গঠিত হয়, তা হলো সরল জৈব যৌগ। এবং কোনো সরল জৈবযৌগের সাথে অন্যকোন মৌলিক বা যৌগিক পদার্থযুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি হয়, সেগুলোকেও জৈব যৌগ বলা হয়।বাতাসের উপস্থিতিতে এসব জৈবযৌগের সম্পুর্ণ দহনে কার্বন ডাইওক্সাইড ও অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়।যেমন-ইথিলিনের পলিমার পলিথিন পুড়ালে এর উপকরন পলিভিনাইল ক্লোরাইড পুড়ে কার্বন মনোক্সাইড  উৎপন্ন হয়।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]