পানির ঘনত্ব

পানির ঘনত্ব

শীতপ্রধান দেশে যখন উত্তাপ হিমাঙ্কের নিচে অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে যায় তখন হ্রদ এবং নদ-নদীর পানি বরফে পরিণত হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এসব বরফাবৃত হ্রদ ও নদীর জলচর প্রাণীরা কিন্তু বেঁচে থাকে। হ্রদের পানি আসলে আংশিকভাবে উপরিতলে জমে। কিন্তু নিচের পানি একই অবস্থায় থাকে অর্থাৎ জমে না। তাই উপরে বরফাবৃত থাকার সত্ত্বেও জলচর প্রাণীগুলো ভালোভাবেই বেঁচে থাকে। সাধারণত তরল সব পদার্থই উত্তাপে আয়তনে বাড়ে বা সম্প্রসারিত হয়। কিন্তু নিম্ন তাপমানে পানি এ নিয়মানুসারে চলে না। যখন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ক্রমশ গরম হতে থাকে তখন তার তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তনও কমতে থাকে। উত্তাপ ৪ ডিগ্রি সেলিসিয়াসে না পেঁৗছানো পর্যন্ত। ৪ ডিগ্রি সেলসিয়াসের ওপর পানি আয়তনে বাড়তে শুরু করে এবং এই আয়তনে বৃদ্ধি পাওয়াটা পরবর্তী তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সমতা রেখেই হয়। এ থেকে লক্ষ করা যায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের পানির আয়তন হচ্ছে তার নূ্যনতম আয়তন। অন্যদিকে বলা যায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাপেক্ষা বেশি। পানির এ ধরনের অনিয়মিত প্রসারণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। পানির এ ব্যতিক্রান্ত প্রসারণ প্রকৃতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শীতপ্রধান দেশের পুকুর এবং হ্রদগুলোর পানির উপরিতলকে বরফাবৃত করে দেয়। এ অবস্থায় নিচের স্তর কিন্তু অবিকল পানির আকারেই থাকে। এ কারণে পানির নিচের প্রাণীরা সহজেই বেঁচে থাকতে পারে। শীতপ্রধান দেশগুলোতে শীত ঋতুতে যখন আবহাওয়ায় তাপমাত্রা অত্যন্ত নিচে নেমে যায়, তখন পানির ঘনত্ব হয় সর্বাধিক। ফলে সেটি নিচে নামতে থাকে এবং নিচের পানি উপরে জায়গা নিতে থাকে। এটি ৪ ডিগ্রি সেলসিয়াসে ঠাণ্ডা হতে থাকে এবং ঘনত্ব হয়ে নিচের স্তরে নেমে যায়। পুরো পানির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে না নামা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে পানির ঘনত্ব কমে আসে এবং পরিণামে উপরের পানি আর নিচে নেমে আসে না। অতিরিক্ত ঠাণ্ডার কারণে পানির উপরিতলের তাপ কমতে কমতে শূন্য ডিগ্রি সেলসিয়াসে পেঁৗছে বরফে পরিণত হয়। বরফ তাপ অপরিবাহী বলে নিচের দিকে পানি জমার প্রক্রিয়া চলে অত্যন্ত ধীর গতিতে। এর ফলে নিচের স্তরের পানিতে মাছ এবং অন্যান্য প্রাণী ও জলজ উদ্ভিদ বেঁচে থাকতে পারে। যদি পানির প্রসারণ ক্রিয়া একইরকম নিয়মিত হতো তাহলে হ্রদ ও পুকুরের পানি সবই বরফে পরিণত হতো এবং জলচর প্রাণী ও উদ্ভিদ ধ্বংস হয়ে যেত। 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]