পরিমাপের একক
যে কোন পরিমাপের জন্য একটি আদর্শের প্রয়োজন, যার সাথে তুলনা করে পরিমাপ করা হয়। পরিমাপের এ আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক।
১৯৬০ সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়।
এস.আই এর মৌলিক এককসমূহ
নিম্নে আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক এককগুলের জন্য সর্বশেষ গৃহীত আদর্শ উপস্থাপন করা হলঃ
দৈর্ঘ্যের একক (মিটার): ভ্যাকিউয়ামে বা বায়ু শূন্য স্থানে আলো '১/২৯৯৭৯২৪৫৮' সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাকে ১ মিটার বলে।
ভরের একক (কিলোগ্রাম): ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুর অব ওয়েটস্ এন্ড মেজারস-এ সংরক্ষিত প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি ৩.৯ সে.মি. ব্যাস এবং ৩.৯ সে.মি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের ভরকে ১ কিলোগ্রাম বলে।
সময়ের একক (সেকেন্ড): একটি সিজিয়াম- ১৩৩ পরমাণুর ৯১৯২৬৩১৭৭০টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড বলে।
তাপমাত্রার একক (কেলভিন): পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার '১/২৭৩.১৬' ভাগকে ১ কেলভিন বলে।
তড়িৎ প্রবাহের একক (অ্যাম্পিয়ার): ভ্যাকিউয়ামে বা বায়ু শূন্য স্থানে এক মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদর দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে ২×১০^-৭নিউটন বল উৎপন্ন হয়, তাকে ১ অ্যাম্পিয়ার বলে।
দীপন ক্ষমতার একক (ক্যান্ডলা): ১০১৩২৫ প্যাসকেল চাপে প্লাটিনামের হিমাঙ্কে (২০৪২ কেলভিন) কোনো কৃষ্ণবস্তুর পৃষ্ঠের '১/৬০০০০০' বর্গমিটার পরিমিত ক্ষেত্রফলের পৃষ্ঠের অভিলম্ব বরাবর দীপন ক্ষমতাকে ১ ক্যান্ডেলা বলে।
পদার্থের পরিমাণের একক (মোল): যে পরিমাণ পদার্থ ০.০১২ কিলোগ্রাম কার্বন- ১২ এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট থাকে, তাকে ১ মোল বলে।
পরিমাপের যন্ত্রপাতি
পরিমাপের জন্য আমরা বিভিন্ন যন্ত্র ব্যাবহার করে থাকি। বৈজ্ঞানিক কাজের জন্য যেসব যন্ত্রাদি সচরাচর ব্যবহৃত হয় সেগুলো হ'লঃ
ক) মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) স্লাইড ক্যালিপার্স
ঘ) স্ক্রু গজ
ঙ) তুলা যন্ত্র
চ) থামা ঘড়ি
মিটার স্কেল হ'ল দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র।
ভার্নিয়ার স্কেলও দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)।
স্লাইড ক্যালিপার্স বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়।
স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ এবং ছোট দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
তুলা যন্ত্র খুব অল্পপরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র।
ক্ষুদ্র সময় পরিমাপের জন্য থামা ঘড়ি ব্যবহার করা হয়
পরিমাপে ত্রুটি ও নির্ভুলতা
সব পরিমাপের নির্ভুলতারই একটি সীমা আছে। ব্যবহৃত যন্ত্রপাতি এবং পরীক্ষকের দক্ষতার উপর পরিমাপের নিরভুলতা নির্ভর করে।
পরিমাপের বেলায় সাধারণত তিন ধরনের ত্রুটি থাকতে পারেঃ
ক) দৈব ত্রুটি
খ) যান্ত্রিক ত্রুটি
গ) ব্যক্তিগত ত্রুটি
দৈব ত্রুটিঃ কোন একটি ধ্রুব রাশি কয়েক বার পরিমাপ করলে যে ত্রুটির কারনে পরিমাপকৃত মানে আসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে। দৈব না থেকেই বুঝা যাচ্ছে এই ত্রুটি আগে থেকেই অনুমান করা যায় না এবং এই ত্রুটির প্রত্যাশিত মান হবে শূন্য।
যান্ত্রিক ত্রুটিঃ যন্ত্রে কোন সমস্যা থাকলে এই ত্রুটি দেখা যায়। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল দাগের সাথে না মিললে এই ত্রুটি দেখা যায়।
ব্যক্তিগত ত্রুটিঃ পর্যবেক্ষকের ব্যক্তিগত ভুলের কারণে এই ত্রুটি হয়। কোন ক্ষেত্রে পর্যবেক্ষক গণনা করতে এবং পাঠ নিতে ভুল করে ফেলে। এই ত্রুটি দূর করার জন্য পর্যবেক্ষককে সাবধানতা অবলম্বন করতে হয়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ