একটি মৌল বা মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭।, বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ। সাধারণ অবস্থায় নাইট্রোজেন তেমন কোন বিক্রিয়া দেখায় না, এটি কার্যত একটি নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়
বিমান দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য ব্ল্যাক বক্স নামে একটি যন্ত্র বিমানে বহুল ব্যবহৃত হয়। ব্ল্যাক বক্স হল এক ধরণের ডিভাইস যা বিমানের বিভিন্ন তথ্য ধারণ করে রাখে। ফলে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে অনুসন্ধানী দলের সুবিধা হয়। এই ব্ল্যাক বক্সে একটি রেকর্ডার সিস্টেম চালু থাকে। যার ফলে উড্ডয়নের সময়ের বিভিন্ন তথ্য রেকর্ড হয়ে থাকে। ব্ল্যাক বক্সের রঙ আসলে কাল নয়। এটা দেখতে কমলা রঙের। দুর্ঘটনার ফলে সৃষ্ট ধ্বংস স্তূপের মধ্যে থেকে যেন খুব সহজেরই ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায় তাই এটির রঙ কমালা করা হয়েছে।
সাধারণত ব্ল্যাক বক্স এমন ভাবে তৈরি করা হয় যেন তা উচ্চ তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত না হয়। দুর্ঘটনায় বিমানটি পুড়ে ছাই হয়ে গেলেও ব্ল্যাক বক্স থাকে অক্ষত। ব্ল্যাক বক্সে তথ্য ধারণ করার জন্য এক প্রকার ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয়। এই ম্যাগনেটিক টেপ অনেকটা পুরনো দিনের ক্যাসেটের ফিতার মত। এর ফিতার দৈর্ঘ্য প্রায় ৬০০০ ফুট। ব্ল্যাক বক্সের ভেতরে এই ফিতা প্যাঁচানো থাকে। ব্ল্যাক বক্সের বাহিরের আবরণ উচ্চ তাপ সহনশীল স্টিল দিয়ে তৈরি। তাই দুর্ঘটনার ফলে উৎপন্ন হাজার ডিগ্রী তাপমাত্রা এটির কোন ক্ষতি করতে পারেনা। ফলে তথ্য সুরক্ষিত থাকে। এক একটি ব্ল্যাক বক্স তৈরিতে খরচ হয় ১০ থেকে ১৫ হাজার ডলার। সাধারণত একটি ব্ল্যাক বক্সের দুটি অংশ থাকে। একটি হচ্ছে Flight data recorder বা FDR। FDR বিমানের পেছনে রাখা থাকে। এটা বিমানের মধ্যেকার ও সংলগ্ন পরিবেশের বিভিন্ন রকমের শব্দ, চাপ বা তাপের পরিবর্তনের হিসাব এবং আরও অনেক রকমের উড়ান সংশ্লিষ্ট তথ্য রেকর্ড করে | এটা একটানা ২৫ ঘণ্টা উড্ডয়নের তথ্য রেকর্ড রাখতে পারে। অপরটি হল Cockpit voice recorder বা CVR। এটা রাখা হয় বিমানের পাইলটদের ঘরে। এটি ককপিটের মধ্যে যে কোন ধরণের শব্দ রেকর্ড করে রাখে। যেমন বিমানের পাইলটদের মধ্যে কথাবার্তা, ককপিটে যে কোন ধরণের বিস্ফোরণের শব্দ।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ