<
জল-বিদ্যুত্-কেন্দ্র এবং কয়লা-চালিত বিদ্যুত্-কেন্দ্র বিদ্যুত্ টারবাইন দ্বারা উত্পাদন করে, দুটো ক্ষেত্রেই বিশেষ প্রক্রিয়ায় 'টারবাইনের' প্রপেলরে শক্তি যোগান হয় যা' বৈদ্যুতিক জেনারেটরকে ঘোরায় এবং বিদ্যুত্ তৈরি হয় । কয়লা-চালিত বিদ্যুতের বেলায় বাষ্প গিয়ে পড়ে টারবাইন-ব্লেডের উপর, জলবিদ্যুতের বেলায় পতিত জল টারবাইন ব্লেডদের ঘোরায় ।
পতিত জলে শক্তি জোগানের জন্য নদীর বিশেষ জায়গায় বাঁধ দেওয়া হয় ; বিশেষ জায়গাটি হল যেখানে এলিভেশনে (elevation) আছে বড়-সড় পতন (drop) । বাঁধ দিলে সৃষ্টি হয় একটি জলাধার । বাঁধের দেওয়ালের মধ্যে থাকে টারবাইনে জল নিয়ে যাবার 'ইনটেক' বা গ্রহণস্থান ; কতটা জল যাবে তা' নিয়ন্ত্রণের জন্য সাধারণতঃ থাকে একটি জলদ্বার(sluice gate)। মাধ্যাকর্ষনের বলে জল এই গ্রহনস্থান দিয়ে প্রবেশ করে 'পেনস্টক' (penstock)-এ, যার পরে আছে টারবাইনের প্রপেলর । জল ব্যবহারের পর পুনরায় নদীতে ফিরিয়ে দেওয়া হয় বাঁধের নীচের নির্গমপথ দিয়ে। টারবাইনকে ঘুরাবার শক্তি নির্ভর করে 'হেড'(head)- এর উপর যা হল জলাধারের জলের উপরিভাগের তল(surface)ও নির্গমণপথের মধ্যে অন্তর(difference)- এর উপর । হেড যত বেশি হবে বিদ্যুত্ উত্পাদন হবে ততবেশি ।
সোলার প্যানেল
সূর্যের আলো সোলার প্যানেল এ থাকা সিলিকন,আর্সেনিক এবং অন্য ২/১ টা মৌলের মিশ্রণে তৈরি PNP তে আঘাত করে। ফলে pnp তে থাকা মৌলগুলোর পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত হয়ে নিচের চিত্রের ন্যায় ধনাত্মক প্রান্তের দিকে এবং হোলগুলো ঋনাত্তক প্রান্তের দিকে প্রবাহিত হয়।
আর ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। এভাবেই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এটা একটি কন্ট্রোলার হয়ে যায় ব্যাটারিতে। রাত্রে ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ দিয়ে বাল্ব, dc ফ্যান, tv ইত্যাদি চালানো হয়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ